আমেরিকা কি আসলেই কোন সভ্য ও উদারমনাদের দেশ ?

লিখেছেন লিখেছেন হতভাগা ১১ নভেম্বর, ২০১৬, ১০:৩৫:০০ সকাল

নারীদের ক্ষমতায়ন হচ্ছে একটা দেশ ও তার মানুষ কত বেশী সভ্য , উন্নত ও উদার মানসিকতার - সেটার একটা বড় ইনডিকেটর। যে দেশে নারীরা যত বড় পোস্টে সে দেশ তত উন্নত - এটাই আমরা গত ৪-৫ দশক ধরে বুঝে আসছি ।

পশ্চিমা দেশগুলো যাদেরকে আমরা সভ্য , উন্নত ও উদার তথা মুক্ত মনের বলে জেনে আসছি তাদের মধ্যে আমেরিকা এক নম্বরে ।

তারা কেন একজন নারীকে প্রেসিডেন্ট করে সেটার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে এগিয়ে আসলো না ? হিলারীর চেয়ে কি ট্রাম্প বেশী যোগ্য ছিল ? ট্রাম্পের নারী কেলেংকারীর ঘটনার পরপরই তো অন্তত মহিলাদের একটা ভোটও না পাবার পর্যায়ে চলে যাবার কথা ।

এটা সবাই জানে যে , শতকরা ৯০ ভাগেরও বেশী নারী পুরুষ বিদ্বেষী । আর পুরুষেরা ম্যাক্সিমামই নারীপ্রেমী+নারীবাদী । কোন নির্বাচনে যদি কোন নারী দাঁড়ায় তাহলে তার জেতার সম্ভাবনা অন্তত তার পুরুষ প্রতিপক্ষের চেয়ে বেশি থাকে । কারণ নারী ভোটাররা একট্টা হয়ে যায় তাদের স্বগোত্রীয়কে জেতাতে । মোট জনসংখ্যা তথা ভোটারের ৫০% নারী হলে কোন নারী প্রার্থীর জেতার সম্ভাবনা ১০০% হয়ে যাবার কথা , কারণ ১% পুরুষও যদি তাকে ভোট দেয় তাহলে সে সংখ্যাগরিষ্টতা পেয়ে যাবে।

কেন পৃথিবীর একজন টপ গ্রেডেড ও প্রভাবশালী মহিলা হয়েও বিশ্বের প্রেসিডেন্ট লড়াইয়ে নারীরা তাদের স্বগোত্রীয়কে জেতালো না ? তারা একাট্টা হলেই তো একজন নারী পৃথিবীর শাসন ক্ষমতায় চলে আসতো ।

মুখে যতই নারী অগ্রগতি , নারী স্বাধীনতা , নারীদের ক্ষমতায়নের কথা বলুক না কেন বাস্তবে সেটার লেশ মাত্র নেই এই দেশটাতে ।

এক্ষেত্রে বাংলাদেশ কি আমেরিকার তুলনায় বেশী সভ্য , বেশী উন্নত ও মুক্ত মানসিকতার নয় ! কারণ বাংলাদেশে গত দুই দশকেরও বেশী সময় নারীরাই রাজত্ব করছে ।

বিষয়: বিবিধ

১৪৬১ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379639
১১ নভেম্বর ২০১৬ দুপুর ১২:১৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনি পারেনও বটে এর মাঝেও নারী পুরুষ!!! পৃথিবীর সব কিনারের নারী তো আর এক না যেহেতু মার্কিন প্রেসিডেন্ট বলে কথা তাই মার্কিনিরা জেন্ডার না দেখবে নিজেদের স্বার্থ। ব্যাপারটা এমন না যে হিলারি আসলে নারীরা আসমানের চাঁদ হাতে পেয়ে যেত। ট্রাম্প উগ্র জাতিয়তাবাদী ব্যক্তি যে শ্বেতাঙ্গ মার্কিনি ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারেনা মার্কিনিরা মনে মনে যা লালন করে তার প্রকাশ্য রূপ সে। আর এই ঐতিহ্য মূলত নারীরাই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে দেয়। ছেলে বা মেয়ে, প্রথম শিক্ষকই তো মা। আর হাদিস বিশ্লেষণ করে যা বুঝি মালহামা শুরুর আগে পশ্চিমা দেশগুলিতে মুসলিমরা বড় রকমের ক্ষয়-ক্ষতির মুখে পরবে আর তাদের মোহ কাটবে। তাই এসব শুরু করার জন্য কুশিলবরা অবশ্যই আসবে। কুশিলবেরা নারী হোক বা পুরুষ, তাতে কিছু আসে যায়না কারণ তারা একই মানষিকতা পোষণকারী। মহান আল্লাহ তো কুরআনে বলেছেনই: মুনাফিক নর-নারী একই রকম মানষিকতার হয়। ওসব নারী আন্দোলন তাদের ফরেন পলিসি বিশেষ করে মুসলিম দেশগুলোর জন্য, নিজেদের জায়গায় তারা ঠিকই আছে।
১১ নভেম্বর ২০১৬ দুপুর ১২:১৯
314299
হতভাগা লিখেছেন : হিলারী জিতলে বগল বাজানোতে আপনিও যোগ দিতেন । হেরে যাওয়াতে এখন অন্য হিসেব নিয়ে আসবেন , এটাই স্বাভাবিক।

