শুধুমাত্র নারী হওয়ার কারনে
লিখেছেন লিখেছেন হতভাগা ২৮ জুন, ২০১৭, ১০:২৭:১৩ সকাল
¤ বাসে সংরক্ষিত আসন পেতে পারে
¤ বিধবা ভাতা পেতে পারে
¤ ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পেতে পারে
¤ চাকুরীতে ১০% কোটা পেতে পারে (উপজাতি + মুক্তিযোদ্ধা কোটা হলে তো কথাই নেই)
¤ সংসদের সংরক্ষিত আসন লাভ করে (মানে বিনা ভোটে এমপি)
¤ অপরাধের শাস্তির ক্ষেত্রে কঠোরতা থেকে মুক্তি পেতে পারে
¤ রিমান্ডের শারীরিক শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারে
¤ শিক্ষা অর্জনের ক্ষেত্রে আর্থিক ছাড় পেতে পারে
¤ নারী নির্যাতন মামলার সুবিধা লাভ করতে পারে
¤ ব্যাংক থেকে SME নামক সংরক্ষিত ঋন পেতে পারে
¤ বাড়ির কাজের বাহানা দেখিয়ে ছুটি বাগাতে প্রেফারেন্স পেয়ে থাকে
¤ অফিসিয়াল কাজের লোড তাদের উপর দেওয়া হয় না
¤ রিমোট এলাকায় তাদেরকে পাঠানো বা পোস্টিং দেওয়া হয় না ( পাহাড়ে বা দ্বীপাণ্চলে)
¤ প্রাইমারী স্কুলের চাকরি পেতে মেট্রিক পাশ হলেই চলে ( ছেলেদের লাগে ডিগ্রী পাশ)
অথচ সংবিধানে নারী পুরুষ নির্বিশেষে সমান অধিকার পাবার কথা বলা আছে । আর যেহেতু শিক্ষাদীক্ষায় নারীরা অনেকে এগিয়ে এসেছে তাই তাদেরকে এখন আর পিছিয়ে পড়া জন গোষ্ঠী বলাও অন্যায় হবে।
(সৌজন্যে: Kahini Koross? with some addition)
বিষয়: বিবিধ
৮৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো , অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন