শতাব্দীর বিশাল বিচারিক প্রহসন
লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ০৯ মার্চ, ২০১৩, ০৬:৩০:২৪ সন্ধ্যা
বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, মাওলানা
দেলোয়ার হোসেন সাঈদী,
জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে
আছো ডেথ সেলে আজ বন্দী।
মিথ্যে আর জঘন্য সব অপবাদের বোঝা
মাথায় করে,
অবসন্ন কঠিন সময় কাটছে তোমার
বিষন্ন প্রহরে।
জানি, তুমি ভীত নও অন্যায় এ
ফাঁসির হুকুমে,
জানো তুমি মৃত্যুর ফয়সালা হয়না জমীনে
হয় যে তা আসমানে।
ফাঁসির হুকুম নয় তো যেন এ
শতাব্দীর বিশাল বিচারিক প্রহসন,
বাংলার আনাচে কানাচে শুনি তাই
ফুঁসে ওঠা জনতার গর্জন।
প্রহসনের বিচার করে কাকে দেবে
ফাঁসি এ দুরাচার,
তৌহিদী জনতার নেয়া কঠিন শপথে
তোদের বন্ধ হবে সব পাপাচার।
একশত পঞ্চাশ শহীদের রক্তস্রোত
ধাবমান ঐ বঙ্গভবন পানে,
প্রয়োজনে রক্ত আরো দেবো
জানিয়ে দিলাম পূর্ণ হুঁস ও জ্ঞানে।
আর কতো মায়ের বুক খালি করলে
মিটবে তিয়াস খুনী শেখ হাসিনা?
রক্তের বন্যায় ভেসে যাবে সব অন্যায়
কারো রক্তচক্ষুর ধার ধারিনা।
আমরা যে শহীদ হাসানাল বান্নার
বঙ্গীয় উত্তরসূরী,
শহীদ তিতুমীরের 'বাঁশের কেল্লা' দিয়ে
অন্তর্জালে আজ প্রতিরোধ গড়ি।
নাস্তিক আর ধর্মহীনরা বাঁচতে যদি চাও,
তৌবা করে অতীত ভূলে সেজদায়
অবনত হও।
বিষয়: সাহিত্য
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন