বীর মুজাহীদ গর্জে উঠো (বি ডি ব্লগে এটিই প্রথম পোষ্ট ,তাই সবাইকে সালাম - আসসালামুআলাইকুম )
লিখেছেন লিখেছেন বীর মুজাহীদ ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:১৪:৫৫ দুপুর
বীর মুজাহীদ গর্জে উঠো
আল্লাহ তুমি শক্তি সাহস করো দান ,
জুলুম নির্জাতন রুখতে হবে
অন্যায় সকল করিতে ম্লান ।
(অন্যায় চারি দিকে ছড়িযে পড়েছে )
জাননা বুঝি এমনটি কেন ?
বলি তবে শোন,
বীর মুজাহীদ ঘুমিয়ে কেন ?
ক্লান্ত কেন রণ ??
ভয়ানক এক অভিঙ্গতা
লুকিয়ে তোমার বুকে,
জিহাদি মন লুকিয়ে মনে
চলতে হবে রুখে ।
আল্লারে সদা রেখো মনে
সুখে কিংবা দুঃখে ।।
পুরান খবর নতুন করে
গড়তে হবে মনে,
হাত গুটালে চলবে নাকো
এমন দুর্লভ ক্ষনে ।
তাই মিটিং মিছিল ক্যাম্পিং করো
শহর কিংবা বনে,
আপন ভুলে দেশ বাঁচাতে
মিলবো জনে জনে ।
জেগেছে এবার বীর মুজাহীদ
রইবে না আর ঘীনে,
আমি মুসলিম গর্ব মোদের জেগেছে সব রাসুর(সঃ) সেনা
বলবে কথা চলবে এবার বীর মুজাহীদ চিনে ।
নাস্তিক্যবাদ যায়রে চেনা
দেখলে ওদের ক্ষমে,
জানে সবই মানে নাকো বুদ্ধি একটু কমে
বুঝবে সেদিন কাছে এসে ধরবে যেদিন জমে ।
আসবে ফিরে সোনার দেশ
সোনার ছেলের হাতে
সকল সুখের নিদ্রা হবে
সেই ওমারের রাতে ।
আসবে তবেই সেই ওমার
জাগরে সকল বীর
ঝরাতে হবে রক্ত খানিক
গড়তে সুখের নীড় ।
বিষয়: বিবিধ
২২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন