Rose Roseমিলন মেলা পোষ্ট {০১} বিষয়ঃ টুডে ব্লগ-সমস্যা ও সম্ভাবনা

লিখেছেন লিখেছেন মিলন মেলা ২০ এপ্রিল, ২০১৩, ০৭:০০:৩১ সন্ধ্যা

আস্সালামু আলাইকুম।

সকলকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টুডে ব্লগের বহু প্রত্যাশিত ব্লগারদের আড্ডা জাতীয় আসর “মিলন মেলা”

মিলন মেলার আজকের বিষয়ঃ টুডে ব্লগ-সমস্যা ও সম্ভাবনা।

আজকের মিলন মেলায় আমরা আলোচনা করবোঃ

- টুডে ব্লগে ব্লগিং করতে আমরা কি কি সুবিধা ভোগ করছি, যা আমরা অন্য ব্লগে পাইনি?

-টুডে ব্লগে ব্লগিং করতে আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি?

- ব্লগের পরিবেশকে সুন্দর ও প্রাণবন্ত রাখতে ব্লগারদের কি কি করণীয়। একই ভাবে মডারেটরসদের কি কি কর্তব্য?

- ব্লগে লিখতে লিখতে আমরা কিভাবে একজন লেখক হয়ে উঠতে পারি?

- ব্লগে লিখার মাধ্যমে আমরা দেশ এবং জাতি গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারি?

- কিভাবে একটি ব্লগ হতে পারে একটি সুন্দর প্রজন্ম গঠনের মাধ্যম?

ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজ আড্ডা দেবো টুডে ব্লগে।আপনি শেয়ার করতে পারেন টুডে ব্লগ সম্পর্কিত আরো যে কোন বিষয়-যা আপনার ভাল লাগে অথবা খারাপ লাগে। যাতে করে বিষয় গুলো থেকে আমরা যেমন উপকৃত হতে পারি, তেমনি ভাবে টুডে ব্লগ সম্পাদক এখান থেকে তথ্য পেতে পারেন ব্লগের উন্নয়নের জন্য।

তা হলে শুরু করা যাক আজকের আড্ডা। আড্ডা চলবে বাঁধাহীন, মন্তব্য আর প্রতি মন্তব্যে আমরা ভরিয়ে তুলবো মিলন মেলার ব্লগ আঙিনা। সবার জন্য থাকলো অনেক অনেক শুভ কামনা।

বিষয়: বিবিধ

১৮৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File