শুভবোধের জয় হোক, মানবিকতা হোক সবার জন্য...
লিখেছেন লিখেছেন যাররিনের বাবা ০৬ এপ্রিল, ২০১৩, ০১:৫২:০৬ রাত
ব্লগার আরিফ জেবতিক একজন বনেদি ব্লগার, ফেসবুকে জানিয়েছেন আপাততঃ আড়ালে থাকছেন মোবাইল বন্ধ করে, আশংকায় আছেন কখন কোথা থেকে রাষ্ট্রের উর্দি পরা বাহিনী অজানা কোন লিস্ট ধরে তুলে নিয়ে যায়... আজ তার মনে পড়েছে, একমাত্র বিকল্প ভালো মানুষদের সক্রিয়তা।
কিন্তু গত চারটি বছর, তার মতের বিরুদ্ধে যাদের অবস্হান, তাদের প্রতিটি মুহুর্ত কেটেছে রাষ্ট্রীয় প্রতিশোধস্পৃহার শিকার হয়ে, রিমান্ডে নিয়ে ঠান্ডা মাথায় গুলি করে খোঁড়া করে দেয়া হয়েছে, চোখ তুলে নেয়া হয়েছে, গুম হয়েছে কিংবা হত্যার শিকার- তখন কিন্তু শুভবুদ্ধিসম্পন্ন কলম ঝলসে তো ওঠেইনি বরং রাষ্ট্র ক্যানো আরও নির্মম হাতে এদের দমন করছে না, এমনতরো অনুযোগই ছিলো লেখার উপজীব্য!
যে দানবকে পেলে পুষে এবং নৈতিক সমর্থন দিয়ে ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হতে তিনি কিংবা তার মতের সহযোদ্ধারা নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, আজ তার সামান্য বিষ নিঃশ্বাসেই নাভিশ্বাস ওঠার যোগাড় হচ্ছে...
আপনার মতকে মোটেও সমর্থন করি না, আদর্শিকভাবে আপনার বিপরীত মেরুতেই আমার অবস্হান, তবুও কখনোই কামনা করিনা, গভীর রাতে শিবির সমর্থক বলে মেস থেকে তুলে আনা পরীক্ষার্থীকে রিমান্ডে নিতে অত্যুৎসাহী কোন পুলিশ কর্মকর্তার হাতে আপনি গ্রেফতার হোন, চাইনা ট্রিগার হ্যাপি কোন থানা কর্মকর্তার রিমান্ড বর্বরতার শিকার আপনি হোন- কিংবা চাইনা হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্বেও মিডিয়ার সমুখে অপরাধী হিসেবে উপস্হাপিত করা হোক কাউকে- যে কাউকে!
আরও কামনা করি, আপনার মানবিক চেতনাটুকু সবার জন্যই প্রযোজ্য হোক, একচোখা না হোক!
বিষয়: রাজনীতি
১২২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন