ক্যাচাল ২

লিখেছেন লিখেছেন হতভাগা ১৫ জুলাই, ২০১৬, ০৩:২৫:৪৭ দুপুর

এই মাসের এখনও পর্যন্ত হট টপিক হল গুলশান ট্রাজেডি ফলোড বাই জাকির নায়েক + পিস টিভির সম্প্রচার বন্ধ

জঙ্গিরা কেউ কেউ জাকির নায়েকের ফলোয়ার ছিলেন এবং জাকির নায়েকের কোন কোন লেকচারে নাকি সন্ত্রাসের সমর্থনে কথা আছে ।

যা হোক আল্লাহ তার প্রিয় বান্দাকে কুচক্রীদের কূটচাল হতে রক্ষা করেছেন । আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী ।

যে দ্রুততার সাথে আমাদের কোয়াবভায়ারা পিস টিভি বন্ধ করে দিলেন সরকারের আদেশ পাবার আগেই সেটাতে বোঝা যায় ১২ হাত কাঁকড়ের বিচি ১৩ হাতই হয় ।

আমাদের সমাজের কিছু কিছু লোক আগে থেকেই পিস টিভির বিপক্ষে ছিল বোধগম্য কারণেই ।

তবে এবারের ঘটনায় সবচেয়ে চোখে পড়ার বিষয় হল - বরাবরের মত ইসলামের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস হলেও এবারের কুশীলবেরা আমাদের সুশীল সমাজের প্রিয় তাস মাদ্রাসার + গরীব ছাত্ররা নয় । আশ্চর্যজনক হলেও সত্য - এরা নামকরা ইংলিশ মিডিয়ামে পড়া অত্যন্ত সম্ভ্রান্ত ধনী পরিবারের আলালের ঘরের ভ্রান্ত দুলালেরা ।

দেশের ভালোর (!) জন্য সদা হাহাকার করা সুশীল সমাজ এই কাহিনীতে নিরবই ছিল কারণ তারা যে তাস নিয়ে খেলতো সেটা এবারের দানে ছিলই না ।

এই কাহিনী ভালই মওকা পাইয়ে দিয়েছিল পীর পূঁজারী ও মাজার পূঁজারীদের । সুযোগটাকে তারা তাৎক্ষনিকভাবে ভালই কাজে লাগিয়েছে ট্রান্সকমগ্রুপের প্রত্যক্ষ সহায়তায় ।

গত ১৫ দিনের ঘটনা প্রবাহে সাধারণ মানুষ একটা ভালই মেসেজ পেয়েছে যে ক্বুরআন সুন্নাহতে যারা শিক্ষিত তারা অন্তত বিনা কারণে ,বিনা অত্যাচারে নিরীহ মানুষ হত্যা করতে আসবে না ।

পিস টিভি তথা জাকির নায়েককে খল নায়ক যারা বানিয়েছে তাদের ছুতা ছিল সে সন্ত্রাসবাদের উস্কানীদাতা । বাংলাদেশের ডেইলি স্টার তখন হয়ে গিয়েছিল > হিন্দুস্থান টাইমস , পীর+মাজারিরা হয়ে গিয়েছিল > শিবসেনা আর আমাদের ফোর্সেরা হয়ে গেল > ''র''।

ভারতীয় গোয়েন্দা সংস্থার তদন্তে জাকির নায়েক ক্লিন হিসেবে বের হয়ে আসলেন ।

যেসব পত্রিকা , ইলেকট্রনিক মিডিয়া , মাজার +পীর পূঁজারীরা এহেন আন্দোলন করেছিলেন , প্রচার চালিয়েছিলেন পিস টিভির এগেইনস্টে তাদের এখন নিজেদের ফেলে দেওয়া থুতু নিজেদেরই গেলার মত অবস্থা ।

বাংলাদেশে যদি কোন টিভি চ্যানেল বন্ধ করতে হয় তাহলে সবার আগেই আসে ভারতীয় সিরিয়াল সমৃদ্ধ চ্যানেলগুলো ।

এদের জন্য বাড়ির মা ঝিয়েরা বিপথে যাচ্ছে । ফলে পরিবার তথা সামাজিক জীবনে মারাত্মক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে । যে সব নোংরা প্রেম , পরকীয়া , খুন , ধর্ষন .. আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে তার মূলে আছে এসব ভারতীয় চ্যানেলের বিশাল অবদান ।

এগুলোর কু প্রভাব সম্পর্কে প্রতিটা পরিবারের প্রধানকে লিখতে বললে শত শত পাতা ভরে ফেলা যাবে ।

কিন্তু এসব চ্যানেল ব্যক্তিগত তথা পারিবারিক তথা সামাজিক - সর্বোপরি জাতি ও রাষ্ট্রের জন্য যে নেতিবাচক ভূমিকা রাখে তা জানা সত্ত্বেও কেউ এগুলো বন্ধের জন্য পিস টিভি বন্ধ করার মত তড়িৎ সিদ্ধান্ত নেয় না । অভিযোগ প্রমানিত হবার আগেই পিস টিভিকে নাই করে দেওয়া হল , ভারতীয় চ্যানেলগুলোর বিপক্ষে অভিযোগ তো দেড় দশক ধরেরই । তবুও নৈতিক চরিত্র ধ্বংসকারী এসব চ্যানেল বন্ধ করতে কোয়াব এগিয়ে আসে না বা সরকারও এতে গা করে না ।

তাছাড়া ভারতের এতগুলো চ্যানেল আমরা দেখাই , ভারত কি আমাদের চ্যানেল তাদের দেশে দেখায় ? এই পয়েন্টেও তো ভারতীয় চ্যানেল বন্ধ রাখা উচিত ছিল যদি সত্যিই আমাদের কোয়াবওয়ালাদের নেপালের মত গার্ডথস্‌ থাকতো ।

বাচ্চাদের ডোরেমন বন্ধ করে দিল , ম্যাক্সিমাম মুসলমান পুরুষদের পছন্দ পিস টিভিও বন্ধ । কিন্তু যাদের দায়িত্ব একটা পরিবারের গঠনে ভূমিকা রাখা , নিজ ও পরিবারকে সঠিক পথে চালিয়ে নেওয়া , যারা কি না একটা পরিবারে ভিত্তি গড়ে - সেই মা বোন বউদের মাথা নষ্ট করে দেবার চ্যানেল ঠিকই চালু রাখা আছে ।

সেটা বন্ধ করলে যদি এরা পারিবারিক অশান্তি আরও বাড়িয়ে দেয় !

অফিসের সারা দিন খাটুনীর পর (যেটা আসলেই সংসারের মূল চালিকা শক্তি জোগানেরই কাজ) বাড়ির মহিলাদের সঙ্গে ঝামেলায় যেতে চায় না পুরুষেরা । বাচ্চারাও হয় পড়তে বসে না গয় ল্যাপটপ/মোবাইলে গেমস্‌ খেলে । বাড়ির কাজ করে তো বান্ধা/ছুটা বুয়া (সেটাও স্বামীর টাকাতেই বেতন হয়) ।

এত রিলাক্সলি থাকলে সেই মাথাটাকে শয়তান তার কারখানাতে পরিনত করবেই ।

পরিবারের শান্তি থাকলে সমাজেও শান্তি থাকে । স্বামীরা স্ত্রীর কাছে যায় / ফিরে আসে শান্তির জন্যই । আর এই শান্তির বিপরীতে অশান্তি ডেকে আনার সব উপকরনই আছে ভারতীয় সিরিয়ালগুলোতে যেটা আমাদের নারীরা নাওয়া খাওয়া ভুলে দেখে ।

এটা আমার একটা বদ্ধমূল ধারনাই হয়ে গেছে যে : কারও বা কোন দেশ বা কোন সমাজের ক্ষতি করতে চাইলে শত্রুরা সেই সমাজের শক্ত জিনিসের দূর্বল জায়গাতে আঘাত করে । সেটা হল নারী ও শিশুরা ।

যেহেতু উভয় শ্রেনীই বোধ সম্পন্ন তাই তাদেরকেই এসবের ক্ষতিকর প্রভাব অনুধাবন করে সঠিক পথে চলা শিখতে হবে , আগ্রহ দেখাতে হবে ।

বিষয়: বিবিধ

১২৮১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374678
১৫ জুলাই ২০১৬ বিকাল ০৪:২৮
নাবিক লিখেছেন : ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করলে ডিশ ব্যবসার লাল বাত্তি জ্বলে যাবে, এইটা কোয়াব ভালোই বুঝে।

দেশে স্টার জলসা, জি বাংলা বন্ধ হলে আমাদের দেশের সিরিয়াল প্রেমি নারীগণ বৃহত্তর আন্দোলনের ডাক দিবার পারে। Big Grin
১৬ জুলাই ২০১৬ সকাল ০৯:১২
310856
হতভাগা লিখেছেন : মহিলারা পুরুষদের তুলনায় বেশী ইসলামবিমুখ এবং লাক্সারিপ্রেমী । ইসলাম লাক্সারী তথা চাকচিক্য তথা অনর্থক ব্যয়ের নিষেধ করে বিধায় মহিলারা গা ছাড়া ভাবে শরিয়তের বিধান পালন করে ।

সিরিয়াল , সিনেমা , নাচ , গান , কনসার্ট তাদেরকে যেরকম আকৃষ্ট করে পিস টিভি জাতীয় কিছু তাদেরকে মোটেও আকৃষ্ট করতে পারে না । কারণ এই টিভিতে তো তাকে শাড়ি , গহনা চিনাবে না ! আকৃষ্ট হলেই যে তাকে দুনিয়াবী চাকচিক্য ছাড়তে হবে !
374681
১৫ জুলাই ২০১৬ বিকাল ০৫:৫৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
১৬ জুলাই ২০১৬ সকাল ০৯:১৬
310857
হতভাগা লিখেছেন :
374688
১৫ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : এটা আমার একটা বদ্ধমূল ধারনাই হয়ে গেছে যে : কারও বা কোন দেশ বা কোন সমাজের ক্ষতি করতে চাইলে শত্রুরা সেই সমাজের শক্ত জিনিসের দূর্বল জায়গাতে আঘাত করে । সেটা হল নারী ও শিশুরা
মোক্ষম কথাটাই আমলে নিয়েছেন। এটা ভেবে ভাল লাগে যে, আপনি আঁচল ছেড়ে বাইরে আসা শুরু করেছেন। ধন্যবাদ।
১৬ জুলাই ২০১৬ সকাল ০৯:১৯
310858
হতভাগা লিখেছেন : পুরুষ মানুষদের অতি নারীমুখীতাই + নারীবাদীতাই সমাজে বিশৃঙ্খলতার জন্য দায়ী ।
374696
১৫ জুলাই ২০১৬ রাত ০৯:০৩
তট রেখা লিখেছেন : আপনি বুলস আই এ আঘাত করেছেন। এ ভাবেই হয়ত আমাদের জাতি হারিয়ে যাবে। আর নিজের হাতে অর্জিত বিপর্যয়ের চুড়ান্ত পরিণতির কথা একবারো মাথায় আসছেনা। আল্লাহ সুবহানুতাআ'লা পারবত্য চট্টগ্রামে যে ৯ মাত্রার ভুমিকম্পনের শক্তি সঞ্চয় করে রেখেছেন, আবার বিশেষজ্ঞদের মাধ্যমে জানিয়েও দিলেন, তবুও এরা নির্বিকার। কুরানে বর্ণিত ধ্বংস প্রাপ্ত জাতির কথায় এরা স্মরণ করিয়ে দেয়।
১৬ জুলাই ২০১৬ সকাল ০৯:২০
310859
হতভাগা লিখেছেন : ওরা হয়ত এরকম আশংকা করেই আগে ভাগে পুরো ডেকচির তলা কাচিয়ে নিচ্ছে । পরে সুযোগ তো আর আসবে না !
374718
১৬ জুলাই ২০১৬ রাত ০৩:২৫
কুয়েত থেকে লিখেছেন : ডেইলি স্টার তখন হয়ে গিয়েছিল হিন্দুস্থান টাইমস পীর+মাজারিরা হয়ে গিয়েছিল শিবসেনা আর আমাদের ফোর্সেরা হয়ে গেল 'র' আল্লাহ তার প্রিয় বান্দাকে কুচক্রীদের কূটচাল হতে রক্ষা করেছেন । আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ পিলাচ
১৬ জুলাই ২০১৬ সকাল ০৯:২১
310860
হতভাগা লিখেছেন : সূর্যের চেয়ে বালির তাপ বেশীই হয়
০৩ আগস্ট ২০১৬ রাত ০৮:৫৫
311626
কুয়েত থেকে লিখেছেন : সূর্যের চেয়ে বালির তাপ বেশী..?
374739
১৬ জুলাই ২০১৬ দুপুর ০৩:২২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ডাঃ জাকির নায়েক এর জনপ্রিয়তা এবার আরো বাড়বে। আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তম কৌশলী।
১৬ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৯
310872
হতভাগা লিখেছেন : উনি নাকি হাসুবুর সরকারকে চ্যালেন্জ করেছেন ?

http://www.amardeshonline.com/pages/details/2016/07/16/344437#.V4oJutJ96M8

এটা উনি মারাত্মক ভুল কাজ করলেন । বুজানের সরকার মদীনা সনদে দেশ চালাচ্ছে ।

হাসুবু একবার চেতলে কিন্তু উনার খবর আছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File