বিরক্তিকর , বিব্রতকর , পুরাই অস্থির+মাথা নষ্ট - দৈনন্দিন ঘটনা

লিখেছেন লিখেছেন হতভাগা ১৬ জুন, ২০১৬, ১২:৫১:০২ দুপুর

কিছু কিছু ঘটনা মানুষের জীবনে প্রায়শঃই ঘটে যেটা কি না সে অনুমান করতে পারে আগেভাগেই , বিরক্তিকরভাবে ।

১. অনেকক্ষণ ধরে আপনার বাসটি ট্রাফিক জ্যামে আটকে আছে । নেমে পড়বেন কি পড়বেন না - এই কনফিউশনে যখন নেমেই গেলেন ,দেখলেন যে বাস তখন চলা শুরু করে দিয়েছে , জ্যামও ছেড়ে দিয়েছে।

২. গতকাল বৃষ্টিতে ভিজে গেছেন ছাতা না নিয়ে যাওয়াতে । সপ্তাহ দুয়েক বৃষ্টির আশংকায় ছাতা নিয়ে যান ( ছাতা খুব কমন একটা জিনিস যা বহনকারী ভুলে রেখে আসে) , কিন্তু বৃষ্টির দেখা নেই ।

বৃষ্টি হচ্ছে না ভেবে যে দিন ছাতা ছাড়াই বের হলেন ঐ দিনই আবার প্রবল বৃষ্টির মুখে পড়লেন।

৩.স্কুলে পড়ার সময় - বৃষ্টির দিনে সহপাঠিরাও তেমন আসবে না , ক্লাস খুব একটা হবে না বুঝেও স্কুলে গেলেন । এছাড়াও উদ্দেশ্য স্যারদের নজর কাড়া ।

দেখলেন যে ঐ দিনই ম্যাক্সিমাম ছাত্র এসেছে এবং সব কটা ক্লাসই হয়েছে ।

৪. সাহরীর জন্য এলার্ম দিয়ে রেখেছেন । এলার্ম বেজে উঠলেও ঘুমের কারণে ৫ মিনিট পরে উঠবেন হিসেব করে আবারও ঘুমিয়ে গেলেন । উঠে দেখলেন যে তখন সকাল হয়ে গেছে ।

৫. শুর্ক -শনিবার ছুটি থাকে বিধায় রাস্তায় জ্যাম কম হবে । পরিবার পরিজন নিয়ে বের হয়ে দেখলেন যে রাস্তায় প্রচুর জ্যাম।

৬. সিটে বসে যাবেন বলে ট্রেন ধরলেন না , ভাবলেন পরেরটাতে সিট নিয়ে যাব। পরেরটা এল এক ঘন্টা পর। দাঁড়ানোরও জায়গা নেই । অফিসেও লেট হয়ে গেল ।

৭. হরতাল বা অবরোধ চলছে । রাস্তা ফাঁকা । ৬ টায় অফিস থেকে বের হয়ে ভাবলেন যে রাস্তা ফাঁকাই পাব , গাড়িও টেনে যাবে । গাড়িতে উঠার পরই দেখলেন যে গাড়ি সব স্টপেজেই থামছে , প্যাসেন্জার না থাকা সত্ত্বেও হাঁকাহাঁকি করছে ।

৮. ট্রেন মিস হয়ে যাবে ভেবে সকাল সকাল স্টেশনে গেলেন । দেখা গেল ট্রেন আসেইনি তখনও ।

আবার যেদিন আপনি দেরিতে বের হবেন সেদিন দেখবেন ট্রেন একেবারে জাস্ট টাইম মেইনটেইন করেছে।

৯. পরীক্ষার আগের দিন যে রচনাটি বাদ দিয়ে বাকীগুলো পড়েছিলেন , পরীক্ষার প্রশ্নে দেখা গেল যে শুধু ঐ রচনাটিই আপনার কমন পড়তো ।

১০. পরীক্ষা দেবার জন্য বাসা হতে তাড়াহুড়ো করে বের হয়ে বাসে উঠে পকেট হাতলিয়ে দেখলেন যে এডমিড কার্ডটি বাসায় ফেলে এসেছেন।

বিষয়: বিবিধ

১২৪৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372140
১৬ জুন ২০১৬ দুপুর ০১:০৮
আফরা লিখেছেন : একেবারেই ঠিক কথা এরকমটা যখন ঘটে তখন যেমন বিরক্তি লাগে , তেমনি বিব্রতকর ও ।
ধন্যবাদ ভাইয়া ।
১৬ জুন ২০১৬ দুপুর ০২:৩৭
308959
হতভাগা লিখেছেন : আপনারও নতুন কিছু এড করার থাকলে করতে পারেন।
372143
১৬ জুন ২০১৬ দুপুর ০১:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সবগুলো সবার সাথে মিলব না, কারণ আমি বাসার পাশে ( হেঁটে ১৫ মিনিট লাগে)অফিস হওয়ায় হেঁটে যাই।..
১৬ জুন ২০১৬ দুপুর ০১:৩০
308955
হতভাগা লিখেছেন : আপনি ভাগ্যবানদের মধ্যে পড়েন ।
১৬ জুন ২০১৬ দুপুর ০১:৩৪
308956
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঠিক আপনার বিপরীত?
১৬ জুন ২০১৬ দুপুর ০২:৪২
308961
হতভাগা লিখেছেন : আমার বাসা - অফিস = ২০ মাইল । মিনিমাম ২/২.৫ ঘন্টা আগে বের হতে হয় ।
২৮ জুন ২০১৬ দুপুর ০৩:২১
309944
কুয়েত থেকে লিখেছেন : সবার জন্যতো এক রকম হয়না। আমার অফিস আমার বাসা থেকে ৪৫ কি.মি. দূরে নিজেই নিজের গাড়িতে যাই ৩০মিনিট হাতে নিয়ে ঘর থেকে বের হই। আল্ হামদুলিল্লাহ
২৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৪
309964
হতভাগা লিখেছেন : কুয়েত আর বাংলাদেশের রাস্তাঘাটের মধ্যে তফাৎ আছে ভাই
372148
১৬ জুন ২০১৬ দুপুর ০২:৫৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : হতচ্ছাড়ারে, আসলেই এইসব মাথা নষ্ট করা ব্যাপার
১৬ জুন ২০১৬ দুপুর ০৩:১৮
308965
হতভাগা লিখেছেন : আপনার আয়োজনটাও তো মাশা আল্লাহ্‌ পুরাই অস্থির
372149
১৬ জুন ২০১৬ দুপুর ০২:৫৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমার বেদম মেডাম তুক্কু বেগম মেডাম খুব আগ্রহ ভরে আজ নতুন কিছু আইটেম তৈরী করেছে ইফতারীর জন্য। একটু আগে আমাকে ফোন করে নতুন আইটেম তৈরীর খবর দিলেন। আমি তার উত্তরে বললাম আজ বাসায় ইফতারী করার সম্ভাবনা নেই। অফিসেই ইফতারীর আয়োজন হচ্ছে। এ কথা শুনার সাথে সাথে হঠাৎ লাইন কেটে দিলেন! বুঝতে পারছি না হঠাৎ গ্যাঞ্জামটা কোথায় লাগলো?
১৬ জুন ২০১৬ দুপুর ০৩:১৭
308964
হতভাগা লিখেছেন : ৩.৩০ টা / ৪ টায় অফিসে শেষ হবার পরও আরও ৩/৩.৫ ঘন্টা আটকায়া রাখবার চায় ? ইফতার তো আমাদের এখানেও দিছে , আগে ভাগেই দিছে । সেইটা নিয়া বাসায় যাব - ইন শা আল্লাহ্‌ ।
372152
১৬ জুন ২০১৬ দুপুর ০৩:১৬
আবু জান্নাত লিখেছেন : এ ধরনের ভোগান্তি আমার জীবনেও অনেক হয়েছে।

প্রতিদিন ৯টায় অফিসে আসি, বস আসে ৯.৩০ প্লাস। কিন্তু আমি যে দিন ৫/১০ মিনিট পরে আসলাম, বস সেদিন ৯টায় উপস্থিত।

হা! হা!!

১৬ জুন ২০১৬ দুপুর ০৩:২১
308966
হতভাগা লিখেছেন : আপনাকে শো - কজ করে নাই ? না হলে উনার বস্‌গিরি থাকে কোথায় ?
372170
১৬ জুন ২০১৬ বিকাল ০৫:১১
জ্ঞানের কথা লিখেছেন : মা কে টাকা দিতে হবে, বউ বললো।
আপনি বেজায় খুশি, যাক এতদিন পরে লাইনে আসছে। পরে জানলেন আপনার মা না শাশুরি মা।
এই পয়েন্টি যোগ করেন।
১৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪৯
308997
হতভাগা লিখেছেন : শাশুড়ির জন্য বউ কখনও তার স্বামীর কাছ থেকে টাকা নেয় না । মা টাকা চাইলে সরাসরি ছেলেকেই বলে ।
বরং ছেলে মাকে টাকা দেয় কি না সেটার দিকে বউ তীক্ষ্ণ নজর রাখে ।
372201
১৬ জুন ২০১৬ রাত ০৮:৩৮
শেখের পোলা লিখেছেন : বাসায় গিয়ে এডমিট কার্ডটা আগে নিয়ে আসি তার পর ধন্যবাদ দেব। বাসায় গিয়ে আটকে গেলাম, ধন্যবাদ আর দেওয়া হল না।
১৬ জুন ২০১৬ রাত ০৯:২৬
309004
হতভাগা লিখেছেন : পরের বার এটেমপ্ট নিয়েন
373399
২৮ জুন ২০১৬ দুপুর ০৩:২৭
কুয়েত থেকে লিখেছেন : অনেক ভালো লাগলো লেখাটি অনেক অবিজ্ঞ লোকের গল্প আছে ৩০ বছর ধরে রুটি বানায় তার পরেও রুটি পুড়ে ফেলে অথচ ৩০ বছরের অবিজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে
২৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
309965
হতভাগা লিখেছেন : আত্মীয়ের বাড়ি যাচ্ছেন সিএনজি বেবিট্যাক্সি করে । ফল/মিষ্টি নিলেন । রাখলেন সিটের পিছনে । গন্তব্যে পৌছে ভাড়া মিটিয়ে দেবার সময় খেয়ালই হল না যে ফল/মিষ্টি পিছনে রেখেছেন ।
১৫ আগস্ট ২০১৬ দুপুর ০২:১৪
312016
কুয়েত থেকে লিখেছেন : হতভাগা জাতির কপালে যা হওয়ার তাই হলো ধন্যবাদ আপনাকে
373512
২৯ জুন ২০১৬ বিকাল ০৪:৫০
সত্যের বিজয় লিখেছেন : সবই তাকদীর। মেনে নিতে পারলে কল্যাণ
২৯ জুন ২০১৬ রাত ০৯:২৪
310018
হতভাগা লিখেছেন : ওসি মিজান তার পজিশন ধরে রাখতে এবং নেত্রীর মন পেতে হিন্দুদের পক্ষে অস্ত্র তুলে ধরেছেন
১০
374741
১৬ জুলাই ২০১৬ দুপুর ০৩:৩৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ১। বিয়ের দাওয়াতে স্যুট টাই পড়ে গেলেন। গিয়ে দেখেন এ গরমে স্যুট টাই কেউ পড়ে নি আপনি ছাড়া। বাকীরা পাজামা, পাঞ্জাবী বা শার্ট প্যান্ট পড়েই এসেছেন।
২। বৃষ্টিতে পুরনো জুতোজোড়াই ব্যবহার করেন। সকালে রোদ দেখে নতুন জুতো পড়ে বের হলেন। অফিসে পৌছার আগেই বৃষ্টি কাদায় নতুন জুতো মাখামাখি।
৩। সারাদিনে বউ একবারও ফোন করেনি বলে ভাবছেন এবার বউকে ফোন করে কষে একটা ঝাড়ি দিবেন। মোবাইল হাতে নিয়ে দেখেন আপনার মোবাইল সাইলেন্ট মোডে আছে, বউয়ের পাঁচটি মিসকল দেখাচ্ছে।
৪। ঈদে বউ এর জন্য দামী গিফট নিয়ে গিয়ে দেখেন আপনার ড্রয়ার হতে টাকা নিয়ে বউ আগেই শপিং করে এসেছে।
...........
১৬ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৩
310870
হতভাগা লিখেছেন : ১. বিয়েতে কোন ড্রেস কোড থাকে না বিধায় স্যুট-টাই বা পাণ্জাবী পড়ে গেলে সমস্যা হবার কথা না । রবং পান্জাবীওয়ালারাই আপনার স্যুট-টাই দেখে ইতস্তত বোধ করবে।

২. এখন থেকে অফিসের জন্য নতুন জুতা কিনে ড্রয়ারে রেখে দেবেন । অফিসে যাবেন পুরনো/প্লাস্টিকের জুতা পড়ে । অফিসে পৌছে ডেস্কে এসে নতুন জুতো পড়ে নেবেন। অফিস থেকে বের হবার সময় আবার পুরনো জুতা পড়ে নেবেন।

বাটার দোকানে রিসেন্টলি গিয়েছেন কি ?

৩. ঝাড়ি মারার একচ্ছত্র অধিকার বউদেরই । আপনি আমি শুধু মিন মিন করে ফোন না করার কারণ জানতে পারি। সেটা ফালতু কারণ হলেও Boss is always right হিসেবে মেনে নিতে হবে ।

আপনার বসের সাথে মিটিং এ ব্যস্ততাও আপনাকে ঝাড়ি খাওয়া থেকে রক্ষা করতে পারবে না ।

৪. শপিং এ নিশ্চয়ই উনি আপনার জন্যও দামী গিফট এনেছে । মানে কৈয়ের তেলে অন্তত কৈ ভেজেছে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File