লোকটি কে ?

লিখেছেন লিখেছেন হতভাগা ২৯ জানুয়ারি, ২০১৫, ০৩:৩৬:৫৬ দুপুর



কেউ মারা গেলে তাকে কবরে শুইয়ে দিতে নামে তার খুবই কাছের কেউ ।

বাবা / ভাই / ছেলে / মামা / চাচা/ নানা/দাদা - এদের কেউ নামবে কবরে মৃতকে কবরে শুইয়ে দিতে ।

আরাফাত রহমান কোকোর দাফনের এই ছবিতে একজনকে ( লাল বৃত্ত চিন্হিত) দেখা যাচ্ছে কোকোর কবরে নেমে তাকে শুইয়ে দেবার জন্য দাড়িয়েছে ।

কে এই লোক ? সে কি কোকোর কাছের কেউ ?

বিষয়: বিবিধ

১৭০৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302037
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪২
অনেক পথ বাকি লিখেছেন : ওমরা করতে গেলে এই লোকটাই খালেদা জিয়ার হুইল চেয়ার ঠেলে। তাহলে বুঝুন কে Big Grin
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৭
244318
হতভাগা লিখেছেন : বিশ্বাস করতে ইচ্ছে করে না , কিন্তু সেটার বিপরীতে তো ডকুমেন্টস অনেক।

কোকোর বয়স ৪৫ হলে সেটা ১৯৬৯/৭০ এর ঘটনা , সে সময়ে জিয়া তো জীবিত ছিলেন এবং লালবৃত্ত চিন্হিত ব্যক্তি মনে হয় না বয়স এখনও ৬০ হয়েছে ।

এই একটা পয়েন্ঈ না বিশ্বাসের পক্ষে।
302038
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৮
জাকির বেপারী লিখেছেন : সে অবশ্যই কাছের মানুষ, তার নাম "ফালু "

উপরের মন্তব্য সঠিক এবং সত্য।
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৯
244319
হতভাগা লিখেছেন : কি সম্পর্ক তার সাথে মৃতের ?
302039
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : আসল বাবা নাকি Thinking Thinking
২৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:০০
244320
হতভাগা লিখেছেন : বয়সের ব্যবধান ১৪-১৫ এর বেশী হবে না । ১৪-১৫ বছর বয়সে একজন ছেলে বাবা হতে পারে না । একজন মেয়ে হয়ত পারে মা হতে।
302050
২৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৪
ইয়াফি লিখেছেন : অকাট্য প্রমাণ না থাকলে কাউকে অযথা অপবাদ দিয়েননা। পবিত্র কোরআনে মিথ্যা অপবাদের বিরুদ্ধে কঠোর নিষেধ রয়েছে। মৃত লোকজন আমরা জীবিতদের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছেন। এরপরও যদি আমরা তাদের গীবত-অপবাদ দিতে চাই, সেটা আমাদের জন্য বোমেরাং হবে। মানুষ এতবেশী সামাজিক যে, দেখা-সাক্ষাতে পরজনও আপনের চাইতে আপন হয়। সম্ভবত 2010 সালে সিলেটের আদালত পাড়া এর সাক্ষী হযেছিল। আদালত রায় দিয়েছিল সন্তানকে তার আপন মা-বাবার কাছে ফেরত দিতে হবে। কিন্তু সন্তান তার দত্তক পিতা-মাতাকে ছেড়ে যেতে চাইনা। তার গগণনিদারী কান্নায় এমন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরের সেশনে আদালত বাধ্য হয় একটু আগে দেয়া রায় উল্টিয়ে দিতে যাতে সন্তান তার দত্তক পিতা-মাতার কাছে থাকতে পারবে।
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৯
244587
হতভাগা লিখেছেন : ঠিক বলেছেন । কিন্তু কোকোর মামারা তো ছিল যাদের মধ্যে একজন মনে হয় মালয়েশিয়া থেকে তার লাশ আনতে গিয়েছিল ।

তাদের কেন না নেমে ফালুর নামতে হল ?
০২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৪
244730
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : এসব বিষয় নিয়ে অরুচিকর মন্তব্য এটাই প্রমাণ করে আমরা জাতি হিসেবে কত নিচে নেমে গেছি। কত জঘন্য আমাদের রুচিবোধ!
কবরে কে নামলো আর কে নামলো না তা দিয়েই কী সব প্রমাণ হয়? কিছু দিন আগে আমার এক আত্মীয়া মারা গেছেন। তাঁকে দাফনের সময় তাঁর সন্তান, জামাই, অন্যান্য আত্মীয়-স্বজন সকলেই উপস্থিত কিন্তু কবরে নামার সাহস কারো হচ্ছিল না। বলাবাহুল্য, আমি আগে থেকেই নামার জন্য প্রস্তুত ছিলাম এবং নেমেছিলামও। কিন্তু অন্য পাশে আরেকজন নামার কাউকে পাওয়া যাচ্ছিল না। মরহুমার সন্তান ও জামাইকে অনুরোধ করলাম কিন্তু তাঁরা কোনো আগ্রহ দেখালেন না। অবশেষে আমার আন্টারমিডিয়েট পড়ুয়া ছেলেকে বললাম অন্য পাশে নামতে। কিছুটা ভয় পেলেও সাথে বাবা আছে দেখে সাহস করে নেমেছিল। এটার দ্বারা কী নোংরা কিছু প্রমাণ করার সুযোগ আছে?
আশা করি, যাঁরা জেনে বা না জেনে কিংবা বুঝে বা না বুঝে এসব নোংরা বিষয় ছড়াতে উৎসাহী হচ্ছেন, এরপর তাঁরা সংযত হবেন। এখনও সময় আছে, তওবা করে ফ্রেস হোন। তা নাহলে আপনাদের মৃত্যুর পরও কবরে নামার কা্উকে পাওয়া যাবে না। দোয়া করি, আল্লাহ সকলের মঙ্গল করুন। আমীন।।
০২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:১১
244731
হতভাগা লিখেছেন : ঠিক আছে , তবে ফালুর ব্যাপারটা খুবই সেনসিটিভ । এতটা সহজ ভাবে উড়িয়ে দেওয়ার মত না ।

এতদিনের কানাঘুষার পালে হাওয়া লাগিয়েছে ছবিটা ।

বিশ্বাস তো আমিও করতে চাই না ।
302054
২৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : এ ধরনের মন্তব্য রুচিহীনতার পরিচয় বহন করে।
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৫০
244588
হতভাগা লিখেছেন : ব্যাপারটা বিএনপির লোকদের জন্য খুবই বিব্রতকর ।
302056
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামী লীগ ।
আর আওয়ামী লীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি

আমি দেখচি আমাদের ব্লগের কিছু ভায়েরা হাম্বালিগের মত রুছিহিন অয়ে গেছে তাঁদের কথা বারতা এমন কেন হবে? যার কোন প্রমাণ নেই তাই নিয়ে উলতা পাল্টা কথা বলা কি ঠিক?

আর মটি দেবার সময় নিজের কোন লক লাশ কবরে শুয়াতে হবে এটার কি দলিল আছে?
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৪৩
244401
sarkar লিখেছেন : ভাইয়া এক্কেবারে খাটিঁ কথা কইয়া ফালাই ছেন।বেদ্দব বড় অইলে আমিলীগ হয়।আমিলীগ বড় অইলে নাস্তিক অয়।
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৮
244589
হতভাগা লিখেছেন : কোকোর মামারা কেউ নামলো না কেন ? ফালুকেই বা কেন নামতে হবে ?
302059
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
রক্তলাল লিখেছেন : ফালুর চরিত্রের চেয়ে নিজের চরিত্রই তুলে ধরলেন।

আপনি আসলেই হতভাগা। নাহলে দাফনের ছবি দিয়ে এই পাশবিকতা করতেন না।

০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৯
244590
হতভাগা লিখেছেন : ব্যাপারটা বিএনপির পোলাপানদের জন্য Embarrasing
302067
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভাইজান আপনি তো মহা গ্যাঞ্জাম লাগাইয়া দিলেন এক্কেবারে!!!
302086
২৯ জানুয়ারি ২০১৫ রাত ১০:২৩
তবুওআশাবা্দী লিখেছেন : যত দূর জানি ফালু সাহেব সম্ভবত কোকোর মামা শশুর |
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০০
244591
হতভাগা লিখেছেন : কে সবচেয়ে কাছের জন , মামা না মামা শশুড় ?
১০
302111
২৯ জানুয়ারি ২০১৫ রাত ১১:৪৯
সালসাবীল_২৫০০ লিখেছেন : উনিই বহুল আলোচিত মোসাদ্দেক আলী ফালু !
এক সৌভাগ্যাবান ব্যাক্তি।
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০০
244592
হতভাগা লিখেছেন : শেয়ার বাজার কেলেংকারীর সাথে তার নামও আসে।
১১
302156
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৪৪
sarkar লিখেছেন : যারা জন্ম পরিচয় নিয়ে কথা বলে তারা বিকৃত মানসিকতা পোষণ করে।তাই নয় কি??
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০১
244593
হতভাগা লিখেছেন : ফালু ও কোকোর বয়সের ব্যবধান ১৫ বছর ।

তবুও ব্যাপারটাতে বিএনপির নেতারা খাবি খেয়ে যায় ।
১২
302164
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:০৪
কাহাফ লিখেছেন :
একান্ত স্বার্থবাদী একজন মানুষ! সময়ের বিবর্তনে যার খোলস পাল্টাতে সময় লাগে না একটুও!
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০২
244594
হতভাগা লিখেছেন : উনি গাছরটাও খান আবার তলারটাও কুড়ান ।

গত শেয়ার বাজার কেলেংকারীতে তার নামও এসেছে তার দল ক্ষমতায় না থাকা সত্ত্বেও ।
১৩
302194
৩০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪১
সালাম আজাদী লিখেছেন : যে আগুন নিয়ে খেলছেন, ঘুরে ফিরে ঐটা আপনাকে না পুড়িয়ে মারে, আপনি তো একজন পুরুষ হতভাগা, জানিনা কী আছে আপনার কপালে।
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০৩
244595
হতভাগা লিখেছেন : ফালু-কোকোর ব্যাপারটা শুধু বিএনপি না , ২০ দলের মাথায় বিষ আনিয়ে দেয় ।
১৪
303183
০৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫৫
কাজি সাকিব লিখেছেন : অযাচিত রচনা! বলছেন আপনা থেকেই দুজনের বয়স ব্যবধান ১৫ বছর তারপর আবার নিজেই প্রশ্ন ছুড়ছেন! নিজের চিন্তা-চেতনা-বিবেকের উপর আস্থা হারিয়েছেন নাকি হতভাগা ভাই? কি বলবেন বিএনপির পোলাপাইনদের জন্য বিব্রতকর,আমি কিন্তু বিএনপি করি না !
০৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:২১
245254
হতভাগা লিখেছেন : ঠাকুর ঘরে কে রে !
১৫
304154
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫১
প্রবাসী মজুমদার লিখেছেন : ফালুকে আমার ফালতু মনে হয়। একটা ব্যক্তিগত মতামত। খুব ধুর্ত মানুষ। সুখের দিনে বিএনপির কাছের লোক। বিপদে ছিটকে পড়েছিল। এখন একটা সুবাদে টিভিতে মিডিয়ায় আসার জন্য খুব কাছের মানুষ বনে যাবার ভনিতা বৈ কিছুই নয়। এসব নেতারাই বিএনপির জন্য কাল। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File