মেয়েদের শপিং এ যাওয়ার পর পছন্দের ডায়লগসমূহ
লিখেছেন লিখেছেন হতভাগা ২১ জানুয়ারি, ২০১৭, ১১:৫৩:৩৬ সকাল
সাথে ভাই টাইপের কেউ থাকলেঃ
১. শোন ভাই,মাত্র ১ ঘন্টা লাগবে আমার,যাব আরচলে আসবো।এতটুকুও দেরী করব না।( ডাহা মিথ্যা কথা)
২.আরে আজব তো! ড্রেসতো আগে থেকেই পছন্দ করা আছে।
বেশি হলে ১০ মিনিট সময় নিব দোকানে।
(১০ মিনিট মানে ১ঘন্টা )
৩.বিয়া করলে তো নিজের বউরে নিয়া সারাদিন ঘুরবি (পঁচানি)।
.
৪.শোন,ঘুরাঘুরির অভ্যাস থাকা ভালো।বিয়ার পর তোর বউ
খুশি,তুইও খুশি !
মেয়ে যদি বিবাহিত হয়,সাথে তার স্বোয়ামী থাকলে
১.এই এইটা আমাকে কেমন লাগবে বলো তো?অইটা? অই যে অইটা? ঐদিকের অইটা? (তিনি দীঘিতে পদ্মফুল
খুজতে নামছেন )
২.এর জন্যেই তোমার সাথে শপিং এ আসি না,একটুওধৈর্য নাই!
(আল্লাহ বিয়ার পর সব পুরুষকেই ধৈর্য দেয়,অনেক
বেশি দেয়,সিউর) ।
.
৩.এই শপিং ব্যাগটা ধরো তো...বাবুকে কোলে নাও...অইদিকে যাই?
......তোমার কষ্ট হইতেছে,হুম?
(কিসের কষ্ট? আমি তোমার আন্ডারওয়্যার ছাড়া সুপারম্যান না? )
.
৪.এক কাজ করো,তুমি অই চেয়ারটাতে বসে থাকো,কেমন?
আমার বেশি না ১০ মিনিট লাগবে মাত্র!
(কত পুরুষকে দেখি বেক্কলের মত দোকানে বইসা মুখমন্ডল
কালো কইরা রাখে ) ।
মেয়ে যদি তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে আসেঃ
১.চলো আমরা অই দিকটাতে যাই প্রথম,ভিড় কম অইখানে।
(এভাবে বলতে বলতে সারা মার্কেটেই ভিড় নাই )
২.অই তুমি অই মেয়ের দিকে তাকালে ক্যান?
কাহিনী কি?(যুদ্ধের প্রথম ধাপ চোখ রাঙ্গানি হবে হালকা-
পাতলা)
৩.কি হইলো এইটা? তুমি আবার একটা মেয়ের দিকে তাকাইছো,কি ভাবো আমি খেয়াল রাখি না?
৪.আজকে শপিং শেষ হোক তোমার খবর আছে!!!!
বিষয়: বিবিধ
১৬৯০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুঝা যাচ্ছে, লেখাটা
বোন, গফ & বউ কে নিয়ে লেখকের
বাস্তব অভিজ্ঞাতা থেকে লেখা
অভিজ্ঞতা রয়েছে।
অভিজ্ঞতা আছে, বুঝাই যাচ্ছে।
অনেকেরই এমন বলে!!
ভাইয়া আপনার স্ত্রী মানে আমার ভাবি কোনদিন শপিং করতে যাবে আমাকে একটু বলিয়েন.....
লিখাটা ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন