ধীরে ধীরে নিভে যাচ্ছে বিডি ব্লগ

লিখেছেন লিখেছেন হতভাগা ০১ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:০৫:১৭ সকাল



সকাল প্রায় ১০ টা । ব্লগে ব্লগার মাত্র ৫ জন ।

বাধাহীন লিখার অঙ্গীকার বিডি ব্লগ এখন অস্তিত্বের হুমকিতে ।

কিছু ডাই হার্ড ব্লাগর ছাড়া এখন ব্লগে কেউ আসে না বা ঢুকতে না পারার কারণে গালাগাল খাবার / নাজেহাল হবার রিস্ক নিয়ে হলেও সামুতে চলে গিয়েছে।

বার বার ডোমেইন চেন্জ হবার জন্য এই সমস্যা নতুন না ।

ব্লগারদের ধরে রাখতে ব্লগের নীতি নির্ধারকরাও এখন আর ধার ধারেন না ।

বিষয়: বিবিধ

২০১৪ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381620
০১ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০৩:১৯
দুষ্টু পোলা লিখেছেন : আমি তো ১৫ জন দেখতে পাচ্ছি/ আপনার কমিউটারে ভুল দেখাচ্ছে মনে হয় । আর আবার দেখলাম নতুন ডমেইন তাই শুরুতে সমস্যা হচ্ছে মনে হয় ।
সরকার বার বার বন্ধ করে দিলে কি করার আছে, ভায়া?
০১ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৫:২৪
315555
হতভাগা লিখেছেন : আপনি কখন দেখছেন ? আমি সকাল ১০ টার কথা বলছিলাম ।
381621
০১ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০৩:২০
দুষ্টু পোলা লিখেছেন :
০১ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৫:৩৮
315558
হতভাগা লিখেছেন : বিকেল সাড়ে ৫ টা , আছে মাত্র ১৮ জন।

381625
০১ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:৫১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
এক ক্ষুদতম ব্লগারের প্রাণের আকুতি

আসুন প্রিয় ব্লগ বন্ধুরা, করি আহ্বান
মনের মত সাজাই আবার ব্লগবাগান
ডোমেইন চেঞ্জ, কমেন্ট কম, টেনশন!
হৃদয়ের টানে প্রতিনিয়ত লিখতে থাকুন।
বিনে সুতোর নিষ্ঠুরতা হঠাৎ আসে নেমে
তাই বলে ব্লগে পোস্ট, যাবে কী থেমে?
হতাশ হওয়া নয়কো কাজ সাহসীদের
আজও আছে দিকে দিকে বংশ এজিদের।
....
সিনিয়ররা একটুখানি স্যাক্রিফাইস করুন
ভালবাসার সেই সাম্পানটি তীরে ভিড়ান,
অপেক্ষারত হাজারো সৈনিক বিডিব্লগে
চিরকাল থাকবে বন্ধন মধুর অনুরাগে।
ভ্রাতৃত্ববোধে আমরা ঐক্যবদ্ধ আছি
থাকবো ব্লগার হিসেবে যতদিন বাঁচি।
অধমের আহ্বানটি ফেলনা মনে করে
কেউ প্লীজ যাবেন না, বিডিব্লগ ছেড়ে।
০১ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:১৬
315565
হতভাগা লিখেছেন : অপি বাইদান , ভিক্টোরিয়া এদেরকে ফিরিয়ে আনলে কেমন হয় ?
০১ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:৪০
315568
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নীলাঞ্জনা এবং ফুয়াদ পাশাকেও চাই?
381627
০১ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : হতচ্ছাড়া
উনারা এখন ম্যাগাজিন নিয়ে ব্যাপক ব্যাস্ত।
উনাদের সারা বাংলাদেশের সব নিউজ কপি পেস্ট ধরাম ধরাম করে দিয়ে দে।
ব্যাপক সিরিয়াস সেখানে, কিন্তু মোটেও দৃষ্টি নেই। একেবারেই নেই। কেউ হয়তো ব্লগ কর্তৃপক্ষকে ডিফেন্ড করতে আসবে, কিন্তু লাভ নেই। তাদের ব্লগের প্রতি কোনো আন্তরিকতা নেই নেই নেই নেই! শুধু এটাকে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। তাও সরাসরি নয়, ম্যাগাজিন ব্লগ এক সাথে বলে ওটাকে বাঁচালে এটাও বেঁচে যায়
০১ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:২০
315566
হতভাগা লিখেছেন : ব্লগার থেকে লেখক হয়ে অনেকের নাঁক উঁচু হয়ে যায় । লেখক হয়ে গেলে আয়ের চিন্তা মাথায় চলে আসে ।
381629
০১ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:৪৩
মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন : বার বার ডোমাইন পাল্টান। গুগলে সার্চ দিয়ে খুজে নিতে হয়। সরকার কেন বার বার বন্ধ করবে। ব্লক লিস্টে আছে নাকি?
০২ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১০:০৮
315572
হতভাগা লিখেছেন : ব্ল্যাক লিস্ট আছে ।

খামাখা সরকারকে ক্সেপানোর কি দরকার । সামু চলতেছে কিভাবে ?
381710
০৬ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০১:৪৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ব্লগে ইদানিং গ্যাঞ্জাম হয় না।
০৬ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:৩৪
315605
হতভাগা লিখেছেন : এখন যদি লাগে Rolling Eyes
381803
১২ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৪:১২
নূর আল আমিন লিখেছেন : বড়ই দুঃখজনক ব্যাপার
১২ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:৫৪
315671
হতভাগা লিখেছেন : সেটাই । আপনার চেহারা এরকম করছেন কেন?
382257
১৫ মার্চ ২০১৭ দুপুর ১২:১৭
চক্রবাক লিখেছেন : বাহঃ হতভাগা দেখি এখনো বেঁচে আছে! অনেক দিন পর গুগল মামুর কল্যাণে টুডের দিকে পড়ল। এসেই সেরা মন্তব্যকারীর তালিকায় আপনাকে দেখলাম। বেশ ! চালিয়ে যান বাঁচিয়ে রাখুন টুডেকে। শুভ কামণা রইল Happy
১৫ মার্চ ২০১৭ রাত ০৮:৫৫
316000
হতভাগা লিখেছেন : সেখানে ব্লগার নারীও আছেন যিনি কি না ১ বছর যাবৎ কমেন্টও করেন নাই
382322
১৯ মার্চ ২০১৭ রাত ০২:৩৯
মনসুর আহামেদ লিখেছেন :
অনেক দিন হলো ব্যাস্ত। আপনার জন্য ভিডিও।
১৯ মার্চ ২০১৭ রাত ০৯:১৫
316034
হতভাগা লিখেছেন : আবারও সেই একই রেকর্ডিং !!! ইসলামী সমাজ এখন কৈ ? যেভাবে আত্মঘাতি হামলা শুরু হইছে !
২৮ মার্চ ২০১৭ রাত ০৩:০৩
316083
মনসুর আহামেদ লিখেছেন : ইসলামী সমাজের ২৪ কর্মীদের জেল থেকে মুক্ত।
ইসলামী সমাজ, জঙ্গীবাদের বিরুদ্ধে।
২৮ মার্চ ২০১৭ রাত ০৮:৩৩
316084
হতভাগা লিখেছেন : জেল এ ঢুকাইছিল ক্যান ?
১০
382323
১৯ মার্চ ২০১৭ রাত ০৩:২৫
আকবার১ লিখেছেন : মুক্তিযুদ্ধের কন্যা,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ, জুলিয়া,মারিয়া,পরীবানু
মরুর মুসাফির ,স্বাধীনতা,
একব সময় এদের আনাগোনা ছিল।এখন নেই।
১৯ মার্চ ২০১৭ রাত ০৯:১৯
316035
হতভাগা লিখেছেন : এরা না থাকাতে ব্লগে এখন আর ক্যাচাল লাগে না । ক্যাচাল একটা ব্লগের প্রাণ । ক্যাচাল না থাকলে ব্লগ পানসে হয়ে যায় ।
১১
382326
১৯ মার্চ ২০১৭ সকাল ০৯:০৫
আওণ রাহ'বার লিখেছেন : নাস্তিক পাললে লাভ নাই। এই পাতি নাস্তিক, গালিবাজদের জন্য ব্লগাররা চলে গেছে।আগেই ভেবেছিলাম এমন হবে। কারণ নাস্তিক পাললে ব্লগ চলবে না। গালিবাজ যেখানে থাকে সেখানে সভ্য মানুষ থাকবে না।
১৯ মার্চ ২০১৭ রাত ০৯:২৪
316036
হতভাগা লিখেছেন : টুডে ব্লগে তো গালিগালাজ হয় না । আর অপি বাইদানরা তো বছর খানেক হয়েছে ব্লগে নেই ।
২০ মার্চ ২০১৭ রাত ০৯:২৪
316040
আওণ রাহ'বার লিখেছেন : ফুয়াদ পাশা। চুতিয়া এদের পূর্বের কমেন্টসগুলো খুললেই পাবেন যে- গালাগালি হয় না কতটা হাস্যকর কথা। এই দু'চারজন মাল্টিনিক এই ব্লগটাকে ডুবাইছে। আর মডুরা দুধকলা দিয়ে কালসাপ পুষেছে । পরে দেখে ব্লগাররা চলে যাচ্ছে তখন তাদের টনকে টান পড়েছে । কিন্তু সময়ের পরে আর কোন কাজ হয় না। টুডে ব্লগ আর কখনও রেহনুমা বিনতে আনিস, আফরোজা হাসান, ইক্লিপস, নোমান সাইফুল্লধ, তারাচাদ, নজীবদের মত ব্লগার পাবে না।
২১ মার্চ ২০১৭ রাত ০৮:৫৬
316046
হতভাগা লিখেছেন : আমি সাম্প্রতিক সময়ের কথা বলছি । এখন এসব ইসলাম বিদ্বেষীরা নেই , ফলে গালিগালাজও নেই বললে চলে ।

তবে শেষের দিকে কয়জন ব্লগারের কথা যে বললেন উনারা ব্লগার থেকে লেখকে আপগ্রেডেড হয়েছেন , বিস্তর পয়সা কামাচ্ছেন বই লিখে । উনারা লিখলেই প্রশংসার ফুলঝুড়ি পাবেন বলে ধরেই নেন। কিছু লুইস টাইপের চামচা ব্লগারও না বুঝেই তাদের পোস্টে তাদের চামচামির ছাপ রেখে যায় অবিরত। ব্লগে লিখলে কিছু বেয়াড়া ব্লগার লিখার সমালোচনা করলে সেটার যুক্তি সঙ্গত জবাব না দিতে পেরে চামচা ও স্তাবক টাইপ ব্লগারদের দিয়ে সমালোচককে ঝাড়ি খাওয়াতেন ।

২৫ মার্চ ২০১৭ রাত ১০:৫৪
316066
আওণ রাহ'বার লিখেছেন : যার যার বুঝ তার তার তরমুজ। তো মশাই ব্লগে বসে বসে তরমুজ খেতে হবে এখন। আর কিছু করার নেই। তবে নাস্তিক আর গালিবাজদের ব্যাপারটা ফেলে দেবার মত নয়।
১২
382918
০৭ মে ২০১৭ সকাল ০৫:৩৮
লেখক চাচা লিখেছেন : ভাইরে কি কমু দুঃখের কথা। ব্লগার এখন বলদার হইয়া গেছে, যেখানে সুযোগ পায় সেখানেই সৎ ব্যবহার করে।

০৮ মে ২০১৭ সকাল ০৮:৫৭
316341
হতভাগা লিখেছেন : চাচা আপন স্ট্যাটাস বাঁচা
১৩
383555
১৫ জুলাই ২০১৭ দুপুর ০২:৩৮
১৬ জুলাই ২০১৭ সকাল ০৯:০৩
316608
হতভাগা লিখেছেন : ওটা কি আপনার ওয়ান অফ দ্যা মাল্টিনিক?
১৮ জুলাই ২০১৭ সকাল ১০:৪৩
316620
অগ্নি বার্তা লিখেছেন : কবিতাটি ভাল লাগলো তাই আপনাকেও দিলাম, বর্তমানের সাথে মিল আছে কিন্তু...
১৮ জুলাই ২০১৭ সকাল ১০:৪৩
316621
অগ্নি বার্তা লিখেছেন : কবিতাটি ভাল লাগলো তাই আপনাকেও দিলাম, বর্তমানের সাথে মিল আছে কিন্তু...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File