নুতন করে যাত্রা শুরু
লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৪৩:০১ দুপুর
আসসালামু আলাইকুম।
ব্লগ যে আমাদের জীবনে কতটা গভীর ভাবে জড়িয়ে গেছে. ব্লগে যদিও আমার বিচরণ প্রায় দু বছরের মতো, নানা ব্যস্ততার কারণে সব সময় লিখা সম্ভব হতোনা। কিন্তু প্রিয় ব্লগারদের লিখা খুঁজে বের করে তা পাঠ ও মন্তব্য প্রদানে সর্বদা সচেষ্ট থাকতাম।
কাজের চাপের মাঝে দেশের চলমান পরিস্থিতির একটি সংক্ষিপ্ত ও দ্রুত আইডিয়া নিতে হলে ব্লগই ছিল আমার ভরসা। গুরুত্বপূর্ণ রানিং কমেন্টারী দ্বারা চলমান ঘটনাবলীর সচিত্র প্রতিবেদন তুলে ধরতেন, আর আমি এবং আমার মত অনেকেই তা দ্বারা উপকৃত হতাম। আবার আমরা নুতন করে আমাদের লেখালেখির ডালা সাজাবো, পাঠ করবো, বুদ্ধিদীপ্ত মন্তব্য করবো, এভাবে বিডিটুডে ব্লগটিকে আমরা সবার নিকট প্রিয় করে তুলবো, এ অঙ্গীকার নিয়ে শুরু হোক আমার ব্লগিং জগতে যাত্রার দ্বিতীয় পর্ব।
শেষ করার পূর্বে বিডিটুডে কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ, আমাকে তাঁদের এ পরিবারে স্থান করে দেবার জন্যে। কথা দিলাম আমিও আপনাদের আশা ও ভরসার মর্যাদা রক্ষা করতে সচেষ্ট থাকবো, আপনাদেরকে নিরাশ করবোনা।
ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের জন্য সবাই দোয়া করুন।
শুভেচ্ছান্তে,
ইবনে হাসেম।
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন