ডিম পাড়বে জামায়াত, খাবে বিএনপি: বিএনপির মিডিয়ামুখীরা দিচ্ছে আন্দোলনের আষাঢ়ে হুংকার
লিখেছেন লিখেছেন জহাসানজয় ০২ আগস্ট, ২০১৩, ০৪:০০:৪৮ বিকাল
অক্টোবরের ২৪ তারিখ বর্তমান আওয়ামীলীগের সংসদিয় মেয়াদ শেষ হবে। আর প্রবল(!) শক্তিশালী বিএনপি বলছে অক্টোবরে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবে।
আজ মওদুদ বললেন আমরা আগামী অক্টোবরে কঠোর আন্দোলন করব। তিনি অবশ্য গত চার বছর ধরেই কঠোর আন্দোলন করছেন কেবলমাত্র প্রেসক্লাবের চারদেয়ালের সেমিনারে, কিংবা টেলিভিশনের সাক্ষাৎকারে।
খোকা সাহেব কবে বড় হবেন তা কেউ জানে না। খোকা বাবু যায়, লাল জুতো পায়। সেই খোকা সাহেবও আজ হুংকার দিলেন আন্দোলনের। অথচ এরাই হরতাল ডেকে মাঠে নামেন না।
দুদু বড্ড আদরের নাম। তিনি আজ বললেন ঈদের পরে কিয়ামত তুল্য আন্দোলন গড়ে তোলা হবে। তার কথার সারবস্তু এখানেই শেষ। মানুষ যেহেতু কখনও কিয়ামত তুল্য বিধ্বংসি হতে পারবে না, কাজেই দুদুরা ও কখনও সে আন্দোলন করতে পারবে না।
তাহলে বাকী থাকলো কি?
জামায়াত।
হরতালের ঘোষনা জামায়াত আ্গেই দিয়েছে ১২ ও ১৩, এটা ১৪ তারিখ পর্যন্ত গড়াবে অনেকটা ধারনা করা যায়।
জামায়াতের হরতাল মানে বিএনপির বিশ্রাম।
আর বিএনপির হরতাল মানে জামায়াতের "বিনা পয়সার মজুরের মতো" আগ বাড়িয়ে রাস্তায় নামা এবং বিএনপির বরাবরের মতো বিশ্রাম।
পিকেটিং হবে, করবে জামায়াত। বিএনপি কিংবা জোটের অন্যরা মজা দেখবে।
আর জামায়াত নিজেরা হরতাল ডাকলে বিএনপি রাস্তায়ও নামবে না, সমর্থন তো দুরের কথা।
জামায়াত মরলে কি, আর বাচলেই কি? কয়েকশ জামায়াত মারা গেলেও তাদের কতিপয় নেতার সিদ্ধান্তে "কৈাশলগত কারনে" তারা বেহায়ার মতো আবার বিএনপির ছায়া তলেই আসবে।
আর এই সুযোগ টাই বিএনপি ভালো ভাবে ব্যবহার করছে।
বিএনপি এটাও জানে জামায়াত আগষ্ট-সেপ্টেম্বর মাঠে থাকবে। কাজেই এই দুই মাস বিএনপির জাদরেল নেতারা কেবল টিভির সামনে হুংকার ছাড়লেই হবে।
আর জামায়াত বন্ধুত্বের পরীক্ষায় উত্তির্ন হওয়ার জন্য বারবার কেবল শত্রুর নির্যাতনের শিকার হবেই।
ডিম পাড়ে হাঁসে, খায় বাঘডাসে।
নেংটার থাকেনা সরম, আর জামায়াতের থাকেনা আত্মমর্যাদা বোধ।
এক যদি মরতে পারে, একা যদি নিষিদ্ধ হতে পাড়ে, একা যদি হরতাল, আন্দোলন করতে পারে, তাহলে একা চলতে দোষ কোথায় ছিলো?
জামায়াত এটা বুঝবে বলে মনে হয় না। তারা ডিম পাড়বে, সেই ডিম কে ফ্রাই, সিদ্ধ, মামলেট, ওমলেট সব তারাই বানাবে। কিন্তু ডিম খাবার বেলায় সবার আগে বিএনপি।
বিষয়: বিবিধ
১৫৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন