বিরক্তিকর , বিব্রতকর , পুরাই অস্থির+মাথা নষ্ট - দৈনন্দিন ঘটনা
লিখেছেন লিখেছেন হতভাগা ১৬ জুন, ২০১৬, ১২:৫১:০২ দুপুর
কিছু কিছু ঘটনা মানুষের জীবনে প্রায়শঃই ঘটে যেটা কি না সে অনুমান করতে পারে আগেভাগেই , বিরক্তিকরভাবে ।
১. অনেকক্ষণ ধরে আপনার বাসটি ট্রাফিক জ্যামে আটকে আছে । নেমে পড়বেন কি পড়বেন না - এই কনফিউশনে যখন নেমেই গেলেন ,দেখলেন যে বাস তখন চলা শুরু করে দিয়েছে , জ্যামও ছেড়ে দিয়েছে।
২. গতকাল বৃষ্টিতে ভিজে গেছেন ছাতা না নিয়ে যাওয়াতে । সপ্তাহ দুয়েক বৃষ্টির আশংকায় ছাতা নিয়ে যান ( ছাতা খুব কমন একটা জিনিস যা বহনকারী ভুলে রেখে আসে) , কিন্তু বৃষ্টির দেখা নেই ।
বৃষ্টি হচ্ছে না ভেবে যে দিন ছাতা ছাড়াই বের হলেন ঐ দিনই আবার প্রবল বৃষ্টির মুখে পড়লেন।
৩.স্কুলে পড়ার সময় - বৃষ্টির দিনে সহপাঠিরাও তেমন আসবে না , ক্লাস খুব একটা হবে না বুঝেও স্কুলে গেলেন । এছাড়াও উদ্দেশ্য স্যারদের নজর কাড়া ।
দেখলেন যে ঐ দিনই ম্যাক্সিমাম ছাত্র এসেছে এবং সব কটা ক্লাসই হয়েছে ।
৪. সাহরীর জন্য এলার্ম দিয়ে রেখেছেন । এলার্ম বেজে উঠলেও ঘুমের কারণে ৫ মিনিট পরে উঠবেন হিসেব করে আবারও ঘুমিয়ে গেলেন । উঠে দেখলেন যে তখন সকাল হয়ে গেছে ।
৫. শুর্ক -শনিবার ছুটি থাকে বিধায় রাস্তায় জ্যাম কম হবে । পরিবার পরিজন নিয়ে বের হয়ে দেখলেন যে রাস্তায় প্রচুর জ্যাম।
৬. সিটে বসে যাবেন বলে ট্রেন ধরলেন না , ভাবলেন পরেরটাতে সিট নিয়ে যাব। পরেরটা এল এক ঘন্টা পর। দাঁড়ানোরও জায়গা নেই । অফিসেও লেট হয়ে গেল ।
৭. হরতাল বা অবরোধ চলছে । রাস্তা ফাঁকা । ৬ টায় অফিস থেকে বের হয়ে ভাবলেন যে রাস্তা ফাঁকাই পাব , গাড়িও টেনে যাবে । গাড়িতে উঠার পরই দেখলেন যে গাড়ি সব স্টপেজেই থামছে , প্যাসেন্জার না থাকা সত্ত্বেও হাঁকাহাঁকি করছে ।
৮. ট্রেন মিস হয়ে যাবে ভেবে সকাল সকাল স্টেশনে গেলেন । দেখা গেল ট্রেন আসেইনি তখনও ।
আবার যেদিন আপনি দেরিতে বের হবেন সেদিন দেখবেন ট্রেন একেবারে জাস্ট টাইম মেইনটেইন করেছে।
৯. পরীক্ষার আগের দিন যে রচনাটি বাদ দিয়ে বাকীগুলো পড়েছিলেন , পরীক্ষার প্রশ্নে দেখা গেল যে শুধু ঐ রচনাটিই আপনার কমন পড়তো ।
১০. পরীক্ষা দেবার জন্য বাসা হতে তাড়াহুড়ো করে বের হয়ে বাসে উঠে পকেট হাতলিয়ে দেখলেন যে এডমিড কার্ডটি বাসায় ফেলে এসেছেন।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
প্রতিদিন ৯টায় অফিসে আসি, বস আসে ৯.৩০ প্লাস। কিন্তু আমি যে দিন ৫/১০ মিনিট পরে আসলাম, বস সেদিন ৯টায় উপস্থিত।
হা! হা!!
আপনি বেজায় খুশি, যাক এতদিন পরে লাইনে আসছে। পরে জানলেন আপনার মা না শাশুরি মা।
এই পয়েন্টি যোগ করেন।
বরং ছেলে মাকে টাকা দেয় কি না সেটার দিকে বউ তীক্ষ্ণ নজর রাখে ।
২। বৃষ্টিতে পুরনো জুতোজোড়াই ব্যবহার করেন। সকালে রোদ দেখে নতুন জুতো পড়ে বের হলেন। অফিসে পৌছার আগেই বৃষ্টি কাদায় নতুন জুতো মাখামাখি।
৩। সারাদিনে বউ একবারও ফোন করেনি বলে ভাবছেন এবার বউকে ফোন করে কষে একটা ঝাড়ি দিবেন। মোবাইল হাতে নিয়ে দেখেন আপনার মোবাইল সাইলেন্ট মোডে আছে, বউয়ের পাঁচটি মিসকল দেখাচ্ছে।
৪। ঈদে বউ এর জন্য দামী গিফট নিয়ে গিয়ে দেখেন আপনার ড্রয়ার হতে টাকা নিয়ে বউ আগেই শপিং করে এসেছে।
...........
২. এখন থেকে অফিসের জন্য নতুন জুতা কিনে ড্রয়ারে রেখে দেবেন । অফিসে যাবেন পুরনো/প্লাস্টিকের জুতা পড়ে । অফিসে পৌছে ডেস্কে এসে নতুন জুতো পড়ে নেবেন। অফিস থেকে বের হবার সময় আবার পুরনো জুতা পড়ে নেবেন।
বাটার দোকানে রিসেন্টলি গিয়েছেন কি ?
৩. ঝাড়ি মারার একচ্ছত্র অধিকার বউদেরই । আপনি আমি শুধু মিন মিন করে ফোন না করার কারণ জানতে পারি। সেটা ফালতু কারণ হলেও Boss is always right হিসেবে মেনে নিতে হবে ।
আপনার বসের সাথে মিটিং এ ব্যস্ততাও আপনাকে ঝাড়ি খাওয়া থেকে রক্ষা করতে পারবে না ।
৪. শপিং এ নিশ্চয়ই উনি আপনার জন্যও দামী গিফট এনেছে । মানে কৈয়ের তেলে অন্তত কৈ ভেজেছে ?
মন্তব্য করতে লগইন করুন