কি হয়েছিল ব্লগের ?

লিখেছেন লিখেছেন হতভাগা ০৬ জানুয়ারি, ২০১৫, ০৫:১৭:৫৯ বিকাল



গতকাল দুপুর দেড়টা হতে ব্লগে ঢোকাই যাচ্ছিল না । সকালে উঠে লগ ইন করে দেখি ব্লগ চলছে। দেখি , প্রায় ১০ ঘন্টা পর ( রাত সাড়ে এগারোটার পর) পরবর্তী পোস্ট ।

কি হয়েছিল ব্লগে ? আবারও কি ব্যান হতে যাচ্ছিল টুমরো ব্লগ ? গতকাল সকালে বেশ কিছু পোস্ট ব্লগ হানিকর এসেছিল , সেটাই কি কারণ ? নাকি অন্য কিছু ?

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299554
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৬
আফরা লিখেছেন : আমি ও আপনার মত কিছু জানি না তবে আমার ধারনা কিছু হয় নাই ,মডারেটররা ভয় পেয়ে ব্লগ বন্ধ রেখেছিল ।
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৬
242478
লজিকাল ভাইছা লিখেছেন : হা--হা--হা আপু, এমন এমন কথা বল, না হেঁসে পারি না।
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
242494
আফরা লিখেছেন : এত দুঃখের মাঝে ও একটু হাসাইতে পারলাম লজিকাল ভাইছা ভাইয়া । খুব ভাল লাগল ভাইয়া ।@ লজিকালভাইছা ভাইয়া
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
242495
আফরা লিখেছেন : এত দুঃখের মাঝে ও একটু হাসাইতে পারলাম লজিকাল ভাইছা ভাইয়া । খুব ভাল লাগল ভাইয়া ।@ লজিকালভাইছা ভাইয়া
299564
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৪
লজিকাল ভাইছা লিখেছেন : আমি ও আপনার মত কিছু জানি না তবে আমার ধারনা কিছু হয় নাই ,মডারেটররা ভয় পেয়ে ব্লগ বন্ধ রেখেছিল । আমি, আফরা আপুর মতই কিছু জানি না,
তবে আফরা আপুর সাথে একমত । এই ব্লগের মডুদের পুঁটি মাছের প্রাণ।
299567
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০২
মোতাহারুল ইসলাম লিখেছেন : কিছু একটা হয়েছিল, কিন্তু সেই কিছুটা কি? জানার অপেক্ষায় রইলাম।
299573
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : উনাদের সার্ভার নাকি ডাউন খাইছিলো সেটা তারা তাদের ফেসবুক পেজে জানান দিছে গতকাল। MOney Eyes MOney Eyes
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
242496
আফরা লিখেছেন : আপনি কি মুডু ভাইয়া ।তাহলে ঠিক হওয়ার পরে এখানে একটা পোষ্ট দিতেন ভাইয়া ।
299580
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
নোমান২৯ লিখেছেন : এটাও ব্লগ প্রমোটের একটা অংশ মনে হয় (অতি তথ্যসমৃদ্ধ কথা) Rolling on the Floor।ধন্যবাদ । Rose Rose
299587
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ব্লগের এই সমস্যায় আমিও পড়েছিলাম মনে হয়েছে সেই আগের মত ব্যান করতে চেয়েছিলো। বাকি আল্লাহই ভালো জানেন।
299596
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমিও অনেক ট্রাই করেছি কিন্তু ডুকতে পারিনি। আজ ডুকতে পারলাম কিন্তু ব্লগে কিছু কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন মন্তব্যের উপরে একটা বড় গেপ দেখা যাচ্ছে। তাছাড়া পাশে যে নিউজ শো করত সেগুলো হাইড হয়ে গেছে।
এথেকে বুঝা যায় কালকে কিছু একটা হয়েছিল।
299646
০৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:২৯
কাহাফ লিখেছেন :
সমস্যা কী তা আমি কখনই বুঝতে পারি না!
শুধু দেখি- ব্লগে প্রবেশ করতে পারছি না!!!
299689
০৭ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৫
বেআক্কেল লিখেছেন : আমি একটা পুষ্ট লিখেছিলাম ব্লগ খূলিতে খুলিতে দশ ঘন্টা পার হইয়া যায়, ইতিমধ্যে আমার লিখা পুষ্টের মেয়াদ শেষ হইয়া নতুন ঘটনা আইসা যায়.......
১০
299984
১০ জানুয়ারি ২০১৫ রাত ০২:১১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাইয়া, আমি খুব টেনশনে ছিলাম,ভেবেছিলাম হয়তোবা আবারও ব্লকের পথে!! আলহামদুলিল্লাহ পরে অপেন হতে দেখে অনেক ভাল লাগলো, তবে এমন কেন হলো, তা জানার খুব ইচ্ছা!
১১
301267
২২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৭
আলআমিন লিখেছেন : ঠিক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File