বিজয় কুঞ্জ

লিখেছেন লিখেছেন বীর মুজাহীদ ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৩:৪১ দুপুর



এখানে বড় নিরব বসন্ত

হাজারো ফুলের মৌ মৌ গন্ধ ,

কত শত পাখির মুক্ত কন্ঠে গান

কে যেন তারে দিয়েছে নাম "বিজয় কুঞ্জ" ।



এই বুঝি হলো ভোর অনুমান মোর

ঠাওরাবে কে ? কখন দূপুর ;

এখনই বুঝি আজান হাকিবে মুয়াজ্জিন

বিধাতারে ডাকিতে স্বরিয়া 'আছর' ।

খোল দোর খোল দোর হাকিতেছে দোরখোল পাখি

আড়মোড়া ভাঙ্গিতে বুজিলো দুটি আঁখি,

পুছিলাম তারে বড়ই আদরে

আপনার স্নেহকুঞ্জে ডাকি -

"ওরে মোর খোকা, তুমি বড় বোকা

সূর্যযে পশ্চিমে ঢুলিলো "

কহিল মম তরণে -

ওটা তোমার কারনে ,

সূর্য মামা মোর খুলিয়াছে দোর

পশ্চিমে পৌঁছিতে এখনও অনেক পথ বাকি ,

আমি দোরখোল পাখি ।।

(মম=আমার ,তরণে=উদরোতায় )

কষ্ট করে পড়লেন যখন তখন কেমন হলো জানাবেন না ?

বিষয়: সাহিত্য

১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File