কেমনে কি ? ২
লিখেছেন লিখেছেন হতভাগা ০৮ জুন, ২০১৮, ১০:৪১:৫৪ সকাল
বন্দুক যুদ্ধে যে নিউজটি আমাদের কাছে আসে সেটা অনেকটা -
'' অপরাধীকে নিয়ে পুলিশ/র্যাব যায় অস্ত্র উদ্ধারে। সেখানে লুকিয়ে থাকা তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা পুলিশের উপর গুলি করে , পুলিশও পাল্টা গুলি করে। দুপক্ষের গোলাগুলিতে অপরাধীটি মারা যায়। তারা মৃত দেহের পাশে বন্দুক/পিস্তল এবং গুলি পায়।''
আমার প্রশ্ন হল - পুলিশ যে অপরাধীকে ধরে নিয়ে অস্ত্র উদ্ধারে যাচ্ছিল তার কাছে অস্ত্র বা গুলি আসলো কিভাবে ? আর তার তো হ্যান্ড কাফড্ অবস্থায় থাকার কথা ?
বিষয়: বিবিধ
৮৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন