মিলন মেলা এবার টুড়ে ব্লগেঃ প্যানেল গঠনের জন্য নাম প্রস্তাব করুন।
লিখেছেন লিখেছেন মিলন মেলা ০৯ মার্চ, ২০১৩, ১০:১৭:০১ সকাল

সুপ্রিয় ব্লগার ভাই/বোন,
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরাতন দিন গুলোকে জীবন্ত করে রাখতে টুডে ব্লগেও শুরু হবে মিলন মেলার নিয়মিত আয়োজন। মিলন মেলার লক্ষ্যঃ
১. ব্লগারদের মাঝে পারস্পরিক যোগাযোগ সৃষ্টি।
২. একটি বিষয়ের উপর সকলের মতামত নিয়ে জ্ঞানের চর্চা ও সমৃদ্ধি।
৩. পরমত সহিষ্ঞু হয়ে যুক্তির মাধ্যমে অন্যের যুক্তি খন্ডনের চর্চা।
৪. ব্লগের পরিবেশকে জ্ঞানময় করে গড়ে তোলা।
৫. সুস্থ সংস্কৃতির চর্চা, অপসংস্কৃতির মোকাবেলা করে সত্য আর সুন্দরের বিস্তার।
৬. লক্ষ্য থাকতে পারে আরো অনেক কিছু, যা আপনাদের মন্তব্যের মাধ্যমে সংযোজিত হবে।
মিলন মেলার নিয়মাবলী চূড়ান্ত হবে আপনাদের মতামতের ভিত্তিতে। আর এর পর আয়োজিত হবে মিলনমেলার আসর সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক ভিত্তিতে নির্ধারিত বিষয়ের উপরে।
একটি প্যানেল চূড়ান্ত করবে আপনাদের মতামতের ভিত্তিতে ইত্যাদি সকল বিষয়। এই ব্লগে রয়েছেন নাম করা অনেক অনেক ব্লগার। যারা মিলন মেলার এই আসরে সময় দেবেন তাদেরকে আগাম শুভেচ্ছা।
অতএব জটপট জানিয়ে দিন আপনার মতামত। প্রস্তাব করুন মন্তব্যের মাধ্যমে আপনার বিবেচনার প্যানেল। উল্লেখ করুন কমপক্ষে ৩জন ব্লগারের নাম।
উল্লেখ্য যে,
মিলনমেলার আসর বসবে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ধর্ম, ব্যবসা, বিনোদন ইত্যাদি নানাবিধ বিষয়ে। আর মন্তব্য আসবে রুচিশীল ও জ্ঞানগর্ব উপস্থাপনায়। জবাব মিলবে সরাসরি। অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যকারকদের মন্তব্য তাৎক্ষনিক মুছে দেয়া হবে।
মিলন মেলার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা।
আপডেটঃ
ইতিমধ্যে আমাদের প্রদত্ত প্রথম পোষ্টে সম্মাণিত ব্লগার ভাই/বোন নিম্নোক্ত সম্মাণিত ব্লাগারদের প্যানেল সদস্য করার প্রস্তাব করেছেন।
নজরুল ইসলাম টিপু
ডক্টর সালেহ মতীন
মোঃ নজরুল ইসলাম মজুমদার
জিননাত আরা
তহুরা।
সিটিজি৪বিডি
পুষ্পিতা
ডক্টর সালেহ মতিন
চাঁটিগা থেকে বাহার
ফাতেমা মারিয়াম
মো: ওহিদুল ইসলাম
রেহনুমা বিনতে আনিস
নুরে আয়েশা সিদ্দিকা জেদ্দা
এম এম ওবায়দুর রহমান।
প্যারিস থেকে আমি।
হাবীবুল্লাহ
এম এম নুর হোসাইন মিয়াজী
আধা শিক্ষিত মানুষ।
বিষয়: বিবিধ
১৪৮০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন