এই মহিলার কি সমস্যা ?
লিখেছেন লিখেছেন হতভাগা ১২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:০৬:১৮ বিকাল
http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-02-12/1
গতকাল বাক প্রবাস ভাই এই ছবিকে নিয়ে একটা পদ্য লিখেছিলেন ।
আজকের প্রথম আলোর ফ্রন্ট পেজে আসে এই ছবি ।
পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে ঢামেক এর বার্ন ইউনিটে গিয়েছিলেন হাসিনা । দৃশ্যটি খুবই হৃদয় বিদারক ।
ছবি দেখতে গিয়ে একটা বিষয় খুব চোখে লেগেছে । এপ্রোন পড়া যে ডাক্তার হাসিনাকে এটেন্ড করছে তার বাম কাঁধের ঠিক ওপরে একজন মহিলার মুখ দেখা যাচ্ছে যার দুই গালে নাকে হলুদ কিছু লাহানো এবং কপালের ঠিক মাঝখানে লাল ও হলুদ রং লাগানো আছে ।
প্রশ্ন হল : এই মহিলাটি কি একই রকম রোগী ? তাহলে হলুদ ক্রিম যদি আয়োডিন ওয়েন্টমেন্ট হয়ে থাকে কপালের লাল রংটা কিসের ?
বিষয়: বিবিধ
১৪৮১ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক হাতে চশমা নিয়ে আর এক হাতে যিনি চোখ মুছছেন তার সমস্যা টা কি?
প্রতিটা স্বাস্থ্য কেন্দ্রে বার্ন ইউনিট গড়ে তুলতে হবে ।
পুরা দেশটাই সমস্যায় ভরপুর! ঐ মহিলার সমস্যা নিয়ে মাথা ঘামাতে মন চায় না!!
গভীর আবেগ দিয়ে অশ্রু-সজল নয়নে
বাক রুদ্ধ কণ্ঠে বললেন,আকরে ধরে আছি গদিটা
শুধু জনতার সেবা আর কল্যাণের কথাটা ভেবে!
বিরক্ত জনতা জনতা অবশেষে বলে উঠে সমস্বঃরে
উরে উরে “হ্যাঁ” –রে দূর হয়ে যা রে।
জন গন উনাকে > ২/৩ (৮৭% আসন)মেজরিটি দিয়েছে । এটার মানে বোঝেন তো ?
নিমতলীর ঘটনার কথা খেয়াল আছে ? ৩ কন্যার বিয়ে হাসুবুই দিয়েছিলেন ।
মন্তব্য করতে লগইন করুন