এইসব কি শুরু করেছেন মডারেটরগণ ?
লিখেছেন লিখেছেন হতভাগা ০১ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৫৫:১১ সকাল
এগুলি কি ?
এই ব্লগটার পরিবেশ তুলনামূলকভাবে ভাল বলেই ব্লগিং করি এখানে । সাদামনের ইসলামমনষ্ক ভাইবোনেরা এখানে ব্লগিং করতে আসে।
ইদানিং সমস্যার কারণে ব্লগে ঢোকা তো কঠিনই হয়ে যাচ্ছে । আর যখন নতুন করে ঢুকি তখনই দেখি এসব নেকেড নেকেড সব এড।
আশেপাশে দিয়ে যারা আসা যাওয়া করে তারা মনে করে যে বোধ হয় কোন পর্ণ সাইট দেখতেছি ।
কি ভাই , এগুলো না দেখালে কি স্ট্যাটাস আপগ্রেড হয় না ?
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোবাইল থেকে ব্লগে আসা হয়।
মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি...
জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন