আল্লামা শফি সাহেবকে কেন বক্তৃতা করতে দেওয়া হল না?

লিখেছেন লিখেছেন নারী নেতৃত্ব হারাম ০৭ মে, ২০১৩, ০৬:০৫:৪৬ সন্ধ্যা

রবিবার ঢাকা অবরোধ শেষে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ শুরু করে হেফাজতে ইসলাম৷ পুলিশ এই সমাবেশের অনুমতি দেয় শর্ত সাপেক্ষে৷ শর্ত হলো, সমাবেশ বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে হবে এবং তা হতে হবে শান্তিপূর্ণ৷ একই শর্তে প্রায় এক মাস আগে শাপলা চত্বরে তারা শান্তিপূর্ণ সমাবশে করেছিল৷ কিন্তু দুপুর ২টায় সমাবেশের শুরু থেকেই তারা আশেপাশে সহিংসতা শুরু করে৷

সে সময় আহমদ শফি লালবাগ মাদ্রাসায় অবস্থান করছিলেন৷ তাঁর মাগরেবের নামাজের আগেই সমাবেশে এসে বক্তৃতা করার কথা ছিল৷ কিন্তু নিরাপত্তার কথা বলে হেফাজতের কয়েকজন নেতা তাঁকে সমাবেশে আসা থেকে বিরত রাখেন৷ মহানগর পুলিশের লালবাগ জোনের ডেপুটি কমিশনার হারুন অর রশীদ জানান, নিরাপত্তা চাইলে তিনি নিজে ফোর্সসহ লালবাগ মাদ্রাসায় গিয়ে রাত ৯টার দিকে আহমদ শফিকে নিয়ে মতিঝিলের সমাবেশস্থলে রওনা হন৷ তখন তাঁর সঙ্গে কয়েকজন নেতাও ছিলেন৷

নেতারা গাড়িতে বসেই বার বার সমাবেশস্থলে অবস্থানরত নেতাদের সঙ্গে কথা বলেন এবং আল্লামা শফিকে বলেন যে, মতিঝিলে যাওয়া তাঁর জন্য নিরাপদ নয়৷ তখন আহমদ শফি মাঝ পথ থেকেই আবার লালবাগ মাদ্রাসায় ফিরে যান৷ অথচ মতিঝিলে প্রচার হতে থাকে যে আহমদ শফি যত রাতই হোক আসবেন৷ সবাই যেন অবস্থান নিয়ে থাকেন৷

এরপর শেষ পর্যন্ত তিনি না আসায়, তাঁর নামে অবস্থান চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়৷ ডেপুটি কমিশনার হারুন অর রশীদ জানান, হেফাজতের এই গ্রুপটি চাচ্ছিল আহমদ শফি যাতে মতিঝিলে না আসেন এবং তাতে অবস্থান দীর্ঘায়িত করতে পারলে সরকার বেকায়দায় পড়বে৷ তবে গভীর রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে উঠিয়ে দিলে তাদের সে পরিককল্পনাও ব্যর্থ হয়৷

বিষয়: বিবিধ

১৭০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File