পলিট্রিক্স
লিখেছেন লিখেছেন হতভাগা ২১ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩১:২২ রাত
আগামীকাল নাসিক নির্বাচন । আইভি বনাম সাখাওয়াত লড়াই হবে । কি হতে পারে , কে জিতবে সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছেই।
যদিও এসব নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই তারপরেও প্রাক্তন এলাকা বিধায় নাসিকের খবর এড়াতে পারি না ।
অনুমান করা যদিও ঠিক না (আল্লাহ আমায় ক্ষমা করুন) তবুও আমার মনে হয় যে এই নির্বাচনে সাখাওয়াতকে জেতানো হবে ।
০ কারণ , গত টার্মে আওয়ামী লীগের না করা সত্ত্বেও আইভি দাড়িয়ে ছিল এবং জিতেছিল । ফলে শামীম ও আওয়ামী লীগ তার উপর বেজায় খ্যাপ্পা।
শামীম তো প্রকাশ্যেই আইভিকে নিয়ে কড়া কড়া কথা বলে , আইভিও কম যায় না ।
গত মেয়াদে আইভি কিছুই করতে পারে নাই আর নারায়ণ গন্জ নাম করেছে গুমরাজ্য হিসেবে । সেভেন মার্ডারও এই সময়েই হয়েছে ।
মেয়র নির্বাচিত হলেও আইভি যে সাক্ষী গোপাল ছিল সেটা ভালই বোঝা গেছে ।
০ অন্যদিকে দেখা গেছে বিএনপির লোকেরা মেয়র নির্বাচিত হবার সাথে সাথেই মামলা খেয়ে বসে । ফলে নির্বাচিত হয়েও তারা থাকে দৌড়ের উপর। সাখাওয়াত জিতলেও একই পরিনতি ভোগ করতে হবে সেটা সবাই বোঝে। গাজীপুরের মেয়র মান্নান সাহেবের খবর কি কারও কাছে আছে ?
০ আইভি জিতলে শামীমের যে প্রভাব থাকবে , সাখাওয়াত জিতলে শামীম হয়ে উঠবে অদম্য । কারণ সাখাওয়াত দৌড়ের উপর থাকার ফলে আড়াল থেকে ক্ষমতা চলে আসবে শামীমের কাছে । নারায়ণ গন্জে ওসমানীয় সম্প্রদায়ের প্রভাব আরও শক্ত হোক - এটা আওয়ামী লীগের সুপ্রিম কমান্ডও চায়।
আর সাখাওয়াত নির্বাচিত হলে এটা চাউর করে প্রচার করানো + বিশ্ববাসীকে কনভিন্স করানো যাবে যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব । রাষ্ট্রপতির সাথে এখন এই নিয়েই আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর।
আওয়ামী লীগ চাইবে গতবার কথা না শুনা আইভিকে একটা ছবক দিতে এবং সাথে 'তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব' এটা প্রচার করার সুযোগ হাতছাড়া করবে না --- কারণ হারলেও মূল ক্ষমতায় তো তারাই থাকছে।
শামীম আওয়ামী লীগার + একজন নামকরা গডফাদার হয়েও আইভির কাছে গতবার হারার জন্য আইভিকে সে একটা ছবক দিতে চাইবে । পরাজিত আইভিকে সহজেই সে সাইজ করবে এবং দোষ যাবে সাখাওয়াতের ঘাঢ়ে। জয়ী আইভির কাছে আরও ছোট হয়ে যাবে , সাথে আওয়ামী লীগের হাই কমান্ডের কাছেও তার দাম পড়ে যাবে।
অবস্থা দৃষ্ট মনে হচ্ছে যে এই নির্বাচনে হেরে গিয়ে আওয়ামী লীগ বিএনপিকে ফাঁদে ফেলতে চাইবে, তাদের অধীনে সাধারণ নির্বাচনে যাবার ।
বিএনপি যদি এই চাল বুঝে তাহলে হয়ত আজকে রাতেই সাখাওয়াতকে বলবে প্রার্থীতা তুলে নিতে । ফলে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না সেটাকে স্টাবলিশ করার ধারায় থাকলো।
বিষয়: বিবিধ
১২৭২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হতচ্ছাড়া, এখন ৫টা ২৬ বাজে, ফলাফলটা একটু আগাম বলে দিন!
বিএনপি বেঁচে গেল
জার্জমেন্ট ঠিক আছে। আমি গণতন্ত্রে বিশ্বাসী না।
@হতভাগা , আপনি চাইলেও ইসলামী সমাজে যোগ দিতে পারবেন না। আল্লাহ না চাইলে।
আমিও আর দেরি না করে সাথে সাথেই আমিন বলে ফেলছি।
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন