Simple Man
লিখেছেন লিখেছেন হতভাগা ১৯ আগস্ট, ২০১৭, ০৩:৪৬:১৩ দুপুর
পুরুষ মানুষের কিছু ক্যারেক্টার:
1. তাদের last name সারাজীবন তাদের সাথেই থাকে
2. ৩০ সেকেন্ডেও তারা ফোনে কথা বলা শেষ করতে পারে
3. ৫ দিনের ছুটি কাটাতে পোষাক হিসেবে একটা জিন্স ও টি শার্টই যথেষ্ট
4. কেউ যদি কোন উপলক্ষে দাওয়াত করতে ভুলে যায়, চট করে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়না
5. চাইলে তারা একই হেয়ার স্টাইল বছরের পর বছর, যুগের পর যুগ পার করে দিতে পারে !
6. ২০-২৫ মিনিটেই তারা এক ডজন আত্মীয়ের জন্য শপিং করে ফেলতে পারে
7. বন্ধুমহলে হুবহু তার মত পোষাক পড়া কাউকে দেখলে আঁতকে ওঠে না ।
8. তারা নির্দ্বিধায় একজন বেকার মেয়েকে বিয়ে করতে পারে
9.কোন অনুষ্ঠানে যে বা নিজের বিয়েতেও সাজগোজের নামে তারা ঘন্টার পর ঘন্টা ব্যয় করে না
10. বিপরীত লিঙ্গের কারও সাথে রেস্টুরেন্টে খেতে গেলে সে বিল আগ বাড়িয়েই পে করে
সৌজন্যে : হাসতে হাসতে মাথা নষ্ট (কিছু সংযোজিত)
বিষয়: বিবিধ
৮৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন