পলিট্রিক্স

লিখেছেন লিখেছেন হতভাগা ২১ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩১:২২ রাত

আগামীকাল নাসিক নির্বাচন । আইভি বনাম সাখাওয়াত লড়াই হবে । কি হতে পারে , কে জিতবে সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছেই।

যদিও এসব নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই তারপরেও প্রাক্তন এলাকা বিধায় নাসিকের খবর এড়াতে পারি না ।

অনুমান করা যদিও ঠিক না (আল্লাহ আমায় ক্ষমা করুন) তবুও আমার মনে হয় যে এই নির্বাচনে সাখাওয়াতকে জেতানো হবে

০ কারণ , গত টার্মে আওয়ামী লীগের না করা সত্ত্বেও আইভি দাড়িয়ে ছিল এবং জিতেছিল । ফলে শামীম ও আওয়ামী লীগ তার উপর বেজায় খ্যাপ্পা।

শামীম তো প্রকাশ্যেই আইভিকে নিয়ে কড়া কড়া কথা বলে , আইভিও কম যায় না ।

গত মেয়াদে আইভি কিছুই করতে পারে নাই আর নারায়ণ গন্জ নাম করেছে গুমরাজ্য হিসেবে । সেভেন মার্ডারও এই সময়েই হয়েছে ।

মেয়র নির্বাচিত হলেও আইভি যে সাক্ষী গোপাল ছিল সেটা ভালই বোঝা গেছে ।

০ অন্যদিকে দেখা গেছে বিএনপির লোকেরা মেয়র নির্বাচিত হবার সাথে সাথেই মামলা খেয়ে বসে । ফলে নির্বাচিত হয়েও তারা থাকে দৌড়ের উপর। সাখাওয়াত জিতলেও একই পরিনতি ভোগ করতে হবে সেটা সবাই বোঝে। গাজীপুরের মেয়র মান্নান সাহেবের খবর কি কারও কাছে আছে ?

০ আইভি জিতলে শামীমের যে প্রভাব থাকবে , সাখাওয়াত জিতলে শামীম হয়ে উঠবে অদম্য । কারণ সাখাওয়াত দৌড়ের উপর থাকার ফলে আড়াল থেকে ক্ষমতা চলে আসবে শামীমের কাছে । নারায়ণ গন্জে ওসমানীয় সম্প্রদায়ের প্রভাব আরও শক্ত হোক - এটা আওয়ামী লীগের সুপ্রিম কমান্ডও চায়।

আর সাখাওয়াত নির্বাচিত হলে এটা চাউর করে প্রচার করানো + বিশ্ববাসীকে কনভিন্স করানো যাবে যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব । রাষ্ট্রপতির সাথে এখন এই নিয়েই আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর।

আওয়ামী লীগ চাইবে গতবার কথা না শুনা আইভিকে একটা ছবক দিতে এবং সাথে 'তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব' এটা প্রচার করার সুযোগ হাতছাড়া করবে না --- কারণ হারলেও মূল ক্ষমতায় তো তারাই থাকছে।

শামীম আওয়ামী লীগার + একজন নামকরা গডফাদার হয়েও আইভির কাছে গতবার হারার জন্য আইভিকে সে একটা ছবক দিতে চাইবে । পরাজিত আইভিকে সহজেই সে সাইজ করবে এবং দোষ যাবে সাখাওয়াতের ঘাঢ়ে। জয়ী আইভির কাছে আরও ছোট হয়ে যাবে , সাথে আওয়ামী লীগের হাই কমান্ডের কাছেও তার দাম পড়ে যাবে।

অবস্থা দৃষ্ট মনে হচ্ছে যে এই নির্বাচনে হেরে গিয়ে আওয়ামী লীগ বিএনপিকে ফাঁদে ফেলতে চাইবে, তাদের অধীনে সাধারণ নির্বাচনে যাবার ।

বিএনপি যদি এই চাল বুঝে তাহলে হয়ত আজকে রাতেই সাখাওয়াতকে বলবে প্রার্থীতা তুলে নিতে । ফলে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না সেটাকে স্টাবলিশ করার ধারায় থাকলো।

