প্রকৃত ইসলামী দল কোনটা?
লিখেছেন লিখেছেন নারী নেতৃত্ব হারাম ০৫ এপ্রিল, ২০১৩, ১২:০২:৩৬ দুপুর
জামাত-শিবিরের পর আর একটা অরাজনৈতিক ইসলামী দলের আবির্ভাব হয়েছে বাংলায়। কথা হচ্ছে জামাত, হেফাজত, চরমোনাই, আটরশি, ছারছিনা, ইসলামী ঐক্য জোট, ঐক্য পরিষদ এগুলোর ভীড়ে প্রকৃত ইসলামী দল কোনটা সাধারণ মুসলমানগণ অন্ধকারে রয়েছে। কারণ উপরোক্ত দলের সবাই বলে থাকেন আমরা প্রকৃত ইসলামী দল। সবাই কি তাহলে মিথ্যা বলে? না সত্য বলে? যদি সত্য হয় তাহলে এত ইসলামী দল কে? আর যদি মিথ্যা হয় তাহলে ভন্ডামী, লোক ঠকানো কেন?
পাঠক কাংখিত মন্তব্য করবেন। অনাকাংখিত মন্তব্য ডিলেট করা হবে।
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন