Early to bed early to rise makes a man healthy wealthy and wise

লিখেছেন লিখেছেন হতভাগা ২৫ আগস্ট, ২০১৬, ০৩:০৯:২৪ দুপুর

প্রবাদটি অনেক পুরনো হলেও এখন এটাকে খুব কম লোকই ফলো করে ।

তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা যে মানুষকে সুস্থ ও সবল রাখে এটা এখন আমরা প্রায়ই ভুলতে বসেছি ।

কর্ম ব্যস্ততার সাথে আধুনিক যুগের বিভিন্ন বিনোদন মানুষকে নানাবিধ প্রেসারে ডুবিয়ে রেখেছে । ফলে দেখা যায় ম্যাক্সিমাম মানুষই দেরি করে ঘুমাতে যায় আর ওঠেও দেরি করে ।

যেমন , অফিস থেকে বাসায় আসতে আসতে ৮/৯ টা লেগে যায় । বাসায় এসেই বিনোদনের জগতে ঢুকে পড়ে । সেটা থেকে বের হতে হতে রাত ১২ টা (কমপক্ষে)। ঘুম আসতে আসতে ১২.৩০ টা/১টা । সকাল ৯/১০ টার অফিস ধরতে গেলে কমপক্ষে ৭টা বা সাড়ে সাতটায় বের হতে হবে । এর জন্য উঠতে হবে মিনিমাম ৬ টা / সাড়ে ৬ টায় ।

মানে ৫/৫.৩০ ঘন্টার বেশী ঘুমানো যায় না । এই অবস্থায় অফিসে গিয়ে কনসেন্ট্রেশন লাগিয়ে কাজ করা খুব টাফ হয়ে যায় । কেউ কেউ আবার ইউরোপিয়ান লীগের পাড় ভক্ত ।

মোবাইল কোম্পানীর ফাঁদে পড়ে ছেলেমেয়েরাও এই গ্যাঁড়াকলে পড়ে যায় ।

এই ভিসিয়াস সাইকেলে পড়ে সবারই দেরিতে ঘুম থেকে ওঠার একটা প্রবনতা তৈরি হয়ে যায় যেটা যে কাউকেই অলস করে ফেলতে বাধ্য । শারীরিক ধকল তো খুবই স্বাভাবিক । কারণ স্ট্রেস অনেক রোগের আঁধার।

আর ফযরের নামাজ ..... সেটা অনেকের কাছেই গৌন হয়ে যায় । এর ফলে বাকী নামাজগুলোও পড়ার কোন আগ্রহ/তাড়না জন্মায় না।

এসব থেকে বের হয়ে আসাটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপারও নয় ।

অফিসের সময় এখনকার সূচীর (৯/১০ টা) চেয়ে যদি এগিয়ে আনা যায় , যেমন সকাল ৮ টা থেকে বিকেল ৪/৪.৩০ টায় এবং বাচ্চাদের স্কুলও ৭ টায় শুরু করা যায় তাহলে বাবা মা ছেলে মেয়ের সবারই রাত ১০ টার মধ্যে শুতে যাবার তাড়না চলে আসবে ।

যারা অযথা রাত জাগে, পরের দিন স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে বা অফিসে সময় মত পৌছাতে পারবে না বা কাজে/পড়াতেও মনযোগ দিতে পারবে না । এরকম চলতে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রায়ঃশই নানাবিধ প্রশ্নের সন্মুখীন হতে হবে ।

এরকম পরিস্থিতিতে সব সময় পড়তে কেউই চাইবে না ।

মোবাইল কোম্পানীদেরকেও এরকম স্বাস্থ্যহানীকর প্যাকেজ থেকে নিজেদের বের করে আনতে হবে ।

যাতায়াত ব্যবস্তা তথা ট্রাফিক ব্যবস্থাকে সহনিয় করে আনলে সন্ধ্যা ৬ টায় বাসায় পৌছানো খুবই সম্ভব - ঢাকার ভিতরের দূরত্ব ২৫ মাইলের বেশী হবেই না ।

৬ টায় বাসায় পৌছে খুব সহজেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এটেন্ড করা যায় । আত্মীয় স্বজন - বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ মেইনটেইনও হয় .

সন্ধ্যের মধ্যেই বাসায় ফিরতে পারলে পরিবারের সাথে সময় ব্যয় করা যায় , সন্তানদের ব্যাপারেও খোঁজ খবর নেওয়া যায় এবং তাদেরকে সঠিক পথে রাখার তদারকিও করা যায় ।

আজ থেকে ২৫-৩০ বছর আগে টিভি চ্যানেল ১/২ টার বেশী ছিল না , খেলার মাঠ ছিল এবং মাগরিবের আগেই সবাই ঘরে ঢুকে যেত , মোবাইল ফোনেরও এতটা ব্যাপকতা ছিল না । কিন্তু সে সময়ের পারিবারিক ও সামাজিক বন্ধন এবং মূল্যবোধ এখনকার চেয়ে বেটারই ছিল।

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376808
২৬ আগস্ট ২০১৬ সকাল ০৭:৪০
চেতনাবিলাস লিখেছেন : হা হা হা ... আপনার মতো ভুতের মুখে রাম নাম শুনে না হেসে পারলাম না। আপনি লিখেছেন বিদ্যালয় কিংবা অফিসের সময় সূচী এগিয়ে আনলেই মানুষের মধ্যে সকাল সকাল ঘুমাতে যাওয়া কিংবা ঘুম থেকে ওঠার তাড়না তৈরি হবে। আপনি কি আপনার হাসু বুবুর ডিজিটাল টাইম প্রচলনের কথা ভুলে গেছেন? ঐ টাইম চালাতে গিয়ে হাসু বুবুর কী লেজেগোবরে অবস্থাই না হয়েছিল | শেষ পর্যন্ত ওটা বাতিল করে তাকে হাফ ছেড়ে বাঁচতে হয়েছিল | দেখুন সকাল সকাল ঘুমাতে যাওয়া কিংবা ঘুম থেকে ওঠা একটি জামায়াত শিবিরীয় কিংবা পাকিস্তানি অভ্যাস | এটা এদেশের মানুষ কিছুতেই গ্রহণ করবেনা | আর খোকাবাবুর জন্ম দেওয়া বাংগালী জাতিকে এই উপদেশ যে দিতে আসবে তাকেও এ জাতি ক্ষমা করবেনা | এটা এখন জাতির মাতা ইন্ডিয়ার ব্যবসায়িক কলোনী | মুক্তিযুদ্ধে ওদের অবদানের প্রতিদান স্বরূপ নিজেদের অলস বানিয়ে কিংবা ক্ষতি করে হলেও ভোর রাত নাগাদ ওদের স্টার জলসা কিংবা জি বাংলার নাচন কোদন দেখে যেতেই হবে। সেই বিবেচনায় আপনার এই লেখাটি ভারত মাতার গালে জুতাপেটার শামিল | ভারত মাতার পেটের ভিতরে থেকে তারই অপমানজনক এসব রাজাকারি লেখা আপনি কোন সাহসে লিখছেন | এই মুহুর্তে হাসু বুবু যদি আপনাকে গদাম নিয়ে তেড়ে আসে তাহলে আপনি কোথায় যাবেন ?
২৬ আগস্ট ২০১৬ সকাল ১০:৪৬
312403
হতভাগা লিখেছেন : দেখুন সকাল সকাল ঘুমাতে যাওয়া কিংবা ঘুম থেকে ওঠা একটি জামায়াত শিবিরীয় কিংবা পাকিস্তানি অভ্যাস |



০ আমাদের হাসুবু তাহাজ্জুদের নামাজও আদায় করেন । তার নেতা কর্মীরাও তাকে অনুসরণ করে ।

আর ইসলামী সবকিছুর পেটেন্ট কি আপনাদের ? এরকম মনমানসিকতা থেকে বের হতে না পারলে তো সাফারিংস শেষ হবে না ভাই !
376814
২৬ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
চেতনাবিলাস লিখেছেন : ও আচ্ছা! হাসুবু তাহাজ্জুদ নামাজ আদায় করে বলে তার নেতা কর্মীরাও সেটা করে , তাহলে ধর্ষণের সেঞ্চুরী কিংবা রামদা চাপাতি একে ৪৭ এর ট্রেনিং তাদের কে দিয়েছে | এই তো সেদিন কুবির হলে তল্লাশি চালিয়ে পুলিশ যে ৪০টি অবৈধ আগ্নেয়াস্ত্র পেল সোনার ছেলেদের কক্ষ থেকে সেই সাহসই বা তাদের কে যুগিয়েছে? আশা করি এর সুন্দর জবাব আপনি দেবেন |
২৭ আগস্ট ২০১৬ সকাল ০৭:৪৯
312418
হতভাগা লিখেছেন : সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের নেতারা ৭১ এ পাকিদের সহায়তা করেছিল । ভাল জিনিসকে যে সবাই পজিটিভ ভাবে ইউজ করে তা নয়।

এখন পালিয়ে কুল পাচ্ছে না ।
376868
২৮ আগস্ট ২০১৬ সকাল ০৭:৩৮
চেতনাবিলাস লিখেছেন : আমার প্রশ্নের যুক্তিপূর্ণ জবাব না দিয়ে ভাওতাবাজি করছেন | একাত্তরে জামায়াত বা শিবির কী করেছে আমি তা চোখে দেখিনি | কিন্তু এখন জামায়াত শিবির বিরোধিরা কি করছে তা চোখের সামনেই দেখতে পাচ্ছি | কাজেই জামায়াত শিবিরের কেউ. যদি ৭১ রে আপনার আপন মা বোনের সম্ভ্রম হানি না করে থাকেন কিংবা আপনার পরিবারের কাউকে হত্যা না করে থাকেন তা হলে আপনার কাছ থেকে শোনা জামায়াত শিবিরের বিরুদ্ধে কোন কথাই আমি বিশ্বাস করি না। যারা ইসলামের আদর্শ মানে না তারা যে মিথ্যাচার করেই যায় . দিনকে রাত বানায় ., তিলকে তাল বানায় তা প্রতিনিয়তই চোখের সামনে দেখতে পাচ্ছি | আপনাকে আর কী বলব।
২৮ আগস্ট ২০১৬ সকাল ০৮:৩৬
312447
হতভাগা লিখেছেন : আপনি পোস্ট সংক্রান্ত কথা না বলে সেই আগের পোস্টে জামায়াত ক্যাচাল নিয়ে আসছেন ।

জামায়াত আমার দেশেরট ক্ষতি করেছে ৭১ সালে । একজন পাকিস্তানী হিসেবে আপনি যেমন জামায়াতকে সাপোর্ট করবেন আমি একজন বাংলাদেশী হয়ে বাংলাদেশীকে সাপোর্ট করবো।

মুসলমান ভাই হয়েও জামায়াত বাংলাদেশীদের হত্যা করেছে । হতে পারে আমার কেউ হয়ত সেটাতে পড়ে নি , কিন্তু আমার দেশবাশীকে তো করেছে !

আপনাদের নিয়ে সমস্যা হল আপনারা ভুল জায়গায় বসে জামায়াতের গুনগান করছেন । পাকিস্তান চলে যান । সেখানে ভাল দাম পাবেন ।

আপনাদের দৌড় ব্লগেই সীমাবদ্ধ । বাইরে তো মাইরের উপর আছেন ।

াগের কোন এক পোস্টে আপনাকে পাকিস্তানের টিকিট ও পাসপোর্ট দিয়েছিলাম । হারিয়ে ফেললে বলেন , আরেকটা দিয়ে দিব। আপনাদের সাফারিওংস দেখে ভাল লাগতেছে না যদিও এটা আপনাদের প্রাপ্য ছিল ।







376876
২৮ আগস্ট ২০১৬ সকাল ১০:৪৬
চেতনাবিলাস লিখেছেন : আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যারা কেবলমাত্র একাত্তরের কল্পিত বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতের বিরোধিতা করেন তারা জেনে বুঝেই ইসলামের নিয়ম নীতির ও বিরোধিতা করে চলেছেন | আচ্ছা বাংলাদেশে না হয় একাত্তর নামক একটা চ্যাপ্টার আছে। তাই ইসলামী আদর্শ এখানে জামায়াতের আদর্শের সাথে একাকার হয়ে বিতর্কিত হয়ে গেছে। কিন্তু সারা বিশ্বের অবস্থা কী? সেখানেও কি জামায়াতের আদর্শের কারণেই ইসলাম আজ বিতর্কিত? ইসলামী আদর্শকে জঙ্গীবাদের কলঙ্কে কলুষিত করেছে কারা?
আসলে সত্যকে যারা মানতে চায়না ,যাদের অন্তর ও বিবেক চিরতরে বক্র হয়ে গেছে তাদের সাথে সত্যের আলোচনা করাও উলুবনে মুক্তো ছড়ানোর মত।
২৮ আগস্ট ২০১৬ সকাল ১১:১৯
312451
হতভাগা লিখেছেন : সারা বিশ্বের কথা বাদ দেন , কারণ আপনি বাংলাদেশের বিরোধিতা করছেন বাংলাদেশে বসেই । মতিয়ুরের কবরে পাকিস্তানীরা লিখে রেখেছে ''এখানে একটা গাদ্দার শুয়ে আছে ''। আপনারা তো সে হিসেবে বাংলাদেশে অনেক আরাম আয়াশে আছেন এখনও। সেটার দিন ফুরাতে বসেছে বিধায় ক্ষেপে গেছেন ।

বাংলাদেশের মানুষ তো আপনাদেরকে মাফ চাওয়ার সুযোগ দিয়েছিল এই ৪০ টা বছর , কাছে তো লাগান নি ।

নিরীহ কোন মানুষ মারা এটা জামায়াতের আদর্শ হতে পারে।ইসলামের আদর্শ হতে পারে না ।

জামায়াতকে ইসলামের সাথে মিলিয়ে ফেলাই আপনাদের জন্য কাল হয়ে গেছে।

বিনা অপরাধে কোন মানুষকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করা - জামায়াত কি এটা ফলো করেছিল ৭১ এ যে নিজেদেরকে ইসলামের পথে আছে বলে দাবী করে?
376902
২৮ আগস্ট ২০১৬ দুপুর ০২:৪৯
চেতনাবিলাস লিখেছেন : একজন জামায়াত ভক্তের একটা নিরিহ মানুষ হত্যার উদাহরণ আপনার কাছে প্রমাণ হিসেবে নেই। যেমন নেই আপনার পরিবার কিংবা আত্মীয় স্বজন হত্যার প্রমাণ ও। একাত্তরে কথিত রাজাকার নাম ধরে যারা নিজেদের ভাই বেরাদর কিংবা পাড়া প্রতিবেশী হত্যা করেছে তাদের বেশির ভাগই ততকালীন আওয়ামী দুবৃত্ত ছিল। এসম্পর্কে আওয়ামী বুদ্ধিজীবী আবু সায়্যিদ চৌধুরীর প্রামাণ্য লেখা হয়তো আপনার গোচরে আসেনি | ওনার নিজ জেলায় ৭০ এর নির্বাচনে জামায়াতের প্রাপ্ত ভোট আর একাত্তরের রাজাকার আলবদর এর সদস্যদের তালিকা দেখলে যে কেউ ই বুঝতে পারবে একাত্তরে নিজের পাড়াপ্রতিবেশী হত্যায় আসলে কারা জড়িত | এরকম গবেষণা পূর্ণ লেখা ইচ্ছে করলে আপনিও লিখতে পারেন যাতে সত্যি ইতিহাসটা বেরিয়ে আসে। কিন্তু আপনারা তো সেটা করবেন না বরং যারা এ কাজে হাত দেবে তাদেরকেই উল্টো রাজাকার ট্যাগ দিয়ে নাস্তানাবুদ করবেন |
২৮ আগস্ট ২০১৬ দুপুর ০৩:০২
312459
হতভাগা লিখেছেন :










376905
২৮ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
চেতনাবিলাস লিখেছেন : কথিত মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সব বিচারই বাংলাদেশ থেকে ইসলামের প্রকৃত আদর্শ মুছে ফেলে ভারতের রাম রাজত্ব বাস্তবায়নের জন্যই করা হয়েছে | ইতিহাস একদিন এই বিচারকে শতাব্দীর নিকৃষ্টতম মানবতা বিরোধী হত্যাকাণ্ড বলেই স্বীকৃতি পাবে।
২৯ আগস্ট ২০১৬ সকাল ০৮:৩০
312466
হতভাগা লিখেছেন : যারা ৭১ এ নিরীহ মানুষকে হত্যা করেছে তারা ইসলামের আদর্শের পতাকাধারী !!!

ইসলাম নিয়ে জামায়াত ব্যবসা করতো , রাজনীতি করতো ।

দেশে জামায়াত ও পাকিস্তানী মনষ্কদের রাজনীতির দিন ফুরিয়ে এসেছে।
377183
০৫ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৩০
চেতনাবিলাস লিখেছেন : সেটা অবশ্যই ঠিক বলেছেন | দেশে পাকিস্তানী মনস্ক তথা ইসলামী মনস্ক তথা সত্যবাদী রাজনীতির পরিবেশ নষ্ট হয়ে গেছে। রাজনীতি এখন নিয়ন্ত্রণ করছে খুনি্‍ , লুটের ,মিথ্যাবাদী , চোর , ডাকাত আর যাবতীয় নিকৃষ্ট চরিত্রের চিরিয়ারা। এখানে সত্যের রাজনীতি চলবে কি করে।
০৫ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৩৪
312664
হতভাগা লিখেছেন : পাকিস্তানের সাথে ইসলাম মিলিয়ে ফেলা আপনাদের অদূরদর্শিতারই পরিচায়ক
377190
০৫ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৯:৫৩
চেতনাবিলাস লিখেছেন : তাহলে ইসলামকে কী ধর্ষনের সেঞ্চুরিয়ান আর মদখোর ,গাঁজাখোর ,সুদখোর ,জেনাখোর ,ঘুসখোরদের আদর্শের সাথে মেলাব? যাদের ছেলেরা খ্রিস্টান মেয়ে বিয়ে করে , যাদের মেয়ে বিয়ে দেন খ্রিস্টান ছেলের কাছে , যারা কেবল রাজনীতি করার জন্যই হাতে তসবিহ মাথায় হিজাব পড়ে ভোট ভিক্ষায় নামে তারাই কি এদেশে ইসলামের পতাকাবাহী? যারা বিশ্ব বিদ্যালয়ের মনোগ্রাম থেকে কুরআনের আয়াত মুছে দেয় , যারা সংবিধান থেকে ইসলামের মূল বিশ্বাস মুছে দেয় তারাই কি মুমিন মুসলমান?
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:৪০
312680
হতভাগা লিখেছেন : যারা বিনা কারণে নিরীহ মানুষকে হত্যা করে আর তার জন্য দম্ভ করে তাদেরকে কি ইসলামের সাথে মিলিয়ে নেব ? আপনাদের দলকে নাকি আপনারা বলেন আল্লাহর দল (নাউজুবিল্লাহ) এবং আপনারা নির্বাচনে প্রচারনার সময় বেহেশতের টিকিটের প্রতিশ্রুতি দেন !

৭১ এ কৃত কাজের ফল জামায়াত তো পাচ্ছেই , তাদের দেশ পাকিস্তান অনেক আগেই পেয়ে গেছে এবং পাচ্ছে । ৭১ সালে ইসলামকে অপব্যাখ্যা করার ফল দুইজনই ভোগ করতেছে ।
377213
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৪৪
চেতনাবিলাস লিখেছেন : বুঝলাম ৭১ এর কাজের ফল জামায়াত পাচ্ছে | সারা বিশ্বের মুসলমানরা কোন কাজের ফল পাচ্ছে? শয়তান অপশক্তি দেশ কাল পাত্র ভেদে নানা ছল সুতোয় ভাল আদর্শের মানুষদের হেয় করতে অপপ্রচার চালায় | আর বাংলাদেশ ভূখণ্ডে ইসলামিস্টদের ঠেকানোর অস্ত্র হচ্ছে একাত্তর নামক অস্ত্র | আচ্ছা ডক্টর জাকির নায়েক কি একাত্তরে রাজাকার আল বদর সদস্য ছিলেন? তাকে কেন আজ বাংলাদেশ ও ভারতে হেনস্তার শিকার হতে হছে?
০৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:০৯
312690
হতভাগা লিখেছেন : বিচার হচ্ছে ৭১ এ জামায়াতের যুদ্ধাপরাধ নিয়ে । মুসলমানদের উপর সারা বিশ্বে যে হামলা হচ্ছে তা আমেরিকা পরিচালনা করছে এবং ৭১ এ আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল ।
১০
377265
০৬ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
চেতনাবিলাস লিখেছেন : সত্যিই বলেছেন | আজকের বিশ্বের মুসলমানদের উপর যে অত্যাচার চলছে তার জন্য আমেরিকার শয়তানি নীতি দায়ি। আর আপনার ভাসুর ভারতের ভূমিকা কী? তারা কী কাশ্মীরের মুসলমানদের কচুকাটা করছেনা? তারা কী অনেক সাম্প্রদায়িক দাংগা বাঁধিয়ো সেদেশের হাজার হাজার মুসলমান হত্যা করেনি? সেই মানব দরদী (?) ভারত আপনাদের পাশে বলেইতো আজ আপনাদের এত দম্ভ।আজ যেমন পরাশক্তি আমেরিকা সারা বিশ্বে গাদ্দার মুসলিম নেতাদের জোরে প্রকৃত মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে তেমনটি উপমহাদেশে আপনাদের মত গাদ্দার মুসলমানদের জোরে প্রকৃত মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে |
০৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:৩০
312724
হতভাগা লিখেছেন : মুসলমানদের প্রতি দরদী হলে ৭১ এ মুসলমানদের হত্যা করেছিলেন কেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File