হতভাগার জিজ্ঞাসা ২১

লিখেছেন লিখেছেন হতভাগা ২৮ অক্টোবর, ২০১৭, ০২:০০:১৪ দুপুর



আমরা প্রায়শঃই শুনতে পাই এবং জানি যে - A real man never hit a woman.

মানে , একজন প্রকৃত পুরুষ কোন মহিলাকে শারীরিক আঘাত করতে পারে না ।

পবিত্র ক্বুরআনে বলা আছে স্ত্রীদের সম্ভাব্য প্রহার করতে ( একটা বিশেষ পর্যায়ে গিয়ে )।

ক্বুরআন ও হাদিসে আলোকে বিষয়টি জানতে চাই ।

আরও জানার ইচ্ছে - যদি কোন মহিলা একজন পুরুষকে শারীরিক আঘাত করে তাহলে সেটাকে কি হিসেবে আখ্যায়িত করা হবে এবং সে সম্বন্ধে আমাদের শরিয়ত কি বলে ?

বিষয়: বিবিধ

৮৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384328
২৯ অক্টোবর ২০১৭ দুপুর ১২:৩২
আবু জারীর লিখেছেন : শাসনের জন্য জাহিলিয়াতের যুগে নারীদের পিটিয়ে হাড্ডিগুড্ডি এক করে ফেলা হত। এখনও ইতর ভদ্র নির্বিশেষে অনেকেই এই কাজ করে থাকে।

কুর'আন এব্যাপারে নিষেধ করেছে। একান্ত বাধ্য হলেই আঘাতের কথা বলা হয়েছে। সেখানে সম্ভবত শারীরিক আঘাতের কথা বলা হয়নি। শুধু আঘাতের কথা বলা হয়েছে।

আমার বৌ মাঝে মধ্যে বলে, 'তুমি এ পর্যন্ত কখনো গায়ে আঘাত করনি কিন্তু মাঝে মধ্যে তোমার আচরণে মাইরের চেও বেশী আঘাত পাই'।

এবার বলি আমার আচরণের কথা, তাহল বেশি বিরক্ত হলে চুপ থাকি তাতেই তার চোখের পানি আর নাকের পানি এক হয়ে যায়!

আসল কথা হল আমরা কুর'আনের শব্দের সঠিক ব্যাখ্যা করতে পারিনা বলেই বিভ্রান্ত হই।

দিতীয়ত সব অপরাধেরই শাস্তি আছে, অকারনে কাউকে শাস্তি দেয়া যায়না। আবার লঘু পাপে গুরু শাস্তি দেয়াও অপরাধ। নিজের পরিবারের লোকের সব অপরাধের বিচারের জন্য আদলতের দারস্ত হওয়াও সম্ভব না। পিতা মাতার অপরাধের শাস্তি দেয়ার অধিকার সন্তানের নাই। স্ত্রীরির অপরাধের সাস্তি সর্বচ্চ মৃদু আঘাত তা শারিরীক না আত্মিক সেটা নির্ভব করে স্বামীর বুঝের উপর। ধন্যবাদ।
৩১ অক্টোবর ২০১৭ দুপুর ০১:৫৯
317037
হতভাগা লিখেছেন :
সেখানে সম্ভবত শারীরিক আঘাতের কথা বলা হয়নি। শুধু আঘাতের কথা বলা হয়েছে।


০ শারীরিক আঘাত না হলে কি মানসিক আঘাত হবে ?

মানসিক আঘাত এক ধরনের ফিতনা যা হত্যার চেয়েও জঘন্য।

ক্বুরআনে প্রহারের কথা বলা আছে যেটাকে আমরা শারীরিক শাস্তিই বুঝি।

দিতীয়ত সব অপরাধেরই শাস্তি আছে, অকারনে কাউকে শাস্তি দেয়া যায়না। আবার লঘু পাপে গুরু শাস্তি দেয়াও অপরাধ।


০ শাস্তি বা বিচার কার্যকর না হওয়া বা গুরু পাপে লঘু দন্ড দেওয়া মানে অপরাধকে লাই দেওয়া । যার ফলে প্রকৃত বিচারের অভাবে অপরাধে সমাজ ছেঁয়ে যায়। এটার প্রভাব এখন সারা বিশ্বে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File