যে কারনে ইজরাইলকে সমর্থন করি এবং ফিলিস্তিনিদের ঘৃনা করি

লিখেছেন লিখেছেন রাফায়েল ১৮ জুলাই, ২০১৪, ০৩:৩০:৫৩ দুপুর

লিংকন পূরববর্তী আমেরিকার কথা।কাল্লু কৃষ্ঞাঙ্গরা সব সময় তৃপ্ত হত ভগবান সদৃশ শেতাংগদের চাবুকের কমনিয়তা দিয়ে।তবুও শালারা ছিল বেইমান গোছের,শেতাংগদের দয়ায় পেট চালাত আবার শেতাংগদেরই পিছনে হাত দেওয়ার চেষ্টা করত।একবারের ঘটনা,একবার এক শেতাংগের খামার বানানোর কাজে এক কাল্লু কৃষ্ঞাঙ্গকে রাখা হয়েছে।শালা ঠিকমত কাজ করতে না পারায় শেতাংগ লোকটি খেপে গেল।তাকে চাবুকের কমনিয়তার চুম্বনে আকৃষ্ট করার জন্য এগিয়ে আসল কিন্তু শালার বেটা কিছুতেই চুমু খেতে দিল না।উল্টা চাবুক কেড়ে নিয়ে সেইরম উত্তম মধ্যম শুরু করে দিল।অতঃপর সেখানে আরো কিছু শেতাংগ চলে আসলেন আর সেল্ফ ডিফেন্সের জন্য কাল্লুটাকে গাছে ফাস দিয়ে লটকিয়ে রাখলেন।সবারই তো সেল্ফ ডিফেন্সের অধিকার আছে তাই না?

কথাগুলো শুনে হয়তবা রেগে যাচ্ছেন।আসলে বাস্তবতা ছিল কৃষ্ঞাঙ্গরা ভিকটিম কিন্তু তখনকার সময়ে নিশ্চয়ই এমন কিছু লোক ছিল যারা এইভাবেই দুর্বল ভিকটিমদের বিপক্ষে গিয়ে দোষীদের পক্ষে সাফাই গাইত।তাদের ভাষা আমার কথাগুলার থেকেও হয়ত আরো ভয়ংকর ছিল।প্রকৃতঅর্থে ফেরাউনের পক্ষে সাফাই গাওয়ার মত লোক ফেরাউনের সময়ে নিশ্চয়ই কম ছিল না।

ইসরাইল যখন প্যালেস্টাইনের নিরীহ মানুষকে খুন করে তখন নাস্তিক এন্ড চুশীল গংরা ইজরাইলের সেল্ফ ডিফেন্স থিউরীর বুলি আওড়ায়।আসলে এই লোকগুলো সব সময় শক্তের ভক্ত আর নরমের জম।কারন নিরীহ মানুষ মারার মধ্যে নিজের কোন ক্রেডিট কিংবা সেল্ফ ডিফেন্সের কিছু নেই।তবুও তারা এইসব ভুয়া স্লোগান তুলে।কেউ কেউ আরো দুই চামচ বেশি।তারা বলে প্যালেস্টাইনি শিশুরা মরলে পৃথিবীর কোন ক্ষতি নেই কারন তারা বড় হয়ে হবে জংগী-সন্ত্রাসী কিন্তু ইজরাইলী শিশুরা মরলে সেটা হবে পৃথিবীর চরম ক্ষতি কারন তারা বড় হয়ে হবে ডাক্তার,ইনজিনিয়ার,বিজ্ঞানী ব্লা ব্লা ব্লা।চিন্তা করুন কতবড় দালালের বাচ্চা হলে এই কথা বলতে পারে।কেন ইজরাইলি শিশু কি বড় হয়ে শিমন পেরেস,এহুদ ওলমার্ট,বেনিয়ামিন নেতনিয়াহুর মত জানোয়ার হতে পারে না?উত্তর হল,অবশ্যই পারে।কিন্তু তাই বলে কোন ইজরাইলি শিশু নিহত হোক সেটা কারো কাম্য হতে পারে না।যুদ্ধে মরবে মুজাহিদরা আর মরবে জানোয়াররা(আর্মি)।এর বাইরে কেউ মারা যাক সেটা মানুষ মাত্রেরই কাম্য হতে পারেনা সে যা আদর্শেরই হোক আর যে ধর্মেরই হোক।কিন্তু এই সেলফ ডিফেন্স থিউরী আউড়িয়ে এই লোকগুলো প্রকারান্তরে গনহত্যাকেই সমর্থন দিয়ে যাচ্ছে।অনলাইনে এই সমস্ত খচ্ছর থেকে বিবর্তিত লোকগুলোর মানবতার বয়ান শুনলে সবসময় জর্জ ডাব্লিউ বুশের কথা মনে পড়ে।কেননা তার শাসনামলে তার মুখেই সবচেয়ে বেশি “শান্তি” শব্দটি ধ্বনিত হয়েছিল।ইতিহাস জানে এই বুশ কে এবং কতবড় নরপশু।

তো যা বলছিলাম,এই নাস্তিক এন্ড চুশীল গং নিশ্চয়ই(আমি শতভাগ শিউর) তখনকার সময় কৃষ্ঞাংগদের প্রতি শেতাংগদের এহেন আচরনকে এই পোষ্টের প্রথম প্যারার মত ভিকটিমের উপরেই দোষ চাপিয়ে ক্ষান্ত দিত।হয়ত সেটাও বলত “এই কৃষ্ঞাংগের বাচ্চারা বড় হয়ে ঝাড়ুদার হবে,মালী হবে আর শেতাংগের বাচ্চার বড় হয়ে সাইন্টিস্ট হবে,কবি হবে ,দার্শনিক হবে।”সাম্যবাদী আর মানবতাবাদী দাবীদার লোকেরা যখন পুজিবাদের মত একটি আদর্শের পক্ষে থাকে তখন সহজেই বুঝা যায় এরা কতটুকু অধঃপতিত।

আসলে এত কিছু বলে লাভ হবে কিনা জানিনা।তবে দুষ্টু লোকের মিষ্টি কথা হতে সাবধান।দালালরা চিরকাল দালাল,শক্তের ভক্ত আর নরমের জম।এরা একসময় ফেরাউন-নমরুদের দালালী করেছে আজকাল মোসাদ-রো য়ের দালালী করছে।ভবিষ্যতে যদি কখনো ইসলামী শানব্যবস্থা তথা খিলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে হয়ত মুসলমানদেরও পক্ষাবলম্বন করবে।যে মুখে তারা রাসুল(সঃ)কে বিশ্রী ভাষায় গালি দিচ্ছে সেই মুখেই তারা প্রশংসায় পন্ঞমুখ হবে।

(পোষ্টের সুবিধার্থেই এইরকম একটা শিরোনাম দিলাম।আমার ভিউ কি সবার নিশ্চয় জানা।)

বিষয়: বিবিধ

১৫১৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245775
১৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৬
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : এলোমেলো অর্থহীন বক্তৃতা
১৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
190854
রাফায়েল লিখেছেন : সম্ভবত শিরোনামের সাথে পুরো লেখাটা মেলাতে পারছেন না।সামহোয়ার ব্লগে এক ঘন্টার মধ্যেই অনেকবার পঠিত হওয়ার কারনে লেখাটা হোম পেজ থেকে তুলে নিয়েছে।আজকে ৩:১৬ তে পোস্টটা করেছি কিন্তু আগের আর পরের পোষ্ট আছে বাট এই পোষ্টটা নাই।যাই আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
245778
১৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩০
প্রেসিডেন্ট লিখেছেন : সেদিন ইসরাঈলের নারী এমপি বক্ততা দিল- ‍‍'ফিলিস্তিনের সকল মাকে হত্যা করা হবে।'

কি জঘন্য জানোয়ারসুলভ কথা! কিন্তু মানবাধিকার এর ধ্বজাধারীরা একেবারেই নীরব। নাস্তিকদের ধর্ম নাকি মানবতা(???)
আজ মনে হয়, তাদের মূল ধর্ম মুসলিম বিদ্বেষ। কারণ ইসলাম ধর্মের বিপক্ষে তাদের কাছে কোনো শক্ত যুক্তি নেই। এজন্য ইসলামের বিরুদ্ধে তাদের যত আক্রোশ।

১৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
190855
রাফায়েল লিখেছেন : নাস্তিকরা চিরকালই শক্তের ভক্ত আর নরমের জম।

//আজ মনে হয়, তাদের মূল ধর্ম মুসলিম বিদ্বেষ। কারণ ইসলাম ধর্মের বিপক্ষে তাদের কাছে কোনো শক্ত যুক্তি নেই। এজন্য ইসলামের বিরুদ্ধে তাদের যত আক্রোশ। // ১০০ভাগ সহমত।
245799
১৮ জুলাই ২০১৪ রাত ০৮:০০
হামজা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
245831
১৮ জুলাই ২০১৪ রাত ০৯:৫২
চিরবিদ্রোহী লিখেছেন : কিছুই বুঝলাম না।
Thinking Thinking Thinking Thinking
245862
১৮ জুলাই ২০১৪ রাত ১১:৩৫
রাফায়েল লিখেছেন : //হামজা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ//
// চিরবিদ্রোহী লিখেছেন : কিছুই বুঝলাম না। //

আমিও বুঝলাম না সমস্যাটা আসলেই আমার লেখাতে কি না???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File