মডু মহাশয়ের কাছে লিখা দরখাস্ত

লিখেছেন লিখেছেন আজাদ আব্দুল্লাহ ১৮ মার্চ, ২০১৩, ০২:৩১:৫৮ দুপুর

বরাবর

মডু মহাশয়

টুডে ব্লগ

ব্লগ পাড়া

সাইবার ওয়াল্ড।

বিষয়ঃ নোটিফিকেশন প্রদানের নির্দেশ।

জনাব

যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নির্দেশনা এই যে, আমরা কতিপয় "তথাকথিত ব্লগার" আপনার কৃপায় টুডে ব্লগে লিখা, পড়া এবং কমেন্টাইবার নিমিত্তে মাঝে মইধ্যে এই ভূবনে ঢু মারা চেষ্টা করি। কিন্তু আমরা হাজারো দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন ভারমুক্ত হওয়ার আশায় এখানে এসে দেখি কোন নোটিফিকেশান নেই তখন দুঃখের ভারে লুটিয়ে পড়ি। যদিও অতিরিক্ত মাত্রায় নোটিশ আসায় শুরুতে আমাদের কেউ কেউ অভিযোগ করেছিল কিন্তু তার প্রতিবিধান যে এই ভাবে হবে তা ছিল আমাদের কল্পনাতীত। আমরা আমাদের আগের সব অভিযোগ উঠিয়ে নিয়ে নোটিফিকেশানের আবেদন করছি। অন্যথায় এই শান্ত সুবোধ ব্লগাররা ক্ষেপে গেলে পরবর্তী যে কোন ঘটনার জন্য মডু-ই দায়ী থাকবে। ২৪ ঘন্টার মধ্যে আমাদের দাবী পূরণ করা না হলে আগামী বুধবার ব্লগাররা "দিনব্যাপী কান্না কর্মসূচি" দিতে বাধ্য হইবে।

অতএব, পরিস্থিতির গভীরতা উপলব্ধি করিয়া নোটিফিকেশান দেয়ার ব্যবস্থা করিতে আপনার প্রতি চুড়ান্ত নির্দেশনা দেওয়া হইল।

আরজ গুজার

টুডে ব্লগারদের পক্ষে,

আজাদ আব্দুল্লাহ

(আজাইরা ব্লগার)

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File