পারবে কি বাংলাদেশ ?
লিখেছেন লিখেছেন হতভাগা ১৯ মার্চ, ২০১৫, ০২:০৯:৪৩ দুপুর
প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ৩০২/৬ ।
যেভাবে শুরু হয়েছিল মনে হয় রানটা একটু বেশীই হয়ে গেছে । আশা করেছিলাম ২৮ ওভারে যখন ৩ উইকেটে ১১৬/১১৭ , তখন হয়ত ২৬০-২৭০ তে আটকে রাখা যাবে । রান ৩০০তে যাওয়ার জন্য আম্পায়রদের অবদানও আছে ।
ভারত ৩ মোড়লের এক মোড়ল বলেই হয়ত আম্পায়াররা ভারতের প্রতি সদয় আছে । তার ওপর বাংলাদেশ আরেক মোড়ল ইংল্যান্ডকে বের করে দিয়েছে গ্রুপ পর্বে । আইসিসি বোধগম্য ভাবেই বাংলাদেশের উপর চরম ক্ষ্যাপ্পা থাকবে ।
টেস্ট অভিষেকের শুরুতে বাংলাদেশকে প্রায়ই বাজে ও পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের বলি হতে হত । কিছুদিন এটা বন্ধ থাকলেও আজকের ম্যাচ দিয়ে আবারও মনে হয় এটা শুরু হল।
বাংলাদেশকে ভারতের চেয়েও বড় প্রতিপক্ষ আম্পায়ারদের বিপক্ষেও খেলতে হবে ।
জিতলে তো আল'হামদুলিল্লাহ , হারলেও যেন বীরের লড়াই করেই হারে - ইন শা আল্লাহ ।
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটা বিষয় আমার বুঝে আসলো না।বাংলাদেশের কোন বোলারই স্লিপে কেন ফিল্ডার নিলো না? অথবা কাউকে স্লিপে ফিল্ডিং করতে দেখলাম না?
জিতলে তো আল'হামদুলিল্লাহ , হারলেও যেন বীরের লড়াই করেই হারে - ইন শা আল্লাহ ।
জিতলে তো আল'হামদুলিল্লাহ , হারলেও যেন বীরের লড়াই করেই হারে - ইন শা আল্লাহ
সহমত
খেলার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ্ ইনশাআল্লাহ শব্দগুলোর ব্যবহার কেমন জানি আবেগের বহিঃপ্রকাশ মনে হয়।
সাথে একটি প্রাণও ঝরে গেলো........!
বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে মৃত্যু
বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে নাটোরের লালপুরে উজির আলী (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। লালপুর উপজেলার কেশবপুর গ্রামের বখতিয়ার হোসেন জানান, তার বড় ভাই রাজমিস্ত্রি উজির আলী অনেকের মতোই গতকাল সারা দিন বাড়ি বসে ভারতের সাথে বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলা দেখছিলেন। খেলায় বাংলাদেশ দলের পরাজয় অনুমান করতে পেরে তিনি অস্থির হয়ে পড়েন। খেলা শেষে বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে বুক চেপে ধরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এ ঘটনায় বাড়ির লোকজন তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উজির আলীকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সূত্র নয়াদিগন্ত অনলাইন
শুধু একটিই দরকার দুইটির প্রয়োজন নেই।
সেখানে তিনতিনটা চুরি!
এক ইনজামাম সম্পূর্ণ টেস্ট জিতিয়েছে পাকিস্তানকে বাংলাদেশের বিরুদ্ধে।
ক্যাচ মিস ম্যাচ মিস।
ক্যাচ চুরি তো পুকুর চুরি।
সেটা হলে মানুষের মুখে হাসি ফুটবে।
মন্তব্য করতে লগইন করুন