একটি জরুরী দৃষ্টি আকর্ষণী
লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:০৬:০১ দুপুর
লাক্স ও চ্যানেল আই আয়োজিত সুপারস্টার প্রতিযোগিতার নামে যে বিউটি পেজেন্ট প্রোগ্রামটি চলছে এটা বন্ধ করার জন্য কি ফেইসবুকে একটি আবেদন করা যায় না? আমি ঢালাও ভাবে মিডিয়াতে যা কিছু চলছে তার বিরুদ্ধে কথা বলে সব কিছু ডাইলিউট করতে চাই না। কিন্তু এই একটি প্রোগ্রামের বিরুদ্ধে কথা না বললেই নয়। শারীরিক সৌন্দর্যের ওপর প্রতিযোগিতা করার মধ্যে যে ভন্ডামি ও নষ্টামি প্রকাশ পায় এটা কীভাবে অস্বীকার করবে কেউ আমি বুঝতে পারি না। কর্পোরেট কন্স্যুমারিজ্ম থেকে অচিরেই কোনও নিস্তার নেই এটা আমি জানি। কিন্তু কোথাও গিয়ে কি আমরা একটা লাইন টানতে পারি না যেখানে ধর্ম মত নির্বিশেষে সবাই অ্যাগ্রি করবে যে আমাদের কালচারে এটা চলতে পারে না - এটা আমাদের ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশে মোটেই গ্রহণযোগ্য নয়।
দেখুন এই প্রোগ্রামের একটি ফেইসবুক অ্যাড কী বলছে - "লাক্স সুন্দরীদের চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে আমাদের সাথেই থাকুন।" এধরণের প্রোগ্রাম কাদের মনোরঞ্জনের জন্য করা হয় সেটা আমাদের কারও অজানা থাকার কথা না। লাক্স সুন্দরীরা যদি মেধাবী হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বিউটি পেজেন্ট না করেও তারা তাদের মেধা দিয়ে একটি সফল জীবন যাপন করতে পারবে। অপরদিকে দৈহিক সৌন্দর্যই যদি তাদের একমাত্র সম্বল হয় তাহলে তা কেবল সামাজিক ভাবে গ্রহণযোগ্য এক ধরণের প্রস্টিটিউশানের দিকে তাদের এবং এই সমাজকে ধাবিত করবে এতে আমার মনে কোনও সন্দেহ নেই।
নিশ্চিত করেই আমাদের দেশে অনেক সমস্যা এবং বহু সমস্যারই আমরা সমাধান করতে পারছি না। কিন্তু কিছু জিনিসের ব্যাপারে আমাদের মুখ না খুললেই নয়। ফেইসবুকে আমি যেসব মানুষদের চিনি - যাদের লেখা মানুষ সাধারণত পড়ে - তাদের সবাইকে আমার অনুরোধ যে এ ব্যাপারে আপনারাও মুখ খুলুন।
(আসিফ সিবগাত ভূঁইয়া)
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর যারা মেধাবী তারা তো এস.এস.সি ও এইচ.এস.সি তে তাদের ক্যারিশমা দেখাচ্ছে ।
নারীর অগ্রযাত্রাতে ঈর্ষান্বিত হয়ে অনেকে জ্বলে পুড়ে মরছে । চাচ্ছে নারীকে থামিয়ে দিতে । কিন্তু...
না এর চেয়ে নারীর শক্তি বেশী
মন্তব্য করতে লগইন করুন