"আমাদের দেশের খারাপ'রা এতো খারাপ না, তাই না আব্বু?"

লিখেছেন লিখেছেন যাররিনের বাবা ২২ মে, ২০১৩, ০৬:৪৫:৫৯ সন্ধ্যা

অনেকদিন আগের কথা। ইজরাইল তখন গাজায় চালাচ্ছিল বর্বর হামলা। আর মোবারকের মিসর তার সবকটা সীমান্ত, গুপ্ত সুড়ংগ আর যাবতীয় যোগাযোগের পথ বন্ধ করে নিশ্চিত করছিলো এ নিধনযজ্ঞ। আকাশ থেকে ফসফরাস বোমা ফেলে বাচ্চাদের স্কুলে এক নারকীয় পরিবেশ সৃষ্টির একটি ভিডিও দেখছিলাম। দৌড়াতে দৌড়াতে করা সে ভিডিও দেখে, রক্তাক্ত লাশগুলো দেখে কখন চোখের কোণায় পানি জমে গেছে, বলতে পারিনা! সে স্তব্ধ শোকাহত তন্ময়তা ভাঙলো আমার প্রায় পাঁচে পা দেয়া কন্যার কান্নার শব্দে। পেছনের খাট থেকে কখন সে পায়ে পায়ে উঠে এসেছে টের পাইনি। বিভৎস এ দৃশ্য তার জন্য অসহনীয় ছিলো নিশ্চয়ই... কান্নার ফাঁকে ফাঁকে সে কোনক্রমে বলছিলো,..আব্বু, আমাদের দেশের খারাপ'রা তো এতো খারাপ না তাইনা, বলো... নিজের চোখ মুছে, ভিডিওটি বন্ধ করে দিয়ে তাকে বুকের সাথে মিশিয়ে সান্তনা দিয়েছিলাম, না মা! আমাদের খারাপরা এতো খারাপ না- ওরা মারে না, বাচ্চাদের কিচ্ছু বলে না, কা..উকে কিচ্ছু করে না...

সঠিক দিন তারিখ আজ আর খুব স্মরণে নেই, অনুমান করি সেটা ২০০৯-এর দিকে হবে। রক্তপাত এবং পাশবিকতার যে উন্মত্ত প্রতিযোগিতা আজকাল চারদিকে চলছে, তা তখনো সেভাবে শুরু হয়নি।

তবুও, আতংকিত কন্যাকে শান্তনা দিতে গিয়ে যা বলেছিলাম, জানতাম তার সবটুকু সত্য নয়! হয়তো অর্ধ সত্য কিংবা সিকিভাগ সত্য।

আজকাল, চোখ কান বন্ধ রেখেও, জানি যে কথাটা পুরাই মিথ্যাতে পরিণত হয়েছে।

সুতরাং, ফেসবুক খোলার আগে পেছনে তাকিয়ে দেখে নেই, কন্যাদ্বয় গভীর ঘুমে ঘুমিয়ে আছে কিনা...

বিষয়: বিবিধ

১৫৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File