দিগন্ত টিভি কি নাস্তিকদের হয়ে গেল নাকি?
লিখেছেন লিখেছেন নারী নেতৃত্ব হারাম ১৪ এপ্রিল, ২০১৩, ০৯:৪৪:৩১ সকাল
বর্তমানে নাস্তিক শব্দটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে। যেন ঢাকা শহরে ফুটপাথে হকারদের মুখের বুলি হয়ে দাড়িয়েছে। জামাত, বিএনপির সঙ্গে হালের হেফাজত এই শব্দটি বড় বেশি ব্যবহার করছে। যাই হোক। এই মহা আস্তিকরা কোনরকম নাস্তিকতা পছন্দ করে না। তবে জামাতের টিভি চ্যানেলে ভোর সকাল হতে বৈশাখী অনুষ্ঠান কেন সম্প্রচার করছে? বৈশাখী অনুষ্ঠানেতো বিভিন্ন ধররে গান পরিবেশন হচ্ছে। সেখানে মেলা হচ্ছে এই সবতো ইসলাম সমর্থন করে না। তবে কি দিগন্ত পরিবার নাস্তিক হয়ে গেল???
বিষয়: বিবিধ
১৩৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন