গুডলাক বাংলাদেশ , গুডলাক !
লিখেছেন লিখেছেন হতভাগা ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:২৯:২৮ বিকাল
আর মাত্র ৩ দিন পর শুরু হচ্ছে World Cup Cricket 2015 । ১১ তম বিশ্বকাপ এটা ।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে হবে খেলাগুলো । ১৪ ই ফেব্রুয়ারী ক্রাইস্টচার্চে শ্রী লংকা বনাম নিউজিল্যান্ডের মধ্যে দিয়ে শুরু হয়ে ২৯ শে মার্চ মেলবোর্নের ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট - প্রায় দেড় মাস ব্যাপী ।
১৪ টি দল ৭ টি দল করে মোট দুইগ্রুপে ভাগ হয়ে খেলবে । গ্রুপ পর্বে দুইগ্রুপ মিলে মোট ৪২ টি খেলা হবে । কোয়ার্টার ফাইনাল , সেমিফাইনাল ও ফাইনাল সহ মোটে খেলা ৪৯ টি । গ্রুপের চার শীর্ষ দল খেলবে কোয়ার্টার ফাইনালে যেটা বিশ্বকাপ ইতিহাসে ১৯৯৬ এ হয়েছিল ।
Pool A : বাংলাদেশ , অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড , শ্রী লংকা , ইংল্যান্ড , স্কটল্যান্ড ও আফগানিস্তান ।
Pool B : সাউথ আফ্রিকা , ওয়েস্ট ইন্ডিজ , ভারত , পাকিস্তান , জিম্বাবুয়ে , আয়ারল্যান্ড এবং ইউ.এ.ই. ।
http://www.bbc.com/sport/0/cricket/23501452
সম্ভাব্য শিরোপা প্রত্যাশী কারা ?
১. প্রথমেই যাকে গোনায় আনতে হবে সেই দল হল - নিউজিল্যান্ড । দলের প্রতিটা খেলোয়াড়ই আছে দূর্দান্ত ফর্মে । অধিনায়ক ম্যাককালাম নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে । নিজেদের মাঠ এবং তাদের জন্য একেবারে পারফেক্ট পরিস্থিতি । ১৯৯২ তেও তারা ভাল ফর্মে থেকে তুলনামূলকভাবে ভাঙ্গাচোরা পাকিস্তানের কাছে ২ বার হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ।
তবে এবার তারা খুবই শক্তিশালী দল । নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন না হওয়াটাই হবে আশ্চর্যজনক ব্যাপার ।
২. এরপর আসে সাউথ আফ্রিকার কথা । এরাও আছে দারুন ফর্মে । রিসেন্টলি বেশ কয়েকটি দূর্দান্ত পারফরমেন্স আছে তাদের । আমলা , ডিভিলিয়ার্স , ডুপ্লেসিস সহ অন্যান্য তরুন খেলোয়াররা ভালই খেলে যাচ্ছে ।
তবে , বিশ্বকাপের ইতিহাস সাউথ আফ্রিকার জন্য সুখকর নয় । তাদের চোকারস্ তকমাটা বিশ্বকাপেই বেশী চাউর হয়ে ওঠে। গতবার গ্রুপ ম্যাচে তাদের বিপক্ষে ইংল্যান্ড ১৭১ রান ডিফেন্ড করে ফেলে ।
এর পরেও বাকী অন্য দলগুলোর সাথে তাদের পার্থক্য বেশ ষ্পষ্ট ।
৩. অস্ট্রেলিয়াও খেলছে ঘরের মাঠে । তাদের প্লেয়াররাও ভাল । তবে এতটা কনভিন্সিং না যতটা রিকি পন্টিংয়ের ২০০৩ ও ২০০৭ এর অস্ট্রেলিয়া ছিল ।
তাদের দুর্বলতা হচ্ছে অনভিজ্ঞ বোলিং লাইন আপ । তারা যদি সামনে এগিয়ে যায় সেটা হবে ব্যাটস্ম্যানদের কল্যানে । ওদের ব্যাটিং লাইন আপ টূর্নামেন্টের অন্যতম সেরা ।
৪. ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন । ভারতের মূল শক্তি হল তাদের দীর্ঘ ব্যাটিং লাইন আপ এবং তারা চেজিংয়ে সেরা , বিশেষ করে কোহলি যদি ক্রিজে থাকে । আমার দেখা সেরা ব্যাটিং লাইন আপ এখনকার ভারত ।
তবে তাদের চিরকালের দূর্বলতা হল বোলিং , বিশেষ করে পেস এটাক । ইশান্তের চলে যাওয়াতে তারা আরও দূর্বল হয়ে গেল । অস্ট্রেলিয়া - নিউজিল্যান্ডে স্পিনের চেয়ে পেস বেশী কাজে লাগবে ।
বোলিং দূর্বলতা + ব্যাটিং গভীরতার কারণে ভারত চেজিং করতেই বেশী পছন্দ করে । গত ২০১৩ এ তারা অস্ট্রেলিয়ার ৩৫০+ রান অনায়াসে চেজ করেছিল ৯ উইকেট হাতে রেখেই !
এরা চারজন হল সম্ভাব্য কাপ জয়ী।
*************************************************************************************************
মুরালি , ভাস চলে যাবার ফলে শ্রী লংকা এখন আর কোন টাফ দল নয় । মাহেলা , সাঙ্গা , দিলশান ভাল করলেও তাদের অন্যান্যরা তেমন সাপোর্ট দিতে পারেনা ।
বোলিংয়ে এক মালিঙ্গা খুব একটা ফ্যাক্টর হতে পারবে বলে মনে হয় না , কারণ সে খেলা অনেক কমিয়ে দিয়েছে ।
পাকিস্তান টিম এখন আর ভীতি জাগানিয়া কোন দল নয় , বিশেষ করে তাদের প্রধান বোলার সাঈদ আজমল না খেলতে পারাতে। গোঁদের উপর বিষফোঁড়া হয়ে এসেছে হাফিজের ইনজুরি ।
গ্রুপে আফসেটের স্বীকার হওয়া দলের মধ্যে পাকিস্তান অন্যতম হতে পারে ।
ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড বেশ কয়েকবার ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হতে পারে নি । তাদের এখনকার দলটাও খুব একটা ইম্প্রেসিভ না । দলে পেসার আছে বলে বেশ দুর যেতে পারে । তবে শিরোপা তাদের অধরাই থেকে যাবার সম্ভাবনাই বেশী ।
ওয়েস্ট ইন্ডিজ টি ২০ ভাল খেললেও ওয়ান ডেতে তারা একেবারেই নিচের সারীর দল । তার ওপর ব্রাভো , পোলার্ড আর নারাইন না থাকাতে পাকিস্তানের মত এরাও নিজেদের গ্রুপে আপসেটের শিকার হবার সমূহ সম্ভাবনা আছে।
জিম্বাবুয়ে দলটা গড় পড়তা । এদেরকে নিয়ে খুব একটা হোপ কেউই কখনও করে না । এরাও আপসেটের শিকার হতে পারে ।
আয়ারল্যান্ড নিজেদের গ্রুপে আপসেট ঘটাতে পারে , এমনকি তারা যদি কোয়ার্টার ফাইনালেও যায় তাতেও খুব একটা অবাক হবার থাকবে না ।
ইউ.এ.ই. হল দুধ-ভাত । এদের সাথে রেকর্ড করবে বড় দলগুলো ।
আফগানিস্তান গ্রপে আফসেট ঘটিয়ে ফেলতে পারে এবং সেটার সম্ভাব্য শিকার বাংলাদেশ দল । স্কটল্যান্ড ছাড়া বাকী দলগুলো তাদের বিপক্ষে রেকর্ড করবে ।
স্কটল্যান্ড ইউ.এ.ই. এর মত এতটা দূর্বল দল নয় । তাদেরও সম্ভাব্য আপসেটের শিকার হতে পারে বাংলাদেশ ।
****************************************************************************************************
পুল বি থেকে দক্ষিন আফ্রিকা এবং ভারতের কোয়ার্টার ফাইনালে যাওয়া এক রকম নিশ্চিতই বলা যায় ।
ইউ.এ.ই. বাদে বাকি ৪ টা দলের মধ্যে হা্ডাহাড্ডি লড়াই হবে কোয়ার্টার ফাইনালে যাবার ।
পুল এ হতে বড় দলগুলোরই কোয়ার্টার ফাইনালে যাবার সম্ভাবনা বেশী ।
#####################################################################
আমাদের বাংলাদেশ দল পুল এ তে । আফগানিস্তান ও স্কটল্যান্ডকে যদি হারাতে পারে তাহলে বাকি ৪ ম্যাচের একটা জিতলেই হয়ে যায় ।
http://www.tsmplug.com/cricket/bangladesh-team-squad-icc-world-cup-2015/
একজন বাস্তববাদী সমর্থক হিসেবে আমি চাইবো বাংলাদেশ যাতে আফগানিস্তান ও স্কটল্যান্ড এর কাছে হোঁচট না খায় । বাকি ৪ ম্যাচের যে কোন এক ম্যাচ জিতলে তো খুবই ভাল , না হলেও কোন খারাপ লাগবে না । অনেক সময় ছোট দলগুলোর কাছে হেরে গেলে বড় দলের সাথে জেতাটা ফ্লুক বলে মনে করে বেশীর ভাগ লোক , যেটা ২০০৭ এ হয়েছিল ।
বাংলাদেশ দলের সবাইকে এমনভাবে খেলতে হবে যাতে ম্যাচে প্রত্যেকেরই কিছু না কিছু পজিটিভ কন্ট্রিবিউশন থাকে । তাহলে ম্যাচও বের হয়ে আসবে ।
আশা করছি এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল তাদের লাখো-কোটি দর্শক+সমর্থকদের হতাশ করবে না - ইন শা আল্লাহ ।
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/engine/match/656417.html
বৃষ্টি তো না , ওখানে তো সাইক্লোন চলছে !
খেলা না হলে সেটা বাংলাদেশের জন্য পজিটিভ ।
কিন্তু এসব মাঠে তো বাংলাদেশের খেলাই পড়ে না !
সকালে মেজাজটাই হট হইছিলো মাশরাফিকে ধুয়ে দিছিলো লোকজন!
যাক অবশেষে হতভাগা ভাইয়ার মনে আর কষ্ট রইলোনা।
গুডগুড গুড লাক
হতভাগা সুভাগ
মন্তব্য করতে লগইন করুন