Yes madam

লিখেছেন লিখেছেন হতভাগা ২৬ নভেম্বর, ২০১৬, ০৯:৫২:৩০ সকাল

নেটে নেটে ঘুরাঘুরি করতে গিয়ে বিস্ময়কর পৃথিবীতে মজার এই জোক্সটা পেলাম । পড়ে মজাই পেয়েছিলাম । তাই পোস্ট করলাম।

**************************************************************************************************



স্ত্রী: ভাবছি চুলটা ছোট করে কেটে ফেলি। কি বল?

স্বামী: কেটে ফেলো।

স্ত্রী: এত কষ্ট করে বড় করলাম...

স্বামী:: তাহলে কেটো না।

স্ত্রী: কিন্তু আজকাল ছোট চুলই তো ফ্যাশন!

স্বামী: তাহলে কেটে ফেলো।

স্ত্রী: আমার বন্ধুরা বলে যে আমার যে মুখের কাটিং তাতে বড় চুলই মানায়।

স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: কিন্তু ইচ্ছে তো করে।

স্বামী: তাহলে কেটে ফেলো।

স্ত্রী: ছোট চুলে তো বিনুনি হবে না।

স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: ভাবছি এক্সপেরিমেন্ট করেই ফেলি, নাকি!

স্বামী: তাহলে কেটে ফেলো।

স্ত্রী: বাজে করে কেটে দিলে?

স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: না। কেটেই দেখি না একবার।

স্বামী: তাহলে কেটে ফেলো।

স্ত্রী: যদি আমাকে স্যুট না করে তাহলে কিন্তু তুমি দায়ী!

স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: আসলে ছোট চুল সামলাতে সুবিধা।

স্বামী: তাহলে কেটে ফেলো।

স্ত্রী: ভয় করে, যদি খারাপ লাগে।

স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: না, একবার কেটেই দেখি।

স্বামী: তাহলে কেটে ফেলো।

স্ত্রী: তাহলে কবে যাবে?

স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: আমি মায়ের কাছে যাবার কথা বলছি।

স্বামী: তাহলে কেটে ফেলো!

স্ত্রী: কি আবোল তাবোল বলছো! শরীর খারাপ নাকি?

স্বামী: তাহলে কেটো না!

স্বামী এখন পাবনাতে ভর্তি আছে, মাঝে মাঝেই হঠাৎ করে বলে ওঠে 'তাহলে কেটো না...তাহলে কেটে ফেলো! তাহলে কেটো না...তাহলে কেটে ফেলো!

বিষয়: বিবিধ

১৫৭৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380143
২৬ নভেম্বর ২০১৬ সকাল ১০:৫০
আবু জান্নাত লিখেছেন : তার মানে স্ত্রীর কারণেই বেচারার পাবনাতে যাওয়া হয়েছে, তাই তো! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ নভেম্বর ২০১৬ সকাল ১১:০৮
314653
হতভাগা লিখেছেন : কনফিউশন হি কনফিউশন
হেয় কৈ আচ্ছে সলিউশন ?
380149
২৬ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:২৪
egypt12 লিখেছেন : মজা পেলুম Rose
২৬ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৬
314659
হতভাগা লিখেছেন : মজাই মজা
380161
২৬ নভেম্বর ২০১৬ রাত ০৯:০২
গাজী সালাউদ্দিন লিখেছেন : বহুদিন পর অনেক করে হাসলাম!!!!
৩০ নভেম্বর ২০১৬ রাত ০৮:৪৭
314755
হতভাগা লিখেছেন : আপনি তো হাসছেনই
380163
২৬ নভেম্বর ২০১৬ রাত ০৯:৩২
ছালসাবিল লিখেছেন : ভাইইইইয়ায়া..... আপনার বউউউউ কি এরকোম কখনো কোরেছে
৩০ নভেম্বর ২০১৬ রাত ০৮:৪৮
314756
হতভাগা লিখেছেন : চান্স দেই না
২১ আগস্ট ২০১৭ সন্ধ্যা ০৬:০৫
316728
ছালসাবিল লিখেছেন : Tongue Tongue Rolling on the Floor Love Struck Applause আমমমমার টি কই Crying Crying
380227
২৭ নভেম্বর ২০১৬ রাত ১১:২৩
আফরা লিখেছেন : আহারে -------------বেচারে !!!!
৩০ নভেম্বর ২০১৬ রাত ০৮:৪৯
314757
হতভাগা লিখেছেন : এটাই একটা সুখী সংসারের চিত্র
380575
০৯ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:২৪
সত্যের বিজয় লিখেছেন : কি কমু? দ্বীনের উপর চলতে যেমন স্ত্রীর ভুমিকা রয়েছে, তেমনি হারাম পথে চলতেও রয়েছে স্ত্রীর ভূমিকা।
০৯ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৫৮
314936
হতভাগা লিখেছেন : স্ত্রীদের চাহিদা যেমন তাতে দ্বীনের উপর চলা কঠিন
380664
১৩ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:১২
স্বপন২ লিখেছেন :
381610
৩১ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:০৪
৩১ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৫৭
315539
হতভাগা লিখেছেন : ইমো দিয়ে কি বুঝাইলেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File