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380827
২১ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:৪৬
আবু জান্নাত লিখেছেন : মতামত চমৎকার, বিপরীত সম্ভাবনাও আছে।
২১ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:৫৭
315092
হতভাগা লিখেছেন : বিএনপি জিতলে ক্ষতিই ক্ষতি। কারণ মামলা হামলার জোয়ার সামলাতে পারবে না সাখাওয়াত ও তার দল।
380830
২১ ডিসেম্বর ২০১৬ রাত ১০:২৯
কুয়েত থেকে লিখেছেন : অবৈধ সরকারের অধিনে কেউ জিতলেও তার ক্ষতিই ক্ষতি তবে তাদেরতো উচিৎ শিক্ষা হওয়া প্রয়োজন। ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:০১
315109
হতভাগা লিখেছেন : আইভিই জিতে যাচ্ছে মনে হচ্ছে । সাখাওয়াত তথা বিএনপি এই যাত্রায় বেঁচেই গেল । শামীম ভাই নাকি নৌকায় যে সিল মেরেছে সেই ব্যালট দেখিয়েছে ।
380843
২২ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৫:২৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিন্তু প্রার্থীতা তুলে নেয়নি, নির্বাচনও করেছে।
হতচ্ছাড়া, এখন ৫টা ২৬ বাজে, ফলাফলটা একটু আগাম বলে দিন!
২২ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:০২
315110
হতভাগা লিখেছেন : আইভিরই ভিক্টরি হচ্ছে । ১ লাখ আর ৫৮ হাজার ।

বিএনপি বেঁচে গেল
380850
২২ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
মনসুর আহামেদ লিখেছেন : এক্সচেললেনট
২২ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:০৪
315111
হতভাগা লিখেছেন : উনারা কি দেদরাসে সেমিনার করে যাচ্ছেন নাকি ? নাকি একই জিনিস বার বার দেখাচ্ছেন । ২৭ তারিখ প্রেস ক্লাবে করেছিল , এরপর আর কোথাও কি করেছে ?
380870
২৩ ডিসেম্বর ২০১৬ সকাল ০৮:৫৩
মনসুর আহামেদ লিখেছেন : হতভাগা ,আপনাকে দাওয়াত দেওয়া হয়েছিল ,আপনি যাননি।নিউ ভিডিও,দেখুন।
২৩ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৩৯
315115
হতভাগা লিখেছেন : আপনি কি গিয়েছিলেন ? নাকি বাইরে বসে লম্ফঝম্ফ মেরেছেন ? পোস্ট সম্পর্কীয় কিছু বলেন।
২৩ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
315117
মনসুর আহামেদ লিখেছেন : @হতভাগা , আপনার লেখা চমৎকার। আপনার
জার্জমেন্ট ঠিক আছে। আমি গণতন্ত্রে বিশ্বাসী না।
380871
২৩ ডিসেম্বর ২০১৬ সকাল ০৯:০২
স্বপন২ লিখেছেন :
@হতভাগা , আপনি চাইলেও ইসলামী সমাজে যোগ দিতে পারবেন না। আল্লাহ না চাইলে।
২৩ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৪১
315116
হতভাগা লিখেছেন : জ্বী ঠিক বলেছেন ।আল্লাহই ভাল জানেন উনারা কি আসলেই ইসলামী সমাজ চান , নাকি শফি হুজুরের মত চলতে চান।
380879
২৩ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:০৪
স্বপন২ লিখেছেন : শফি হুজুর/ এমনকি কোন দলকে বলেন,আমি গণতন্ত্র’ নামক মানব রচিত ব্যবস্থা মানি না। কেউ সাহস করবে না।
২৪ ডিসেম্বর ২০১৬ দুপুর ০২:২৩
315123
হতভাগা লিখেছেন : থাকেন তো আমেরিকায় । মানেন না ঠিক আছে , তাদের ফ্যাসিলিটিজ ভোগ করতে সে সব মাথায় থাকে ?
381609
৩১ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:০৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ২ দিন আগে আইভি বল্লো, জয় বাংলা বলতে বলতে যেন আমার মরণ হয়।
আমিও আর দেরি না করে সাথে সাথেই আমিন বলে ফেলছি।
ধন্যবাদ আপনাকে
৩১ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৫৮
315540
হতভাগা লিখেছেন : উনারা ক্ষমতার স্বাদ পেয়েছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File