প্রগতিশীল হিজড়ারা-১

লিখেছেন লিখেছেন আজাদ আব্দুল্লাহ ২১ মার্চ, ২০১৩, ০২:০২:২২ দুপুর

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ৬৮-৬৯ সালের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির অবস্থা বর্ণণা করতে গিয়ে তার মাতাল হাওয়ায় বামপন্থী ছাত্র সংগঠনের অবস্থা বর্ণণা করতে গিয়ে লিখেছিলেন

“যারা এই দলে, ধরেই নেয়া হত তাদের মধ্যে মেয়েলিভাব আছে। তারা পড়ুয়া টাইপ। রবীন্দ্রনাথ তাদের গুরুদেব। এরা পাঞ্জাবি পরতে পছন্দ করে। গান বাজনা, মঞ্চনাটক জাতীয় অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকে। এদের ভাষা শুদ্ধ। নদীয়া শান্তিপুর স্টাইল। যে কোন বিপদ আপদে দ্রুত স্থান ত্যাগ করতে এরা পারদর্শী। মিছিলের সময় পালানোর কথা বিবেচনায় রেখে এরা পেছন দিকে থাকে। এ দলটির আবার দুই ভাগ। মতিয়া গ্রুপ, মেনন গ্রুপ। এক দলের উপর চীনের বাতাস বয়, আরেক দলের উপর রাশিয়ার বাতাস বয়”।

হুমায়ুন আহমেদ সত্তর দশকের leftist দের যে চিত্র এঁকেছিলেন তাতে পড়াশুনার কিছু ঘাটতি এবং রবীন্দ্রভক্তির বদলে গঞ্জিকা ভক্তি ছাড়া বাকি অভ্যাস গুলো অদ্যবধি রয়েছে। কোথাও কোথাও বৃদ্ধি পেয়েছে যেমন মেয়েদের মত চুল লম্বা রেখে খোপা করা, হাতে চুড়ি, বালা পড়া ইত্যাদি। তবে প্রতিভাবান এই কথাসাহিত্যিক leftist ছেলেদের এই half ladies এর মত আচরণের কথা বললেও leftist মেয়েদের কথা বোধ করি খেয়াল করেন নি।

পুরো লেখা এখানে।

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File