মিলন মেলার উপদেষ্টা প্যানেল
লিখেছেন লিখেছেন মিলন মেলা ২৫ মার্চ, ২০১৩, ০৯:১৫:১৯ সকাল
বিডি টুডে ব্লগে সহসাই শুরু হতে যাচ্ছে "মিলন মেলা" নামে জ্ঞান পিপাসু আর আডডাবাজ ব্লগারদের জমজমাট আসর।
ইতিমধ্যে মিলনমেলার প্যানেল গঠনের উদ্দেশ্যে পোষ্ট দেয়া হয়েছিল। সেই সব পোষ্টে প্রদত্ত মন্তব্য থেকে নেয়া নাম সমূহ হতে যাচাই করে নিম্নোক্ত সম্মাণিত/সম্মাণিত ব্লগারদের নিয়ে মিলন মেলার উপদেষ্টা প্যানেল গঠনের প্রস্তাব করা হচ্ছে। যা নিম্নরূপঃ
১. আবু জারীর।
২. নুরে আয়েশা সিদ্দিকা-জেদ্দা।
৩. নজরুল ইসলাম টিপু।
৪. রেহনুমা বিনতে আনিস।
৫. মোহাম্মদ লোকমান।
উপরোক্ত সম্মাণিত ব্লগারগন সদয় সম্মতি প্রদান করলেই উপদেষ্টা প্যানেল চূড়ান্ত করা হবে।
উপদেষ্টা প্যানেলের সদস্যরাঃ
১. মিলন মেলাতে মাঝে মাঝে সময় প্রদান করে তাদের অভিজ্ঞাতা আর তাদের মাঝে থাকা রত্ন দিয়ে শেয়ার করবেন।
২. মিলন মেলা পরিচালনায় কার্যনির্বাহী প্যানেলকে দিক নির্দেশনা প্রদান করবেন।
৩. মিলন মেলার বিষয় চূড়ান্ত করবেন।
৪. মিলন মেলার প্রতি আসরের জন্য শেষ্ট কমেন্ট দাতা নির্বাচন করবেন।
৫. মিলন মেলার পরিবেশ রক্ষা আর মানোন্নয়নে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করবেন।
আগামী ১৫ই এপ্রিল ২০১৩ তারিখ হতে মিলন মেলার নিয়মিত আসর শুরু করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। অতিশীঘ্রই মিলনমেলার কার্যনির্বাহী প্যানেল ঘোষনা করা হবে ইনশা আল্লাহ।
বিষয়: বিবিধ
২০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন