আদিবাসী মানেই নিরীহ যুবক নয় !
লিখেছেন লিখেছেন হতভাগা ১৭ আগস্ট, ২০১৫, ০৪:৩৬:৪২ বিকাল
এটা হল গতকালের সংবাদে যে প্রতিবাদ এসেছিল তার বিপরীতে প্রথম আলোর কৈফিয়ত ।
তারা হেডলাইনে আদিবাসী লিখেছিল যেটার মানে তারা বলতে চেয়েছে যে আদিবাসী মানেই নিরীহ যুবক নয় ।
আমরা সবাই জানি যে আদিবাসী বলা হয় উপজাতিদেরকে তাদেরকে ফেভার দেবার একটা প্লট তৈরি করার জন্য ।
মানুষ খবরের পাতার হেড লাইন যতটা দেখে ভেতরে ততটা যায় না । এটাকেই কাজে লাগিয়েছে প্রথম আলো । মানুষের কাছে এসব দেশদ্রোহী সন্ত্রাসীদেরকে আদিবাসী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য সিমপ্যাথী দেখাবার প্লট বানিয়ে দিয়েছে ।
ভেতরের পাতায় তাদেরকে আর আদিবাসী বলা হয় নি , সন্ত্রাসীই বলা হয়েছে ।
কিন্তু কাজের কাজটা করে ফেলেছে প্রথম পাতায় আদিবাসী বলে ।
এখানে তাদের আদিবাসী না বলে পার্বত্য সন্ত্রাসী / দেশদ্রোহী বললে ভাল করতো প্রথম আলো ।
দেশদ্রোহীদের আদিবাসী হিসেবে পরিচয় দেওয়ায় দেশবাসীকে এই পত্রিকার দূরাভিসন্ধি নিয়ে ভাবতে হবে ।
http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-08-16/1
বিষয়: বিবিধ
১৪২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-অপেক্ষা শুধু ঈমান নিয়ে মৃত্যুর জন্য।
রাইট, ওরা আদিবাসি না পার্বত্য সন্ত্রাসী।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন