ছাত্রশিবিরের সব কিছুই ভালো, ওদের একমাত্র দোষ হলো যে ওরা শিবির করে
লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ২৯ এপ্রিল, ২০১৪, ০৭:২০:০৩ সন্ধ্যা
Apu Ahmed
ছাত্রশিবিরের কর্মীদের সব কিছুই ভালো, দোষ শুধু শিবির করে।
১৯৯৭ সালে আমার ভগ্নিপতি জেলা আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানেও জেলা আওয়ামী লীগের অনেক বড় পদে আছেন। তৎকালে তার দুটি ছেলেকে পড়ানোর জন্য একবার আমার কাছে লজিং মাস্টার চাইলেন। আমিও হেসে উত্তর দিলাম, ছাত্রলীগের জেলা সভাপতিকে বললেই তো তিনি তাদের থেকে একজনকে পাঠিয়ে দেন। ভগ্নিপতি আমার উত্তর দিলেন, আর কোন কথা আছে তোমার। আমার সংসার ধ্বংস হয়ে যাবে। এসব লুচ্চা লাফাংগা দিয়ে হবে না, তোমাদের শিবিরের কোন ছেলে থাকলে দাও।
বললাম, তাহলে স্টেজে উঠে জামায়াত শিবিরের বংশ বিনাশের যে বয়ান করেন, তার মারেফাত কি ? তিনি উত্তরে বললেন, রাজনীতি করতে হলে, বিশেষ করে আওয়ামী লীগ করতে হলে জামায়াত শিবিরের বিরুদ্ধে অনিচ্ছা স্বত্বেও কিছু বলা লাগে। নইলে আওয়ামী লীগ করা যাবে না।
পরবর্তিতে আমার এক কর্মীকে লজিং হিসেবে তার বাড়িতে দিলাম। আলহামদুলিল্লাহ তার চারিত্রিক দৃঢ়তায় এবং আমলের গুনে আমার ভগ্নিপতির জীবনে ইসলামের ছোয়া লাগতে শুরু করেছিলো। তার ঘরের ডিশ কানেকশান বন্দ হয়ে গিয়েছিলো। আমার বোন সহ ঘরের সবাই নামাজি হয়ে গিয়েছিলো। এক ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে পাশ্ববর্তি কওমী মাদ্রাসাতে হেফজ খানায় ভর্তি করে দিয়েছিলো। মজার কথা হলো পরবর্তিতে আমার সেই কর্মীটিই জেলা সভাপতির পদ অলংকৃত করেছেন। ভগ্নিপতিও তাকে মোটামোটি বেকআপ দিয়েছেন।
বিষয়টি বলার একমাত্র কারণ হলো, বর্তমান শিবিরের আদর্শিক জনপ্রিয়তা খোদ আওয়ামী নেতারাও জানে কিন্তু দুকূল হাড়ানোর ভয়ে মুখ ফুটে কোন কথা বলতে পারে না। আওয়ামী নেতাদের নেতৃত্ব নির্ভর করে জামায়াত শিবিরের বিরোধীতার ওপর। অধুনা তাদের সেই চরিত্র আজকাল বিশেষ একটি দলের ওপর ভর করেছে। তাদের দলের কর্মসূচী নির্ভর করে জামায়াত শিবির বিরোধীতার ওপর। বুঝলাম না, এরা কি তাহলে আওয়ামী লীগ থেকে সব কিছুই গ্রহণ করছে নাকি ?
(বিশিষ্ট ব্লগার অপু আহমেদ এর পোস্ট থেকে)
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ২১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
বরং শিবিরের হাতে ধরা "পরশপাথর" [আলকুরআন]
যার হাত থেকে এ "পরশপাথর" পড়ে যায়-
সে-ও শিবির থেকে ঝরে যায়...
কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায় কাফের
বেইমান মুশরেকেরা। ও আমার ভাই-বোনেরা,
যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়
আমরা কি তাদের সাথে জেহাদের জন্য প্রস্তুত আছি ?
শিবির মানেই হল
(শি)ক্ষিত ও বিজ্ঞ (র)ত্ম
আদর্শের মুকাবেলায় ব্যার্থ সব স্বেরাচারই একই সুরে কথা বলে। আবুজেহেল, আবু লাহাব, মিশরের জামাল নাসের, আনোয়ার শাহাদত, আপগানে হামিদ কারজায়ী আর বাংলার হাসিনার মাঝে কোন পার্থক্য নেই। পাথ্যক্য শুধু -
হিতি ভাত খায়, অন্যরা রুটি খায়।
হিতি মাইয়্যা, আর হেতেরা হোলা।
হিতি লেডি হিটলার হেতেরা ম্যাল হিটলার
হিতি বেশী কথা কয়, হেতেরা কম কথা কয়।
হিতি হোলা খ্রীষ্টান বিয়া কইচ্ছে হেতেরা নিজের জাত।
আম্লীগের সমর্থকদের এ ভ্রষ্ট মাতার চৌদ্দগোষ্ঠি মরলেও দু}খ নেই।
মন্তব্য করতে লগইন করুন