হতভাগার জিজ্ঞাসা ৯

লিখেছেন লিখেছেন হতভাগা ০১ জুন, ২০১৬, ১০:৩৬:১৬ সকাল

১. ক্বুরআন শরীফ ডাউন লোড করে তা মোবাইলের স্ক্রীনে পড়াটা কি সঠিক ? ইদানিং বাসে/ট্রেনে চলাচলের সময় এরকম দেখা যায় ।

২. জামায়াতে নামাজ পড়া হচ্ছে , এসময়ে কি আরেকটি জামায়াত শুরু করা যায় ?

৩. যাকাতের টাকা কি মাসজিদ এর উন্নয়নে দান করা যায় ?

৪. বিয়ের পর স্বামীর বাড়িতেই চলে যাবার নিয়ম স্ত্রীদের । এক্ষেত্রে যদি স্ত্রী ঝামেলা পাকায় আর স্বামীও যদি ঘর জামাই না হতে চায় - তাহলে কি করনীয় ?

৫. স্বামী ও স্ত্রী উভয়েই চাকরি করে । সংসার চালানোর জন্য কি উভয়েই টাকা ঢালবে , নাকি স্বামীকেই ঢালতে হবে ?

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370591
০১ জুন ২০১৬ সকাল ১০:৫৫
প্রেসিডেন্ট লিখেছেন : ১। মুফতী ইব্রাহীম, আবদুস শহীদ নাসিম আরো বেশ কিছু খ্যাতনামা আলেম এটিকে উৎসাহিত করেছেন এবং এর পক্ষে জোরালো যুক্তি প্রমাণ দিয়েছেন। এছাড়া কমনসেন্সও তাই বলে। কুরআনচর্চা হচ্ছে, জ্ঞান আহরণ হচ্ছে এটা অবশ্যই ভাল বিষয়।

৩। যাকাতের টাকা মসজিদের উন্নয়নে দান করা যাবে না বলে বেশিরভাগ আলেম উলামার অভিমত। (সূরা তাওবার ৬০ নং আয়াত অনুযায়ী ৮ খাতে যাকাতের টাকা দেয়া যাবে)।

৫। বিষয়টি পারস্পরিক বোঝাপড়ার ব্যাপার। শিক্ষক আর ডাক্তার এসব পেশায় মেয়েদের বেশি বেশি আসা উচিত। সংসারে অস্বচ্ছলতার জন্য যদি স্ত্রীকে চাকুরী করতে হয় তখন স্ত্রীর উচিত সংসারে কন্ট্রিবিউট করা। কারণ এটাই ইনসাফ। যেহেতু স্বামীর একার পক্ষে সংসার চালানো কঠিন বলেই স্ত্রীকে চাকুরী করতে হচ্ছে। আর যদি সংসার স্বচ্ছল থাকা সত্ত্বেও স্ত্রী চাকুরী করে তখন স্ত্রী হতে স্বামী টাকা নিতে চাইলে সংসারে অশান্তি হতে পারে। আমি ব্যক্তিগতভাবে বউ হতে টাকা নিই না। উল্টো অনেক দিতে হয়। তার চাকুরী যেহেতু মাস্টারী সেহেতু নিষেধও করি না। কারণ আমি মনে করি, একজন মহিলা মাস্টার মানে একজন সম্ভাব্য পরিমল হতে ছাত্রীদের রেহাই পাওয়া। Worried Worried
০১ জুন ২০১৬ দুপুর ১২:৪৩
307500
হতভাগা লিখেছেন : ১. তাহলে ক্বুরআনের যেই বইটা তাকে ছিল সেটাতে ধুলোর পরত আরও পুরু হবে ।

৫. স্বামীর সংসারের হেফাজত করা আল্লাহর হেফাজতের মাধ্যমে স্ত্রীদের উপর কর্তব্য । এর পরেও কি চাকুরি করতে চাইলে সেটা প্রাধান্য পাবে যদি স্বামী ক্যাপাবেল থাকে ?

আর সংসার যদি স্বামীর একার হয় এবং সে যদি এতটা উদার না হয়ে দাবী করে যে , চাকরি করলে যেহেতু তার সংসারের হেফাজতে কিছুটা হলেও ছেদ পড়বে সেহেতু সেটা আর্থিকভাবে কনট্রিবিউট করে মেকআপ করা উচিত ।

একজন স্ত্রী কি তার স্বামীকে আরেকটা বিয়ে করতে এবং সেই নতুন সতীনকে তার স্বামী বেশী বেশী সময় ও ভরণপোষন দিক - এটা বরদাস্ত করবে ?

বউ চাকরি করার পরও যদি টাকা দিতে হয় বউকে তাহলে এরকম চাকরি করার কি দরকার আছে ? এখানে নিজের সংসারেরও দেখভাল হচ্ছে না , আবার বোঝার উপর শাকের আঁটি এসে পড়ছে ?

চাকরিতে যে সিনসিয়ারভাবে সময় দিতে হয় এটা যে মেয়েরা জানে সে কি জানে না যে সংসারটা এর চেয়েও বেশী কমিটমেন্টের জায়গা ?

মহিলারা মাস্টার হলে পরিমলেরা আরও জোশ পায় , কারণ ভিকারুন্নেসাতে সে সময়ে একজন মহিলাই প্রিন্সিপাল ছিলেন ।

গত দুই যুগ ধরে বাংলাদেশ নারীদের হাতে এবং এসময়ে বাংলাদেশ দূর্নীতিতে পর পর ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ।
০২ জুন ২০১৬ সকাল ১০:২৮
307610
প্রেসিডেন্ট লিখেছেন : তাকে রক্ষিত কুরআনটি সবসময় ক্যারি করা কি সহজ? সহজে বহনযোগ্য ডিভাইসে কেউ যদি কুরআন পড়ে-গাড়িতে বসে, অফিসে বসে তাহলে তার মাঝে আল্লাহভীতি বাড়বে বৈ কমবে না।
০২ জুন ২০১৬ বিকাল ০৪:৩৩
307638
হতভাগা লিখেছেন : ভ্রমনের সময় যে ক্বুরআন পড়তে হবে এমন নয় । আল্লাহর জিকির তো করা যায় সে সময়ে যেটার জন্য ক্বুরআন শরীফ লাগে না।
370592
০১ জুন ২০১৬ সকাল ১১:০৮
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ১। বেঠিক হওয়ার কারণ জানিনা।
২। অবশ্যয় না
৩। যাবেনা, সুরা তাওবার ৬০নং আয়াতে উল্লেখিত ৮খাতের বাইরে খরচের সুযোগ নেই।
৪। জানিনা.
৫। পরিবারের জন্য খরচের দায়িত্ব স্বামীর স্ত্রী করতে বাধ্য কিনা জানার অপেক্ষায় রইলাম।
০১ জুন ২০১৬ দুপুর ১২:৪৬
307501
হতভাগা লিখেছেন : ১. ক্বুরআন পড়তে গেলে যে অজু করে সেটা ধরতে হয় এবং পড়তে হয় - সেই আদবটা এখন বিলুপ্ত হতে থাকবে । যেই মোবাইলে তেলাওয়াত শুনে/করে সেটাতে আবার হিন্দি গানও শুনে --- ব্যাপারটা কেমন খটকা লাগে।

৫. স্ত্রীর চাকরি করা কি স্বামীর অনুমতির দাবী রাখে ?
370623
০১ জুন ২০১৬ বিকাল ০৫:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

জবাব লেখার আগে যা জানা খুবই গুরুত্বপূর্ণ
>এসব প্রশ্নের জবাব কাদের জন্য???
১)যাঁরা নিজের মনের(নাফসের) ইচ্ছেটা দ্বীনের চাদরে আড়াল করে রাখতে চান!
২)যাঁরা নিজের কর্তব্য উপেক্ষা করে অধিকারটা আগে বুঝে নিতে চান!
৩)যাঁরা পরকালীন হিসাবের ভয়ে কাতর হয়ে আল্লাহর সন্তুষ্টি তালাশে তৎপর!
At Wits' End At Wits' End At Wits' End
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
০২ জুন ২০১৬ সকাল ০৮:১৬
307599
হতভাগা লিখেছেন : ওয়ালাইকুম আস্‌সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

জবাবটা সব ধরনের নফসের জন্য , যে যেভাবে গ্রহণ করে নিজ স্বভাবমত কাজে পরিনত করে । সে অনুযায়ী ফলাফলও ভোগ করবে ।
370836
০২ জুন ২০১৬ রাত ০৯:৫২
আফরা লিখেছেন : আমি ছোট মানুষ কোরআন ,হাদীসের এলেম ও তেমন নেই । তাই আমি শুধু আপনার প্রশ্ন গুলো থেকে উত্তর গুলো জানার চেষ্ঠা করি ।

তবে ১ নং প্রশ্নের জবাবে আমি এটুকু মনে করি এটা আসলে ঠিক না কারন কোরান তেলায়াতের সময় যেমন মনোযোগ দিয়ে করতে হয় ও কোরআনের একটা আদব ও আছে তেমনি শুনার সময় ও । কিন্তু বাসে/ট্রেনে চলাচলের সময় এটা হয় না ।

আর ৫ নাম্নারে বলব আরে ভাইয়া মেয়েরা চাকরী করে যে পয়সা পায় সেটা তার কসমেটিক আর পোশাক-আশাক কিনতেই শেষ সংসারে আবার কি দিবে ।তবে সবার না । তবে এটা ও ভাল না হলে তো এটাও স্বামীকে দিতে হত ।

তবে ইউরোপে সংসারে সমান সমান খরচ করবে স্বামী ও স্ত্রী এমন কি বাচ্চার যে ট্রলি সেটা ও একদিন স্ত্রী ঠেলবে একদিন স্বামী ।

ধন্যবাদ
০৫ জুন ২০১৬ সকাল ০৮:৫৫
307874
হতভাগা লিখেছেন : তবে এটা ও ভাল না হলে তো এটাও স্বামীকে দিতে হত ।

০ বিয়েও অনেকটা চাকুরীর মত যেটা Employer ও employee এর মধ্যে হয়ে থাকে ।

প্রতিষ্ঠানের প্রাইম টাইমে আপনি কি আরেকটি প্রতিষ্ঠানে পাশাপাশি চাকরি করতে পারবেন ?

একজন স্ত্রী কি তার স্বামীকে আরেকটা বিয়ে করতে এবং সেই নতুন সতীনকে তার স্বামী বেশী বেশী সময় ও ভরণপোষন দিক - এটা বরদাস্ত করবে ?

370885
০৩ জুন ২০১৬ সকাল ১১:৪৯
দ্য স্লেভ লিখেছেন : ট্রেনে ,বাসে যদি কুরআন তিলাওয়াতের পরিবেশ থাকে তবে তা করবে। আর নইলে এর তরজমা,তাফসীর পড়বে। বা কুরআনের জ্ঞান আহরন করবে। সকলের ভেতর কুরআন খুলে পড়লে রিয়া হওয়ার সম্ভাবনাও থাকে। একাগ্রতায় ঘাটতিও হতে পারে। এটা অবশ্য ব্যক্তিগত বিষয়। ব্যক্তি এটাকে সিলেক্ট করবে..তার যদি ভালো লাগে
০৫ জুন ২০১৬ সকাল ০৮:৫৮
307875
হতভাগা লিখেছেন : ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রিয়া হয়ে থাকে । যাতায়াতের সময় একজনকে দেখেছি মোবাইলে ক্বুরআন পড়তে , আরেকজনকে দেখেছি Candy Crash খেলতে । পরে উনিও কিছুক্ষণ পর Candy Crash খেলা শুরু করে দিয়েছেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File