বলবেন কি আপনারা, গড়ে ৩/৪ ঘন্টা সময় দেয়া কিভাবে addiction হয়?
লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ১৭ মে, ২০১৪, ০৫:২৯:৫৯ সকাল
সারাদিন অফিস করে বাসায় এসে যখন ল্যাপটপটা হাতের কাছে পাই, তখন দেরী না করে বসে যাই প্রিয় ব্লগারদের সাথে মত বিনিময় করার জন্য ফেবু বা টুডে ব্লগের মাধ্যমে। গড়ে হয়তঃ প্রতিদিন ৩/৪ ঘন্টা সময় ব্যয় হয় এতে। যদিও তাতে তৃপ্তিমত সব কিছুর নাগাল পাওয়া সম্ভব হয়না। আর এর চাইতে বেশী সময় দেয়া ও যায় না, কারণ ওটার কাস্টমার ঘরে আরো দু'জন আছে যে। এটা ঠিক ছুটির দিনে হয়তঃ সময়টা একটু বেশীই দেয়া যায়। কিন্তু অফিসের দিন স্বাভাবিক কারণেই সময় অতোটা দেয়া সম্ভব হয়না। তাই গড় হিসেবটাই দিলাম।
তবে এই সময় দেয়া নিয়ে যদি ঘরের আপনজনেরা অযথা বিতর্ক সৃষ্টি করেন, এটাকে addiction বলে আকারে ইঙ্গিতে বোঝাতে চান তাহলে দুঃখটা কোথায় রাখি বলেন তো?
আচ্ছা, আসেন তো দেখি এই ৩/৪ ঘন্টা সময়ে আমি কি কি কাজে সময় ব্যায় করে থাকি তার একটা খতিয়ান নেয়া যাকঃ
১) দাওয়াতী কাজের চেষ্টা করি, বিভিন্ন শিক্ষামূলক ভিডিও বা লিখা শেয়ার করার মাধ্যমে;
২) নিজের ঈমান ও আমলের ফায়দা লাভের চেষ্টা করি গুরুত্বপূর্ণ পোস্ট পাঠের মাধ্যমে;
৩) আল কুরআন বা হাদীস গ্রন্থ ডাউনলোড করে সেখান থেকে অধ্যয়নের প্রচেষ্টা;
৪) বহুমূখী জ্ঞানের চর্চা (হারাম সাইটগুলোতে না গিয়ে)
৫) দ্বীনী বন্ধুদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা;
৬) দূরবর্তী আত্মীয়/বন্ধুদের সাথে বার্তা বিনিময় বা স্কাইপি তে কথোপকথন
৭) দেশের চলমান পরিস্থিতির খোঁজ খবর নেয়া, প্রয়োজনে নিজের মনের অবস্থা ব্যক্ত করে কিছু লিখা; কারণ যেখানে আছি সেখানে রেডিও বা টিভি হতে নিউজ দেখার সুযোগ নেই। তাছাড়া সেখানে তো আর নিজের মনের কথা ব্যক্ত করারও স্কোপ নেই;
৮) ফাঁকে ফাঁকে নিজের মেইল চেক করা এবং মেইলের উত্তর দেয়া;
৯) ইসলামী গান/গজল শুনায় কিছু সময় দেয়া।
যে দেশে আছি সেখানে ইসলামী সাহিত্য ও নেই যে অবসরে সেগুলোতে কিছু সময় দেব বা দেশে থাকলে তো সংগঠনের কাজে ও বাইরে অনেক সময় দেয়া প্রয়োজন হতো । ঐসব সময় যোগ করলে তো দেখা যায় দেশে থাকলে আরো বেশী সময় কোরবাণী করতে হতো বিভিন্ন ভাবে। তাহলে কিভাবে ফেবু বা ব্লগে মাত্র ৩/৪ ঘন্টা সময় দান addiction এর পর্যায়ে চলে যায়? ব্যাপারটা মাথায় কিছুতেই ঢুকছেনা।
তাই এ ব্যাপারে আমার প্রিয় ব্লগের সহযাত্রীদের নিকট হতে কিছু ফিড ব্যাক কিংবা উপদেশ যাই বলেন, কামনা করছি। আশা করি নিরাশ করবেন না।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দায়ী ইলাল্লাহের কাজে বেশী বেশী সময় দিন এ কামনান্তে।
আপনাদেরই......
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার দেয়া যুক্তিটা গ্রহণযোগ্য আমার কাছে।
আরেকটা বুদ্ধি: আপনি উনার পাশে বসে দুষ্টুমি করে করে ল্যাপটপিং করবেন।
ভাবীকে বোঝান যে, প্লিজ! আমাকে একটু টাইম দাও এগুলো করার জন্য। মানুষের সাথে যোগাযোগ না করলে কেমনে হবে?
...এসব সামনে নিয়েই এগুতে হবে। কারণ যে কোন লক্ষ্যে পৌছার জন্য কিছু না কিছুতো ত্যাগ করতেই হবে। পৃথিবীর কোন খ্যাতনামা মানুষই প্রথমে অন্দরমহলকে সাথে রেখে রাখতে পারেনি। এরা পরে যোগ দিয়েেছে।
এই কাজটা করেই দেখেন। বিফলে মূল্য ফেরত.....
এই কাজটা করেই দেখেন। বিফলে মূল্য ফেরত..... Smug
এই ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন তো?
মন্তব্য করতে লগইন করুন