মিলন মেলা পোষ্ট {০৫} বিষয়ঃ গণহত্যা
লিখেছেন লিখেছেন মিলন মেলা ১৮ মে, ২০১৩, ০৭:১২:৫৩ সন্ধ্যা
আস্সালামু আলাইকুম। মিলন মেলার ৫ম আসরে সবাইকে স্বাগতম।
আজকের বিষয়ঃ গনহত্যা।
বাংলাদেশের ইতিহাসে ৪টি ঘটনাকে গণহত্যা বলে মনে করা হয়ে থাকে। যেমনঃ
১. বিডিআর হত্যাকান্ডঃ যার মাধ্যমে একদল মেধাবী, চৌকস ও দেশপ্রেমিক সেনা সদস্যকে হত্যা করা হয়।
২. আটাশে ফেব্রুয়ারীর নির্বিচার হত্যাকান্ডঃ মাওলানা সাঈদীর ফাঁসির রায় শুনে বিক্ষোব্ধ ইসলাম প্রেমিকদের উপর দেশ ব্যাপী হত্যাকান্ড। যার সংখ্যা প্রায় দুই শত।
৩. সাভার ট্রাডেজিঃ বিল্ডিং-এ ফাটল দেখার পরও গার্মেন্টস শ্রমিকদের কাজে আসতে বাধ্য করা ও শক্তিশালী জেনারেটরের ঝাকুনীর মাধ্যমে বিল্ডিং ধসে অর্ধসহস্য মানুষের একসাথে মৃত্যু।
৪. শাপলা ট্রাডেজীঃ রাতের অন্ধকারে ঘুমন্ত আলেমদের উপর পরিকল্পিত ও নির্বিচার গুলি বর্ষণ করে হাজার হাজার আলেমকে হত্যা ও লাশ ঘোম।
আজ আমরা আলোচনা করবো উপরোক্ত ঘটনা গুলোকে কেন্দ্র করে গণহত্যা সম্পর্কে। আলোচনা যেন অহেতুক বিতর্কের কেন্দ্র স্থলে পরিণত না হয় সে দিকে আমাদের নজর দিতে হবে।
তাহলে আসুন শুরু হোক আজকের মিলন মেলা। সবার জন্য শুভ কামনা।
বিষয়: বিবিধ
২৫১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন