বন্ধ্যাত্ব সবখানেই??

লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ১০ জুন, ২০১৩, ০৩:৪৭:৪৪ রাত

বন্ধ্যাত্ব আজ সবখানেই

কোথায়ও নেই ৬ই এপ্রিলের লঙ মার্চের সফলতার কথা,

শোনা যায় না আজ ৫ই মে'র মধ্যরাতের নিষ্ঠুরতম বর্বরতার ইতিকথা;

বন্ধ্যাত্ব নেমেছে যেন দেশের রাজনীতিতে,

অজগরের বিশালাকার হাঁ করা মূখের আদলে।

অজগর কি তাহলে সবকিছুই গিলে খেল?

মানুষের প্রতিবাদী কন্ঠস্বর, তার ঈমানী চেতনা,

তার বেঁচে থাকার জন্য ন্যূনতম যে অক্সিজেন বাতাস

সবকিছুইতেই চলছে শুধু নাই, শুধু নাই-য়ের আহাজারি,

দেশশুদ্ধ মানুষগুলোকে যেন কিসে একেবারে স্তব্ধ করে দিয়েছে!

এতো অন্যায়, অবিচার, নির্যাতন, ডিজিটাল কায়দায়

এসবের ব্যাপারে এখন আর কেউই মূখ খুলছেনা।

তাই সরকার ও বুঝি এখন দাঁত কেলিয়ে হাসছে?

না, এ হাসি ক্ষণস্থায়ী, আমি জানি, এ হাসির আয়ু অতি ক্ষুদ্র

তোমরা যাকে দেখে মোচে তা দিচ্ছ হে জালিমের দোসর

তাকে তোমরা নিয়ন্ত্রণ আর বন্ধ্যাত্ব ভাবলে ভূল করবে

বরং আমি বলবো, এই নীরবতা, স্তব্ধতা আর শূণ্যতা হলো,

বাংলার বুক হতে সব অন্যায়, অবিচার, আর জুলুমের

কালো রাতের অবসানে, একটি মহা প্রলয়

আগমনের অশনি সংকেত,

একটি প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পূর্বলক্ষণ!!!

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File