কট্টর শাহবাগীর দৃষ্টিতে শাহবাগ। শাহবাগে লোক জড়ো হয়েছিল নাচ-গান দেখতে।

লিখেছেন লিখেছেন আজাদ আব্দুল্লাহ ৩১ মার্চ, ২০১৩, ০৮:০৮:০৯ রাত

(স্কীণ শট গুলো দেখুন)

ড রুশাদ ফরিদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক (নারী কেলেংকারীর কারনে ২ বছরের জন্য বাধ্যতামুলক ছুটিতে)। এখন কোন একাডেমিক কাজ নেই। ক্লাস নিতে হয় না। ফ্রি-ই থাকেন এখন। শাহবাগ আন্দোলনের শুরু থেকেই আছেন খেয়ে না খেয়ে (আমি জানি তিনি বিরিয়ানীর প্যাকেট এর জন্য আসেন না। আসেন অবসর কাটাতে কারন পরকিয়ার কারনে ঘরে তেমন শান্তি নেই)। তিনি তাঁর ফেসবুক স্টাটাসে তিরস্কার করলেন-শাহবাগ আন্দোলনের প্রথমদিকের হুজুগে পাবলিকদের। আসলে এটাই সত্যি-ওরা হুজুগে এসেছিল একটু নাচ-গান উপভোগ করতে। নাচ-গান শেষ তো ওরা ও লাপাত্তা। আসল আন্দোলন কারীরা এখন ও ময়দান ছাড়েনি। আমার প্রশ্ন-যুদ্ধাপরাধিদের ফাসির দাবীতে সত্যিকার আন্দোলন কারী যদি ৯ জন-ই হয়। তাহলে লাত্থি মাইরা এদের দেশ থেকে বের করি দেইনা কেন?

৯/১০ জন ছাড়া বাংলাদেশের কি এমন ক্ষতি হবে?







বিরিয়ানী আর উদ্দাম নৃত্য থাকলে মানুষ জড়ো করা খুবই সহজ।

বিষয়: বিবিধ

১৭৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File