ট্রাম্পকে নিয়ে নির্বাচনের ১০ দিন আগেও নারী সংক্রান্ত রটনা চলছিলই চলছিল ।

নারীদের তো তাকে প্রত্যাখ্যান করার কথাই ।
১১ নভেম্বর ২০১৬ দুপুর ১২:৫২
314300
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার জন্য হিলারী আর ট্রাম্প আলাদাভাবে কিছুই না। কুফফার means কুফফার। মুসলিমদের জন্য কেউ সুখকর না। একজন সরাসরি বলে অন্যজন মিন মিন করে বলে। মুনাফিক থেকে কাফির অনেকগুণ ভাল কারণ মুনাফিকের মনে কি আছে বোঝা কঠিন কিন্তু কাফিরকে চিনতে কষ্ট হয়না।
১১ নভেম্বর ২০১৬ দুপুর ০২:২৯
314305
হতভাগা লিখেছেন : যে দেশকে আপনারা নারীদের অগ্রগতির মডেল বুঝাতে চাইতেন সেখানেই নারীরা কতটা অপাংক্তেও সেটা দেখলাম । ওরা নাকি কোন মহিলা বিমান চালালে তার নাম এনাউন্স করে না !

What a shame !

মুসলিমদের জন্য কারা সুখকর ? অনেক মুসলিম তো সেখানে অভিবাসী হয়েই আছে । দেশে কি সুখ পায় নাই ?

পুরুষেরা নয় , নারীরাই যে নারীদের শত্রু সেটা আবারও প্রমান হয়ে গেল । একেবারে বৈশ্বিকভাবেই ।
১২ নভেম্বর ২০১৬ বিকাল ০৪:৪৪
314320
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনার কথা শুনলে মাঝে মাঝে আমার ব্যাপক হাসি পায়। আপনার মতে, মুমিন নারী, কাফির নারী, মুনাফিক নারী, দেশী নারী, বিদেশী সব নারী এক ও একই চরিত্রের এবং কোন পার্থক্য নেই আপনার দৃষ্টিতে। এটা অযৌক্তিক ও হাস্যকর। আপনি নিয়মিত রুকিয়া করেন। আমি কখনো দেখিনি যেসব নারী পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলার চেষ্টা করেন তারা আমেরিকাকে নারী মডেল বলে উদাহরণ দেন। আমি দেখিনি তারা ইসলামের কোন ব্যাপার নিয়ে অযথা বিতর্ক করেন। আমার মামা আমেরিকায় দীর্ঘদিন থাকেন আমাকে অনেকবার বলেছেন আমি যেতে চাই কিনা? আমি রাজি হয়নি কখখো। আপনি রুকিয়ার সুন্নাহগুলো জেনে নিন আর নিয়মিত আমল করুন। কারণ বিপরীত লিঙ্গের প্রতি চরম ঘৃণা কোন স্বাভাবিক মানবিক ব্যাপার না। জাঝাক আল্লাহ
১৩ নভেম্বর ২০১৬ রাত ০৮:৩৬
314333
হতভাগা লিখেছেন :
আপনার মতে, মুমিন নারী, কাফির নারী, মুনাফিক নারী, দেশী নারী, বিদেশী সব নারী এক ও একই চরিত্রের এবং কোন পার্থক্য নেই আপনার দৃষ্টিতে।


০ আপনি একেবারে সঠিক জায়গায় হিট করেছেন ।

বর্তমান জামানার সব নারীই এক , কেউ আগে কেউ পরে । ঢোলে বাড়ি পড়লেই নাচ শুরু করে দেবে । কেউ ঘোমটা ছাড়াই আবার কেউ ঘোমটা পড়েই।
379652
১২ নভেম্বর ২০১৬ রাত ০২:০৮
স্বপন২ লিখেছেন : আপনি আমেরিকায় থাকেন নাকি। হিলারী এবং ট্রাম্প,দু'জনই ইসলামের শত্রু। বাংলাদেশী আমেরিকান, সবাই হিলারীকে ভোট দিয়েছে।
১২ নভেম্বর ২০১৬ সকাল ০৯:৫৪
314317
হতভাগা লিখেছেন : ইসলামের শত্রুকে বাংলাদেশীরা কেন ভোট দিয়েছে ? তাদের কাছে আমেরিকা কি জান্নাত ?
379662
১২ নভেম্বর ২০১৬ সকাল ১০:৩৯
আবু জান্নাত লিখেছেন : ট্রাম্পের বিজয়ে অধিকাংশ আরবদের কাছে আলোচিত বাক্য হলো: এক জন আবু লাহাব তো অন্য জন হাম্মা লাতাল হাতাব। সো নো ডিফারেন্স।
তাছাড়া এটাকে ইলেক্শন না বলে সিলেক্শন বলাই যাথাযত, কারণ এখানে ইয়াহুদি প্রীতিই প্রধান্য পেয়েছে, যেমনটি আমাদের দেশে কিছু কাল আগে ঘটেছিল, ভোট হোক আর নাই হোক, ভারত প্রীতিই প্রধান্য।
১৩ নভেম্বর ২০১৬ রাত ০৮:৩৩
314332
হতভাগা লিখেছেন : আরবরা আমেরিকান লাক্সারী পছন্দ করে ।
379671
১২ নভেম্বর ২০১৬ রাত ০৮:৪০
স্বপন২ লিখেছেন :

ভালো লাগলো
১৩ নভেম্বর ২০১৬ রাত ০৮:৩৮
314334
হতভাগা লিখেছেন : ওয়াও ! প্রেস ক্লাব পর্যন্ত চলে এসেছে !

কোন কর্মসূচি দেবে না দেশব্যাপী ?
379679
১২ নভেম্বর ২০১৬ রাত ১১:৩৬
মনসুর আহামেদ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ
১৩ নভেম্বর ২০১৬ রাত ০৮:৩৯
314335
হতভাগা লিখেছেন : আপনার ঐ কমন ডায়লগটা কোথায় ?
১৫ নভেম্বর ২০১৬ রাত ০১:২০
314345
আফরা লিখেছেন : এখন তো আর নাস্তিকরা ব্লগে নেই তাই উনি নতুন পদ্ধতি ধরেছেন ।
379691
১৩ নভেম্বর ২০১৬ রাত ০৯:১২
স্বপন২ লিখেছেন : হতভাগা, আগামী ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা, আপনি যোগদান করেন।আমি
দেশে থাকলে যোগদান করতাম।
১৪ নভেম্বর ২০১৬ রাত ০৮:২৪
314342
হতভাগা লিখেছেন : জানবাজ সাপোর্টার মনে হয় আপনাকে কারণ প্রতিটা পোস্টেই লিংকাইতাছেন।

স্বশরীরে আসার ব্যাপারে এরকম পালাই পালাই এটিচ্যুড দেখে বোঝা যায় দলটার ফিউচার টার্গেট কি । হেফাজতের চেয়ে কি ভিন্ন কিছু করবে ?

দেশে আসলে কি গ্রেফতারের ভয় ?
379711
১৪ নভেম্বর ২০১৬ রাত ০৮:৪৭
স্বপন২ লিখেছেন :
১৬ নভেম্বর ২০১৬ রাত ০৮:০৮
314381
হতভাগা লিখেছেন : ভাইরে, প্রথম প্রথম ইসলামের নাম নিয়ে এরকম অনেকেই আসে , মাঠও গরম করে ।

পরে সরকারের সাথে সমঝোতা করে নিজেদের পজিশন সেফ এন্ড সিকিউর করে ।

এদের ম্যাক্সিমামই ইসলামকে ঢাল বানিয়ে সরলমনা মুসলমানদের আবেগ নিয়ে খেলে এবং নিজেদের ধান্ধা সফল করতে ব্যবহার করে।

এরকম মুখোশধারীদেরকে বিশ্বাস করতে ভয় লাগে ।

তার উপর যে হারে আপনারা লিংকাইতাছেন তাতে বিরক্তি বৈ আর কিছুই জাগাতে পারছেন না ।

দেখা যাবে কি হাতি ঘোড়া উনারা মারতে পারেন ২৭ তারিখ ।
379728
১৫ নভেম্বর ২০১৬ রাত ০১:৩৭
আফরা লিখেছেন : এক হুজুর নাকি দান - সাদাকার ফজিলতের উপর খুব বয়ান করতেছে । বয়ান শেষে ঘরে ফিরে দেখে ঘরে কিছু নেই । স্ত্রীকে প্রশ্ন করে ঘরের জিনিস পত্র কই ?

কেন তুমি বয়ানে বল্লা দানের কত ফজিলত তাই সব দান করে দিয়েছি ।

হুজুর তখন বলে আরে করেছ কি ! ! সেটা তো আমি আমার ঘরের জন্য বলি নাই !
উনারা ও উদারমনার কথা অন্যদের জন্য বলেন কিন্ত নিজেদের জন্য না ।

ধন্যবাদ ভাইয়া ।
১৫ নভেম্বর ২০১৬ রাত ০৯:৫৩
314364
স্বপন২ লিখেছেন : @আফরা, Apu, you should listen then comments.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File