দুনিয়াতে মানুষের আক্কেল-জ্ঞান যে দিন দিন কোথায় চলে যাচ্ছে ।
লিখেছেন লিখেছেন হরিণ খাইন গোয়েন্দা সংস্থা ১৩ এপ্রিল, ২০১৫, ১১:০২:৩৬ রাত
আজ বেড়াতে যাওয়ার সময় বাসে
উঠলাম, দুই জনের সিটের মধ্যে
একটা সিট খালি ছিল , যার
পাশে বসবো সে মানুষটি
পায়ের ওপর পা তুলে পাশের
সিটসহ দখল করে আছে ,পাশে এখটু
জায়গা ছিল আমি ছোট করে
বসলাম ,আমি বসার পরও ঐ মানুষটি
আমার জায়গা দখল করে পায়ের
ওপর পা তুলে বসে আছে । কেমন
লাগে বলুন তো ?
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন