একদিন খাইলে সারা বছর খাইবা না ক্যান!!
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ১৩ এপ্রিল, ২০১৫, ১০:৩৭:৩৬ রাত
ভানু বন্দোপাধ্যায় এর একটি কেীতুক আছে। যেখানে ভানু হচ্ছেন ঘটক রমনিমোহন এক কন্যাদায়গ্রস্ত পিতার কাছে সম্ভাব্য পাত্রের গুনাগুন বর্ননা করছেন।
রমনিমোহন-রেলে চাকরি করে, তবে প্রায়ই মারধোর খাইতে হয় সেই জন্য কিঞ্চিত মদ্যপান করে।
কন্যার পিতা- কি বললেন?? মাতাল!!!
রমনিমোহন-ধার্মিক মাতাল!
কন্যার পিতা- তার মানে???
রমনিমোহন-বছরে একটা বিশেষ দিনে মদ না খাইয়া সারা বছর এর মদ খাওয়ার পাপ স্খালন করে!
কন্যার পিতা- কি আবোলতাবোল বকছেন!!
রমনিমোহন-আগে শোনেন! মহাত্মা গান্ধির জন্ম দিনের দিন মদ খায়না।
কন্যার পিতা-তাতে কি হলো???
রমনিমোহন-প্রমান হইল যে কোনদিনই খায়না।
কন্যারপিতা- আপনার কি মাথা খারাপ একদিন না খেলে সারাবছর না খাওয়া প্রমানিত হয়??
রমনিমোহন- মহাত্মা গান্ধির জন্ম দিনে একদিন চড়কা কাইটা যদি সারা বছর চড়কা কাটা প্রমানিত হয় তাইলে সেই দিন মদ না খাইলে সারা বছর না খাওয়া প্রমানিত হইবনা ক্যান???
পাদটিকা:- ১লা বৈশাখ উপলক্ষে শহুরে ধনিক শ্রেনি একদিন পান্তা-ইলিশ খেয়ে সারাবছর বাঙ্গালি সংস্কৃতির অনুসারি বলে প্রমান করতে চাইছেন নিজেদের। আর তার বিপরিতে এই দেশের সাধারন মানুষ সারা বছর মরিচ পোড়া আর পান্তা খেয়ে তাদের চোখে অসংস্কৃতিবান(আনকালচার্ড)!
আমার প্রশ্ন এইরকম হইব ক্যান???
বিষয়: বিবিধ
১৪৬৭ বার পঠিত, ৫১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার একটি লিখার জন্য জাজাকাল্লাহু খাইর।
সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
এই অপসংস্কৃতি আমাদের সাধারন গ্রামিন মানুষদের জন্য অপমানজনক ৎ।
অনেক ধন্যবাদ।
ইলিশ আর মুখে পালিশ এই দিয়া সংস্কৃতি কে সং বানান হচ্ছে।
অনেক ধন্যবাদ মন্তব্যটির জন্য।
অনেক ধন্যবাদ।
ইলিশ মাছ পাইনা
একদিন যদি পাই
অমনি ধরে হাপুস হুপুস খাই
ধন্যবাদ
হাপুুুস-হুপুস থাইতে গেলে গলায় কাঁটা বেধার সম্ভাবনা আছে!!
‘লাল- ধন্যবাদ, সবুজ!
সং সাজার পান্তা দেখে কানতে ইচ্ছা করে।
তাদের লেজে গজায় শিং
তারা বৈশাখে পাড়ে ডিম!!!
জবাব পাবেন.....৯০ই জানেনা!!!
বাঙ্গালীপনার জন্য বার মাসই দরকার একদিনের বাঙ্গালীপনা ও মঙল শোভাযাত্রা নয়।
ইলিশ পঁচাইলেও সুস্বাদু নুনা ইলিশ হয়!!
বৈশাখি মদ হিসাবে তারা তাড়ি সবা ভাং খেতে পারে!
আমার প্রশ্ন এইরকম হইব ক্যান??? পান্তা আর ইলিশ দুটো বস্তুই এখন সময়ের প্রেক্ষাপটে আর্থিক দিক বিবেচনায় দুই মেরুর। যেমনটি গরীব এবং শহুরে 'কালচার্ড (তথাকথিত - আমিও একজন বোধহয়)' শ্রেণি অবস্থান করে। তাই বাংগালীর ঐতিহ্য বলে এভাবে একদিনের বাংগালী সাজা এক ধরণের ভন্ডামি মনে করি।
এর থেকে বছরের অন্য দিনগুলোর মতো দিনটে বিচরণ করলে একটু হয়তো মানুষের মত লাগবে।
সুন্দর পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
শুভ রাত্রি।
পান্তা ভাত আমিও অনেক খেয়েছি। ২০-২৫ বছর আগে শহুরে শিক্ষিত শ্রেনির মধ্যেও এর প্রচলন ছিল। কিন্তু ইলিশ দিয়ে পান্তা কাউকে খেতে দেখেছি বা খেয়েছি বলে মনে পড়ে না।
মজার কৌতুক তবু জাতির বোধদয় হবে না!
শুকরিয়া ভাই!
জাতির বোধদয় হবেই যদি সবাই বুঝতে পারে।
আচ্ছা ভাইয়া শিং মাছ ঝোল আলু ভাজা আর করল্লা ভাজা দিয়ে ভাত খেলে কেমন হয়??
তবে তাতে বৈশাখ হবে কিনা সেটা চেতনা ব্যবসায়িরাই ভাল জানবে!!
ভার্চুয়ালি খেলে কেমুন হয়?
আলুভর্তা মরিচ ভর্তা দিয়াই পান্তাভাত বেশি মজা!
এই সুযোগে একটু আধটু খেলেই উফফফপপপসসসসস হোক তা ভার্চুয়ালী।
লিখাটা পড়ে ভাল লাগলো, আপনাকে ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন