আদিবাসী মানেই নিরীহ যুবক নয় !

লিখেছেন লিখেছেন হতভাগা ১৭ আগস্ট, ২০১৫, ০৪:৩৬:৪২ বিকাল



এটা হল গতকালের সংবাদে যে প্রতিবাদ এসেছিল তার বিপরীতে প্রথম আলোর কৈফিয়ত ।

তারা হেডলাইনে আদিবাসী লিখেছিল যেটার মানে তারা বলতে চেয়েছে যে আদিবাসী মানেই নিরীহ যুবক নয় ।

আমরা সবাই জানি যে আদিবাসী বলা হয় উপজাতিদেরকে তাদেরকে ফেভার দেবার একটা প্লট তৈরি করার জন্য ।



মানুষ খবরের পাতার হেড লাইন যতটা দেখে ভেতরে ততটা যায় না । এটাকেই কাজে লাগিয়েছে প্রথম আলো । মানুষের কাছে এসব দেশদ্রোহী সন্ত্রাসীদেরকে আদিবাসী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য সিমপ্যাথী দেখাবার প্লট বানিয়ে দিয়েছে ।

ভেতরের পাতায় তাদেরকে আর আদিবাসী বলা হয় নি , সন্ত্রাসীই বলা হয়েছে ।



কিন্তু কাজের কাজটা করে ফেলেছে প্রথম পাতায় আদিবাসী বলে ।

এখানে তাদের আদিবাসী না বলে পার্বত্য সন্ত্রাসী / দেশদ্রোহী বললে ভাল করতো প্রথম আলো ।

দেশদ্রোহীদের আদিবাসী হিসেবে পরিচয় দেওয়ায় দেশবাসীকে এই পত্রিকার দূরাভিসন্ধি নিয়ে ভাবতে হবে ।

http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-08-16/1

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336447
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৪
নাবিক লিখেছেন : এই প্রথমআলোকে ব্যান করার সময় এসে গেছে। but হাম্বালীগ কি সেটা করবে?
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৭
278309
হতভাগা লিখেছেন : ব্যান করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না । বরং এখন থেকে প্রথম আলোর খবর আরও বেশী খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে । বুঝার চেষ্টা করতে হবে শত্রুর স্ট্র‍্যাটেজী ।
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
278313
নাবিক লিখেছেন : হুম এইটা বেশি ভালো। ধন্যবাদ।
336485
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:১৫
প্রক্সিমা লিখেছেন : প্রথম আলো ইসলাম ও দেশদ্রোহী পত্রিকা এতে কোন সন্দেহ নাই ।
১৭ আগস্ট ২০১৫ রাত ০৯:০৭
278348
হতভাগা লিখেছেন : তবুও ম্যাক্সিমাম মানুষই প্রথম আলোর তালে নাঁচে
336499
১৭ আগস্ট ২০১৫ রাত ০৯:১৫
নারী লিখেছেন : ভন্ড প্রথম আলো
১৭ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৮
278354
হতভাগা লিখেছেন : শোনা যায় যে বাংলাদেশে যেসব কূটর্নীতিবিদেরা আসে তারা খুব আগ্রহ সহকারে পার্বত্য জেলা সফরে যায়। খ্রীস্টান মিশনারীজ সেখানে কাজ করছে উপজাতিদের টাকার বিনিময়ে খৃস্টান বানানোর জন্য । অদূর ভবিষ্যতে তাদেরকে দিয়ে বিদ্রোহ করিয়ে সুদানের মত কাহিনী করানোর বিষয়টি প্রক্রিয়াধীন।
336624
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:০১
জ্ঞানের কথা লিখেছেন : কিয়ামতের আগে লেখালেখি বেড়েযাবে। সত্যকে মিথ্যা বলা হবে মিথ্যাকে সত্য। এগুলো দেখি সবই সেদিকেই ইংগিত করে!

-অপেক্ষা শুধু ঈমান নিয়ে মৃত্যুর জন্য।
336691
১৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এখানে তাদের আদিবাসী না বলে পার্বত্য সন্ত্রাসী....
রাইট, ওরা আদিবাসি না পার্বত্য সন্ত্রাসী।
ধন্যবাদ।
337526
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৯
হলুদ রঙ মেঘ লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File