আমায় ক্ষমা করো প্রভূ

লিখেছেন লিখেছেন আবু মাঈশা ২০ মার্চ, ২০১৩, ০৯:০৫:২৫ সকাল

আশরাফুল মাখলুকাত মানুষ কে আল্লাহ সৃষ্ঠির সেরা জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন তাই কেন জানি অনেক চেষ্ঠা করে ও মুখে একটা গালি এই নাস্তিকটার জন্য বরাদ্ধ করতে পারলাম না, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবনা কেন! এই নাস্তিক আনিসুল হকের লেখাটা পড়ার পর থেকে শরীরের পুরুটা রক্ত কেমন জানি জমাট হয়ে গিয়েছিলো। নিজের অজান্তেই চোঁখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিলো। এই মুহুর্তে রক্তে খুব চাঁপ অনুভব করছি। জীবনে এই প্রথম বুঝতে পারলাম মাঝে মাঝে কেন মানুষ এত উগ্র (ওদের ভাষায়) হয়। আজ আমার কেন জানি আল মাহমুদের লেখা কবিতাটার কথা বারবার মনে পড়ছে।

"মাঝে মাঝে হৃদয়ে যুদ্ধের জন্য হাহাকার ওঠে

মনে হয় রক্তই সমাধান, বারুদেই অন্তিম তৃপ্তি।

হৃদয়ে আজ শুধু যুদ্ধের দামামা বাজে

মনে হয় রক্তেই ফয়সালা, বারুদই শেষ বিচারক।"

আমার মনে হয় বাংলাদেশের, না বাংলাদেশের কেন দুনিয়ার কোন ইতিহাসে এত বড় দৃষ্টতা আজ ও পর্যন্ত কোন মানুষ কোরান কে এভাবে বেঙ্গ করে লিখার সাহস করেনি। এ আমরা কোথায় বসবাস করছি? আমদের ঘুম ভাংবে কবে? আর আমিই বা কিষের নেশায় এই সুদুর পরবাসে পড়ে আছি? হে খোদা তুমি আমাকে ধৈর্য দাও আর ক্ষমা করো আমার এ দুর্বলতা।

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File