সুলতান সুলেমান The End of an Era in Bangladeshi TV Serial
লিখেছেন লিখেছেন হতভাগা ২৩ নভেম্বর, ২০১৭, ০৯:৫২:১৬ রাত
দীপ্ত টিভির মত নামডাক হীন একটা চ্যানেল এই সুলতান সুলেমান দিয়েই বাংলাদেশের সিরিয়ালখোর দর্শকদের মাত করেছে । তাদেরকে ভারতীয় সিরিয়ালীর কূটনামী , ন্যাকামী আর ত্যানাপ্যাচানী থেকে মুক্তি দিয়েছে।
এই সুলতান সুলেমানের জনপ্রিয়তাতে ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশের বিশিষ্ট নাট্যজনেরা আন্দোলন করেছিলেন বছর দেড়েক আগে , বলা হয়েছিল যে বিদেশী সিরিয়াল এনে প্রচার করা বন্ধ করতে হবে । আল্টিমেটামও দিয়ে রেখেছিল অমুক সময়ের মধ্যে না বন্ধ হয়ে দীপ্ত টিভির কার্যালয়ের সামনে গিয়ে বসবে। অথচ সুলতান সুলেমান বাংলাদেশের টিভিতে / চ্যানেলে দেখানো প্রথম বিদেশী সিরিয়াল ছিল না । এটা বিপাশা - শমী - মিমির মত ডাকসাইটে অভিনেত্রী ও তাদের সহযোদ্ধারা ঠিকই জানতেন । তাদেরকে যেভাবে নাচানো হয়েছিল তারা সেভাবেই নেচেছিল ।
তাদের এই মহা আন্দোলনের ফল কি হয়েছিল ? অন্যান্য টিভি চ্যানেল সুলতান সুলেমান সিরিয়ালের দেখাদেখি নিজেরাও বিদেশী (মধ্যপ্রাচ্যের কাহিনী সন্বলিত) সিরিয়াল নিয়ে এসেছে।
ভারতীয় সিরিয়ালের দাপট সুলতান সুলেমানের সময় কমে এসেছিল । সেটা বন্ধ হয়ে যাওয়ায় আবার বাড়বে পাখি ড্রেসের মত পোশাক পাবার জন্য আত্মহত্যার মিছিল, আবারও কূটনামীর চর্চা হবে বাংলাদেশের ঘরের ঘরে , অন্দর মহলগুলোতে ভারতীয় সিরিয়ালের প্রভাবে।
বিষয়: বিবিধ
১০৯১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জন্য মুবারাকবাদ। Hope to see you at another post.
মন্তব্য করতে লগইন করুন