সিলেটে আলহামরা শপিং কমপ্লেক্স বিধ্বস্ত!
লিখেছেন লিখেছেন রাফায়েল ২৭ এপ্রিল, ২০১৩, ০৬:৩২:৩৭ সন্ধ্যা
সিলেটে আলহামরা শপিং কমপ্লেক্স বিধ্বস্ত।নিহত এবং আহতের সংখ্যা এখনো জানা যায় নি। পুলিশ, র্যাব, আরমি,ফায়ার সার্ভিসের লোকেরা অভিযান চালাচ্ছেন।সরাষ্টরমন্ত্রী মখা আলমগীর থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, আলহামরা শপিং কমপ্লেক্স এর স্থপতি অভিনেতা তৌকির আহমেদ গ্রেপ্তার এবং ২০ ফুট উচ্চতায় লাফ দিয়ে কাচে ঘুসি মেরে আঘাত করে বিল্ডিংটি ধ্বসিয়ে দেওয়ার মূল হোতা রাফায়েল পলাতক। নানা মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে।
সরকারী দলের প্রতিক্রিয়া, রাফায়েল গুয়াইনঘাটের এক বি.এন.পি নেতার ভাগ্নে। হরতালের পরদিন পোস্ট হরতাল ডে পিকেটিং করার সময় তিনি এই লংকাকান্ড ঘটান।তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়ে বিরোধী দল সরকারের ভাবমুর্তি ধ্বংস করে যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে।
ব্যরিস্টার তানিয়া আমিরের প্রিতিক্রিয়া, রাফায়েল তার ফেসবুক আইডিতে নিজের নামের পাশে মহাবীর যুক্ত করেছে তাই এতে কোন সন্দেহ নাই তার আঘাতেই এই ধংসযগ্ঞ হয়েছে। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি তার স্ট্যাটাসে এলিট শ্রেনি বিরোধী অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে উসকানী দিয়েছেন বলে বাংলাদেশের সংবিধানের ৯৩ ধারা ৫৬(ক) অনুযায়ী যাবজ্জীবন কারাদন্ড এবং সর্বোচ্চ মৃত্যুদন্ড দেয়া যেতে পারে।এছাড়াও শপিং কম্প্লেক্সে মসজিদ এবং কুরান শরীফ পুড়ে ছাই হওয়ার দরুন তাকে শরীয়া আইনে কেসাস করা যেতে পারে বলে মন্তব্য করেছেন আল্লামা ব্যরিস্টার তানিয়া আমির।
চুশীল সমাজের প্রতিক্রিয়া, এই ভবন ধ্বসের মাধ্যমে ধংস হল সিলেটের অন্যতম সনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি। আর এই রাফায়েল হল এক জামাতি নেতার ছেলের গৃহশিক্ষক। তাই এতে কোন সন্দেহ নাই এটা জামাত শিবিরের কর্মকান্ড। এইসব উগ্র মৌলবাদী সংগঠনগুলো সবসময় চেয়েছে বাংলাদেশ যেন শিক্ষাহীন এক বর্বর তালেবান জাতিতে পরিনত হোক, তাই অচিরেই জামাত শিবিরসহ সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হোক।
বি.এন.পির প্রতিক্রিয়া, শপিং কমপ্লেক্স ধংসের সাথে জড়িত রাফায়েল কানাইঘাটের এক ছাত্রলীগ নেতার আপন খালাত ভাই। তাই এটা ফ্যাসীবাদী সরকারের সুপরিকল্পতি একটি চাল। তারা সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়াচ্ছেন। তাই এই ফ্যাসিবাদী সরকারকে আর এক মুহুর্ত বাংলার মাটিতে থাকতে দেয়া চলবে না।সরকারের পতনের ১ দফা ১ দাবিতে সারা দেশব্যাপী অনির্দিষ্টকালের হরতাল ঘোষনা করা হল।
রাফায়েলের প্রতিক্রিয়া, উপরের কাহিনীটা ছিলা আমার ঘুমের মাঝে দেখা দিবাসপ্ন। কেউ যদি ইহাকে সত্য বলে মনে করে, চৌহাট্টায় গিয়ে দেখেন আলহামরা বহাল তবিয়তে আছে আর ভাবেন বাংলাদেশের ইনজিনিয়ারিং শিল্প এতই উন্নত হয়েছে যে, মুহুর্তের মাঝেই পুরা বিল্ডিং ঠিক হয়ে গেছে তাহলে এর দায়ভার আমি নিতে পারব না।
বিষয়: বিবিধ
১৫৭২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন