জামায়াত এবং গরীবের সুন্দরী বউঃ সবাই ভাগ চায়

লিখেছেন লিখেছেন জহাসানজয় ০৫ আগস্ট, ২০১৩, ০৬:৩৮:৫৪ সন্ধ্যা

হালের রাজনীতির গরম খবর প্রায় সবটুকুই জামায়াত কে নিয়ে। বাকী যেটুকু থাকে তা প্রধান মন্ত্রী, জয়, বিরোধিদলীয় নেত্রী, তারেক জিয়ার উক্তি কিংবা যুবলীগের-ছাত্রলীগের কর্মকান্ড নিয়ে।

তা জামায়াতকে নিয়ে এত আলোচনার মানে কি?

কারন জামায়াত হয়তো নির্বাচনই অযোগ্য নয়, রাজনীতিতে নিষিদ্ধ হয়ে যাবে।

জামায়াত নিষিদ্ধ হোক এটা চাচ্ছে কারা? প্রশ্ন এটা না হয়ে হতে পাড়ে চাচ্ছে না কারা?

শুনা যায় জামায়াত নিষিদ্ধ হওয়া নিয়ে আওয়ামীলীগের সাথে জামায়াতের তথাকথিক প্রধান মিত্র বিএনপির একটি গোপন সমঝোতা হয়েছে।

কারন আওয়ামীলীগের লাভ "ক্রেডিট অর্জন", আর বিএনপির লাভ কতগুলো বিনা পয়সার ভোট সাথে রাজাকার গ্লানি মুক্ত একটা জোট।

কথায় বলে গরীবের সুন্দরী বউ থাকতে নাই। তাহলে সবাই ওকি ঝুকি দেয়, খাতির জমাতে চেষ্টা করে। সুন্দরী বউটি যদি "অমুকের" সাথে কথা বলে তবে "তমুক" তাকে রাগ দেখায় আর অপবাদ দেয়। মাঝখানে স্বামী বেচারার বিরুদ্ধে শালিশ ডেকে তাকে এলাকায় নিষিদ্ধ করা হয়।

জামায়াতের অবস্থাও সেই গরীবের সুন্দরী বউটির মতো। কখনও বিএনপি সাথে থাকলে বিএনপি সুবিধা নিবে, ব্যবহার করবে আর বলবে জামায়াত ভালো, আওয়ামী লীগ বলবে জামায়াত খারাপ। আবার আওয়ামী লীগের সাথে থাকলে জামায়াত হবে দেশপ্রেমিক, বিএনপির চোখে রাজাকার।

আর জামায়াত, বস্তাপচা কয়টা গোড়ামীর কারনে কখনও একা না চলে আজ এর কোলে, তো কাল ওর কোলে চড়ে বেড়াবে।

একদল তত্তাবধায়ক নিয়ে আন্দোলন এর প্রলোভন দেখিয়ে জামায়াতকে মাঠে নামিয়ে নিজেরা তলার টা উপরেরট সবটাই খাবে।

মাঝখানে মার খাবে, মারা যাবে, জেলে যাবে, আহত হবে, মামলা খাবে সবটাই জামায়াত।

আরবিএনপি গায়ে হাওয়া দিয়ে বেড়াবে। কারন জামায়াত মরলে ও তো বিএনপির লাভ। আর বেচেঁ থাকলে তাদের বিনামুল্যে ব্যবহার তো করাই যাবে।

তারপরেও গরীবের সুন্দরী বউ হিসাবে জামায়াতের দোষ সবার কাছে।

জামায়াতের পাশে কেউ না দাড়ালেও জামায়াতের এক শ্রেনির শীর্ষ নেতা সবসময়ই বলে যাবেন, আমাদের পাশে ম্যাডামরা আছে।

বিষয়: রাজনীতি

১৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File