লোকটি কে ?
লিখেছেন লিখেছেন হতভাগা ২৯ জানুয়ারি, ২০১৫, ০৩:৩৬:৫৬ দুপুর
কেউ মারা গেলে তাকে কবরে শুইয়ে দিতে নামে তার খুবই কাছের কেউ ।
বাবা / ভাই / ছেলে / মামা / চাচা/ নানা/দাদা - এদের কেউ নামবে কবরে মৃতকে কবরে শুইয়ে দিতে ।
আরাফাত রহমান কোকোর দাফনের এই ছবিতে একজনকে ( লাল বৃত্ত চিন্হিত) দেখা যাচ্ছে কোকোর কবরে নেমে তাকে শুইয়ে দেবার জন্য দাড়িয়েছে ।
কে এই লোক ? সে কি কোকোর কাছের কেউ ?
বিষয়: বিবিধ
১৭০৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোকোর বয়স ৪৫ হলে সেটা ১৯৬৯/৭০ এর ঘটনা , সে সময়ে জিয়া তো জীবিত ছিলেন এবং লালবৃত্ত চিন্হিত ব্যক্তি মনে হয় না বয়স এখনও ৬০ হয়েছে ।
এই একটা পয়েন্ঈ না বিশ্বাসের পক্ষে।
উপরের মন্তব্য সঠিক এবং সত্য।
তাদের কেন না নেমে ফালুর নামতে হল ?
কবরে কে নামলো আর কে নামলো না তা দিয়েই কী সব প্রমাণ হয়? কিছু দিন আগে আমার এক আত্মীয়া মারা গেছেন। তাঁকে দাফনের সময় তাঁর সন্তান, জামাই, অন্যান্য আত্মীয়-স্বজন সকলেই উপস্থিত কিন্তু কবরে নামার সাহস কারো হচ্ছিল না। বলাবাহুল্য, আমি আগে থেকেই নামার জন্য প্রস্তুত ছিলাম এবং নেমেছিলামও। কিন্তু অন্য পাশে আরেকজন নামার কাউকে পাওয়া যাচ্ছিল না। মরহুমার সন্তান ও জামাইকে অনুরোধ করলাম কিন্তু তাঁরা কোনো আগ্রহ দেখালেন না। অবশেষে আমার আন্টারমিডিয়েট পড়ুয়া ছেলেকে বললাম অন্য পাশে নামতে। কিছুটা ভয় পেলেও সাথে বাবা আছে দেখে সাহস করে নেমেছিল। এটার দ্বারা কী নোংরা কিছু প্রমাণ করার সুযোগ আছে?
আশা করি, যাঁরা জেনে বা না জেনে কিংবা বুঝে বা না বুঝে এসব নোংরা বিষয় ছড়াতে উৎসাহী হচ্ছেন, এরপর তাঁরা সংযত হবেন। এখনও সময় আছে, তওবা করে ফ্রেস হোন। তা নাহলে আপনাদের মৃত্যুর পরও কবরে নামার কা্উকে পাওয়া যাবে না। দোয়া করি, আল্লাহ সকলের মঙ্গল করুন। আমীন।।
এতদিনের কানাঘুষার পালে হাওয়া লাগিয়েছে ছবিটা ।
বিশ্বাস তো আমিও করতে চাই না ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামী লীগ ।
আর আওয়ামী লীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি
আমি দেখচি আমাদের ব্লগের কিছু ভায়েরা হাম্বালিগের মত রুছিহিন অয়ে গেছে তাঁদের কথা বারতা এমন কেন হবে? যার কোন প্রমাণ নেই তাই নিয়ে উলতা পাল্টা কথা বলা কি ঠিক?
আর মটি দেবার সময় নিজের কোন লক লাশ কবরে শুয়াতে হবে এটার কি দলিল আছে?
আপনি আসলেই হতভাগা। নাহলে দাফনের ছবি দিয়ে এই পাশবিকতা করতেন না।
এক সৌভাগ্যাবান ব্যাক্তি।
তবুও ব্যাপারটাতে বিএনপির নেতারা খাবি খেয়ে যায় ।
একান্ত স্বার্থবাদী একজন মানুষ! সময়ের বিবর্তনে যার খোলস পাল্টাতে সময় লাগে না একটুও!
গত শেয়ার বাজার কেলেংকারীতে তার নামও এসেছে তার দল ক্ষমতায় না থাকা সত্ত্বেও ।
মন্তব্য করতে লগইন করুন