বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ - কুইজ
লিখেছেন লিখেছেন হতভাগা ০৮ এপ্রিল, ২০১৫, ০৩:১৭:৫৭ দুপুর
বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়েছে আজ ১০ দিন । বিগত দেড় মাসের খেলায় যেসব পারফরমেন্স হয়েছে সেগুলো থেকে কিছু কুইজ নিয়ে এসেছি বরাবরের মতই ।
চেষ্টা করে দেখতে পারেন ।
১. এবারের বিশ্বকাপে হ্যাটট্রিক করেন কোন বোলার ?
ক. লাসিথ মালিঙ্গা খ. স্টিফেন ফিন গ. টিম সাউথি ঘ. মিচেল মার্শ
২. এদের মধ্যে কোন ব্যাটস্ম্যান শতক হাঁকাতে পারেন নি ?
ক. জেপি ডুমিনি খ. সরফরাজ গ. সুরেশ রাইনা ঘ. ব্র্যান্ডান ম্যাককালাম
৩. এক ম্যাচে সবচেয়ে বেশী উইকেট নিয়েছেন কোন বোলার ?
ক. টিম সাউথি খ. মিচেল স্টার্ক গ. ট্রেন্ট বোল্ট ঘ. সোহেল খান
৪. বাংলাদেশের কোন বোলার এক ম্যাচে সবচেয়ে বেশী উইকেট নিয়েছেন ?
ক. রুবেল হোসেন খ. মাশরাফি বিন মুর্তজা গ. তাসকিন আহমেদ ঘ. সাকিব আল হাসান
৫. স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে বাংলাদেশের কোন খেলোয়ার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিল ?
ক. তামিম খ. মুশফিক গ. সাকিব ঘ. মাহমুদুল্লাহ
৬. এক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন কোন ব্যাটস্ম্যান ?
ক. মার্টিন গাপটিল খ. ক্রিস গেইল গ. ডেভিড ওয়ার্নার ঘ. এবি ডি ভিলিয়ার্স
৭. এক ম্যাচে দলীয় সর্বোচ্চ রান করে কোন দল ?
ক. অস্ট্রেলিয়া খ. সাউথ আফ্রিকা গ. নিউজিল্যান্ড ঘ. ওয়েস্ট ইন্ডিজ
৮. কোন ব্যাটস্ম্যান পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশী রান করেছেন ?
ক. কুমার সাঙ্গাকারা খ. মার্টিন গাপটিল গ. এবি ডি ভিলিয়ার্স ঘ. শিখর ধাওয়ান
৯. সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কোন বোলার ?
ক. ট্রেন্ট বোল্ট খ. মিচেল স্টার্ক গ. মিচেল জনসন ঘ. টিম সাউথি
১০. ম্যান অব দ্যা ফাইনাল হন কোন খেলোয়াড় ?
ক. মাইকেল ক্লার্ক খ. মিচেল জনসন গ. জেমস্ ফকনার ঘ. স্টিভেন স্মিথ
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২.গ. সুরেশ রাইনা
৩.ক. টিম সাউথি
৪. ক. রুবেল হোসেন
৫. ঘ. মাহমুদুল্লাহ
৬. ক. মার্টিন গাপটিল
৭. ক. অস্ট্রেলিয়া
৮. খ. মার্টিন গাপটিল
৯. ঘ. টিম সাউথি
১০ গ. জেমস্ ফকনার
৪টা হয় নাই , ১০ এ ৬ ।
মন্তব্য করতে লগইন করুন