খোকা বাবুর দা-কুড়াল সমাচার
লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ১৭ অক্টোবর, ২০১৩, ০৬:০৪:২১ সকাল
আমাদের ঢাকার প্রাক্তন মেয়র খোকা বাবু কোন এক বক্তৃতায় তাঁর অনুসারীদের ২৫শে অক্টোবরের শো-ডাউনের জন্য দা কুড়াল ইত্যাদি নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন। তিনি বলেছেন, সরকার যদি বিরোধী দল দমনে তার গুন্ডাবাহিনীকে লেলিয়ে দেয় তাহলে তা মোকাবিলায় আমাদেরকেও দা-কুড়াল ইত্যাদি নিয়ে তৈরী থাকতে হবে...
কিন্তু তারো আগে দেশের প্রধানমন্ত্রী যে তার ভাষনে বলেছেন, "২৫শে অক্টোবরের পর দেশে কেউ গন্ডগোল বাঁধাতে চাইলে সাবধান হয়ে যান, ৫ই মে-র কথা ভূলে যাবেন না, প্রয়োজনে সেভাবেই দমন করা হবে "।
অর্থাৎ দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে শেখ হাসিনা যে ভাষা প্রয়োগ করেছেন (যদি বাস্তবিকই সে ভাষা ব্যবহার করে থাকেন) তা হলে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। দেশের একজন প্রধান মন্ত্রী, যিনি ভালো করেই জানেন, তার সরকারের ৫ই মে-র হত্যাযজ্ঞকে দেশ বিদেশের মিডিয়ায় গণহত্যারূপে চিহ্নিত করা হয়েছে, সেই ৫ই মে-র গণহত্যার পুনঃ হুমকি প্রদান করে তিনি আসলে যে দেশের জনমানুষের কাছে হিটলারের প্রেতাত্মারূপে আবির্ভূত হয়েছেন, সে খবর বোধহয় তাঁর জানা নেই। যদি তিনি এই ধরণের বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তাঁর উচিত ছিল দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে মানে মানে গদি থেকে সরে যাওয়া।
আর জনাব খোকাবাবু যা বলেছেন, তা যদি হাসিনার উক্ত হুমকির প্রেক্ষিতে বলে থাকেন, তাহলে তাকে কি করে দোষ দেয়া যাবে? একটা কথা এতোদিনে বাজারে চালু হয়ে গেছে। আওয়ামীরা যা বলে, তা করে, আর বিএনপি শুধু মাঠে হুমকি ধামকি দিয়েই সারা। কাজের কাজ কিছুই করে না।
তাহলে তো দেখা যাচ্ছে আওয়ামীরা তার বিরোধীদের নিশ্চিহ্ন করতে একটার পর একটা সন্ত্রাস, গুম, হত্যা চালিয়ে যাবে আর বিরোধীরা সেটা প্রতিরোধে একটু মুখ দিয়ে হুমকি ধামকিও দিতে পারবেনা? এটা কোন ধরণের গণতন্ত্র? বুঝা গেল এটা হলো 'আওয়ামী জাহেলিয়াত গণতন্ত্র'।
শেখ হাসিনা যা বলেছে, তার তেমন কোন ক্রিয়া প্রতিক্রিয়া পত্রিকার পাতায় খুঁজে পাচ্ছিনা। কারণ, হাসিনার সরকার পত্রিকার মালিকদের মাথা কিনে ফেলেছেন। অথচ তার জবাবে খোকাবাবু কানাকড়ি কি যে বললেন, সেজন্য তাকে গ্রেফতারে সরকারের পুলিশ বাহিনীর রাতের ঘুম হারাম হয়ে গেছে। বেচারারা ভালো করে ঈদ ও উদযাপন করতে পারলোনা। আর নিউজ মিডিয়ায় তা নিয়ে চলছে এক ঝকমারি ক্রিয়া প্রতিক্রিয়া।
'আওয়ামী এই জাহেলিয়াতী গণতন্ত্রকে' এখুনি প্রতিরোধ করতে না পারলে দেশ যে অচিরেই আর এক পাকিস্তানে কিংবা সিরিয়ায় পরিণত হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ কি কারো আছে?
হে আল্লাহ, তুমি বাংলাদেশ ও শান্তিপ্রিয় দেশবাসীকে তোমার পূর্ণ নিরাপত্তা দাও এবং ষড়যন্ত্রকারীদের দু'হাত তুমি ধ্বংস করে দাও।
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন